নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত সৃজনশীল প্রাকটিস শিট

আমার প্রথম ব্লগ প্রকাশনা হিসাবে /নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত সৃজনশীল প্রাকটিস শিট/  শেয়ার করলাম। আশা করি ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।

[নবম-দশম শ্রেণীর সাধারণ গণিত সৃজনশীল প্রাকটিস শিট ডাউনলোড]

নতুন প্রকাশনার কাজ চলছে..

পরবর্তীতে আরও প্রকাশনা শেয়ার করা হবে।

…এম.এইচ.





About mhBishall 17 Articles
এম.এইচ.বিশাল , এম.এস.সি. - গণিত , খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , খুলনা . . এম.এইচ.বিশাল বর্তমানে একজন শিক্ষার্থী। পড়ালেখা ছাড়াও কম্পিউটার প্রোগ্রামিং ও গল্পের বই পড়তে ভালবাসেন । ভালবাসেন শিক্ষকতা-কে। বর্তমানে তিনি কর্মরত আছেন দেশের অন্যতম বৃহত্তম একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকে সহযোগী অফিসার হিসাবে । ইতিপূর্বে তিনি কর্মরত ছিলেন দিনাজপুর শহরের একটি সহযোগী শিক্ষা প্রতিষ্ঠানে গণিত শিক্ষক হিসাবে । বর্তমানে “গণিত ” বিষয় নিয়ে এম. এস.সি. (মাস্টার্স) করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*