ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তির দরখাস্ত আহবান

বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ১ জন কৃতী ছাত্রীকে স্বর্ণপদক এবং ৪ জন মেধাবী ছাত্রীকে মেধা বৃত্তি প্রদান করা হবে।

২২ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায়। ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ এর উদ্যোগে আগামী ৮ আগস্ট বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের স্বর্ণপদক ও মেধা বৃত্তি প্রদান করা হবে।

স্বর্ণপদক ও মেধা বৃত্তির জন্য হলের ২০০৯-২০১০ সেশনের স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মে’র মধ্যে ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বরাবর দরখান্ত জমা দিতে হবে।DU_NEW_logo_247868977

স্বর্ণপদক প্রার্থীদের স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৭ এবং মেধা বৃত্তি প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.৬ থাকতে হবে। এছাড়া, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তাদের চতুর্থ বিষয় বাদে ন্যূনতম সিজিপিএ ৪.৫ থাকতে হবে।

দরখাস্তের সঙ্গে সকল পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে। সহশিক্ষা কার্যক্রমে জড়িতদের স্ব স্ব ক্ষেত্রে অর্জিত সাফল্যের সনদপত্র দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে।

তথ্যসূত্রঃ ক্যাম্পাসলাইভ





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*