এক্সিম ব্যাংক এর অর্থায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে One Student One Laptop তহবিল থেকে প্রতিটি শিক্ষার্থী পাবে একটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ। তবে শর্ত হলো প্রত্যেক শিক্ষার্থী অধ্যয়ন শেষে চাকুরীজীবনে প্রবেশ করে অনুরূপ একটি ল্যাপটপ উক্ত তহবিলে প্রদান করে এ কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। আপাতত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য চলছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলুন জেনে নেওয়া যাক এই প্রোজেক্ট এর বিস্তারিত তথ্য…
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ এই ল্যাপটপ পেত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্কে।
রেজিস্ট্রেশন এর সময় যে সকল তথ্য পূরণ করতে হবেঃ
|
১। ল্যাপটপ গ্রহীতার নাম : | |
২। মাতার নাম : | |
৩। পিতা/স্বামীর নাম : | |
৪। স্থায়ী ঠিকানা : | |
৫। ই-মেইল নং : | |
৬। মোবাইল নং : | |
৭। জাতীয় পরিচয় পত্র নং/পাসপোর্ট নং (যদি থাকে) : | |
৮। বিশ্ববিদ্যালয় এবং অধ্যয়নরত বিভাগের নাম : | |
৯। রেজিস্ট্রেশন নং ও সন : | |
১০। রোল নং : |
ল্যাপটপ পেতে হলে আপনাকে একটি অঙ্গীকারনামা পূরণ করতে হবে। অঙ্গীকারনামা নমুনা নিচে দেওয়া হলোঃ
* অঙ্গীকার নামা
আমি ————————————-রোল নং—————–, পিতাঃ—————————————-, মাতাঃ————————————————————–, গ্রামঃ—————————————————, উপজেলাঃ———————————————————-, জেলাঃ————————————————–, বর্তমানে ————————————————————– বিশ্ববিদ্যালয়ের —————————————বিভাগে ———————–বর্ষ/সেমিস্টারে অধ্যয়নরত আছি। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, এক্সিম ব্যাংক এর অর্থায়নে এবং আইসিটি বিভাগের উদ্যোগে আমার লেখাপড়ার স্বার্থে One Student One Laptop তহবিল থেকে একটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ গ্রহণ করছি। আমি অধ্যয়ন শেষে চাকুরীজীবনে প্রবেশ করে অনুরূপ একটি ল্যাপটপ উক্ত তহবিলে প্রদান করে এ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবো।
——————————————– বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিস্বাক্ষর ও তারিখ | —————————-ছাত্র/ছাত্রীর স্বাক্ষর ও তারিখ |
ফরমটির MS word কপির জন্য এখানে ক্লিক করুন।
ল্যাপটপ বিতরণঃ “One Student One Laptop” শীর্ষক প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান আগামী ৩০/০৪/২০১৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্মেলন কক্ষে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সচিব শ্যাম সুন্দর শিকদার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
Leave a Reply