২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে কোনো সমস্যা থাকলে তা সংশোধনের একটি সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ জন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার নিকটস্থ ইউনিয়ন তথ্যকেন্দ্রসহ সরকারি ডিজিটাল তথ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর বলেন, ভর্তিচ্ছুকদের কারও কোনো সমস্যা থাকলে মূল প্রবেশপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে ২২ জুনের মধ্যে নিকটস্থ তথ্য কেন্দ্রে যেতে হবে। সেখানে একটি নির্ধারিত ইমেইল দেওয়া আছে। সে ইমেইলে কাগজগুলো স্ক্যান করে বোর্ডে পাঠানো হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যাটি উল্লেখ করে দিতে হবে। সে অনুযায়ী সংশোধন করা হবে।
ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে ২১ জুন। আজ পর্যন্ত আবেদন করেছে ১১ লাখ ১৮ হাজার শিক্ষার্থী।একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনর সময় তিন দিন বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়েছে।
Leave a Reply