ঈদের দিন রাত ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও উদয়ীমান সঙ্গীত শিল্পী নাঈম ইবনে পিয়াস রেজা (২১) আত্মহত্যা করেছেন। রাজধানীর ভাষানটেকে নিজ ঘরে প্রেমিকার ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, ‘পিয়াসের পরিবারের দেয়া খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এছাড়া আত্মহত্যার সময় ব্যবহৃত ওই মেয়ের ওড়নাটি জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।’
তরুণ এই কণ্ঠশিল্পীর ‘একমুঠো সুখ’, ‘অবশেষে’, ‘সাদাকালো মন’- এর মতো বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। পিয়াস রেজার বাবা শাহ আব্বাস একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বাসা রাজধানীর রূপনগর থানা এলাকার ব্লক জে, সেকশন ১১ বর্ধিত পল্লবীতে। পিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর ভাণ্ডারিয়া উপজেলায়।
পিয়াসের মামা রাহাত জানান, গত রাতে গলায় ওড়না বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পিয়াস। বাসার লোকজন ঘটনাটি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাহাত আরো জানান, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়ার সময় সহপাঠীর সঙ্গে পিয়াসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ভালোই চলছিল। হঠাৎ করে কয়েক দিন আগে ওই মেয়ের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে। ওই মেয়ের একটি ওড়না পিয়াসের কাছে ছিল। সেই ওড়না দিয়েই পিয়াস আত্মহত্যা করেছেন।
… … … ….
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল তথ্য ও সহায়তা পেতে এখানে ক্লিক করুনঃ- বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ
Leave a Reply