শিক্ষামন্ত্রীর হওয়া দরকার ছিলো তথ্য ও প্রযুক্তি মন্ত্রী:রাজন খাঁন

By Runa khan

Published on:

Advertisements

শিক্ষামন্ত্রীকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন এইচ.এস.সি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী নোয়াখালী চাটখিলের ছেলে রাজন।Sikkhamontri_banglanews24_434237710

রাজন বলেন শিক্ষামন্ত্রী যেভাবে ভর্তি কার্যক্রম থেকে শুরু করে পুরো শিক্ষাখ্যাতকে ডিজিটাল করেছেন তাকে একবার সালাম দিতেই হয়। অন্যদিকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর সমালচনা করে বলেন ভর্তির কার্যক্রমের সমস্ত দায়িত্ব টেলিটক পিপেইড সার্ভিসের,অথচ এর উপযুক্ত নেটওয়ার্ক তারা দেশের প্রত্যান্ত অঞ্চলে পৌছাতে অক্ষম। আর তাদের অক্ষমতার শিকার নোয়াখালীবাসি,কারণ নোয়াখালী চাটখিলে তাদের তেমন কোন উপযুক্ত সেবা বিস্তার নেই।

তাই শিক্ষা মন্ত্রীর প্রযুক্তিবান্ধব মনককে সালাম,আর প্রযুক্তি মন্ত্রী এমন অসম্পূর্ণ টেলিটক কম্পানিকে কাজ দিয়ে দেশের অর্থ হাতিয়ে নেওয়া থেকে দেশ ও দেশের নাগরিকদের বাচাবে এমনটাই প্রত্যাশা সকলের।

অতি শীঘ্রই টেলিটক প্রি-পেইড তাদের নেটওয়ার্ক সবার কাছে পৌছানো নিশ্চত করবে এমনটাই দাবি সকলের।

Leave a Comment