নিচে পরীক্ষার জন্য আবেদন ফরম,জমাদানের তারিখ ও আনুষঙ্গিক নিয়ম দেয়া হলোঃ
* প্রতি পূর্ণ পত্রের জন্য্য ২০০ এবং অর্ধ পত্রের জন্য ১৪০ টাকা ।
* ব্যবহারিক প্রতি পত্রের জন্য ২০০ টাকা ।
* ইনকোর্স পরীক্ষার ফি ১০০ টাকা ।
* মোখিক ফি -২০০ টাকা
*কেন্দ্র ফি ৩৫০ টাকা
* কেন্দ্র ব্যবহারিক ফি ১২০ টাকা ।
এ ছাড়াও কলেজ কতৃক নির্ধারিত চার্জ !
সর্বমোট( আনুমানিক)
বিবিএ এর জন্য ৪২০০ থেকে ৪৮০০ এর মধ্যে
অন্যন্য বিভাগের জন্য ৪২০০ থেকে ৫৮০০ টাকা পর্যন্ত
– আবেদন ফরম পূরণ শুরু ও শেষ তারিখ ৭/৭/২০১৫ থেকে ১৩/০৮/২০১৫ তারিখ পর্যন্ত ।
-সোনালি ব্যাংক এ টাকা জমা শুরু ০৩/০৮/২০১৫ থেকে ১৮/০৮/২০১৫ তারিখ পর্যন্ত
– অন্যান্য সকল কাগজপত্র জমাদানের শেষ তারিখ ২০/০৮/২০১৫ তারিখ ।
বিঃদ্র- ফরমপূরণের নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ফরমপূরণের কোন সুযোগ নাই ।
*নিয়মাবলী
# শিক্ষার্থী কে নিজে জাতীয় বিশ্ববিদ্যালয়য়ের ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে রেজিশট্রেশন করতে হবে , আবেদন পূরণ করে সেটার প্রিন্ট কপি ফি সহ কলেজে জমা দিতে হবে ।
# আবেদন ফরমের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ফরমের মধ্যে আইকা আটা দিয়ে লাগাতে হবে এবং ১ কপি পূরণনকৃত ফরমের সাথে সরবরাহ করতে হবে ।
২০১৪ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি
Leave a Reply