যা কিছু হবে সব 2014-2015 ব্যাচের উপরেই হবে

By ফিরোজ আহমেদ

Published on:

2014-15
Advertisements

2014-15সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষা থাকছে কিনা – সেটা নিয়ে অনেক রকম গুজব চলছে। তবে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিলে সব ভার্সিটিতেই নতুন HSC সিলেবাস অনুযায়ি ভর্তি পরীক্ষা দিতে হবে – এটা শতভাগ নিশ্চিত ২০১৫ সালে যারা HSC পাশ করবে, তাদের HSC পরীক্ষার ফলাফল প্রকাশের ১০-১২ দিনের মধ্যেই ভর্তি পরীক্ষা নেয়া শুরু হয়ে যাবে ঢাবিতে। ফার্স্ট টাইমারদের সাথে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সেকেন্ড টাইমারদের বাদ না দিলেও মার্ক কেটে রাখতে পারে যথেষ্ট পরিমান।
IUBAT ও spring 2015 semester fee বাড়ইছে। EEE. পড়তে 5,96,000/- টাকা লাগবে। H.S.C GPA 4.5 এর কমে কোন Weaver নাই। ভর্তি পরীক্ষা নেবে।

Leave a Comment