বিসিএস পরীক্ষাতে বাংলা ব্যকরণ অংশের ১৫ মার্কস এর মধ্যে সমাস বিষয়ে প্রায় প্রতিবছরই প্রশ্ন আসে। তাই এই সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। শুধুমাত্র বিসিএস নয়, অন্যান্য সরকারী চাকরীর পরীক্ষাতেও এই বিষয়ে উত্তর করতে হয়।
সমাস সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলেই কয়েকটা প্রশ্নের উত্তর করা যায়। তাই, আজকে আমরা সমাস সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা দেব। উপরের ভিডিওটি দেখুন স্পষ্ট ধারণা পাবেন।
সমাসের প্রকারভেদঃ
সমাস প্রধানত ৬ প্রকার। যেমন-
১. দ্বন্দ সমাস
২. কর্মধারয় সমাস
৩. বহুব্রীহি সমাস
৪. দ্বিগু সমাস
৫. তৎপুরুষ সমাস
৬. অব্যয়ীভাব সমাস
কেউ কেউ আবার মনে করে থাকেন তৎপুরুষ, দ্বিগু এবং কর্মধারয় আসলে একই সমাস। সবগুলোকেই কর্মধারয় বলা চলে। এগুলোর সংজ্ঞা, উদাহরণ ছাড়াও প্রাদি ও নিত্য সমাস সম্পর্কে উপরের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন।
Leave a Reply