সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৫ পালিত

 সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব ভেটেরিনারি দিবস-২০১৫ ।

২৫ এপ্রিল শনিবার থেকে দু’দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম। এ বছর দিবসের প্রতিপাদ্য শিরোনাম হচ্ছে- Vector-Borne Diseases with A Zoonotic Potential।

২৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টায় ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় শুরু হয় সেমিনার ও আলোচনা সভা।

উদ্বোধনী বক্তৃতা শেষে বাংলাদেশের বিশিষ্ট ভেটেরিনারিয়ানদের সম্মাননা দেয়া হয়। এ বছর সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মো: মনসুরুল আমিন এবং প্রাণি সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো: হাবিবুর রহমান।

এরপর মূল বিষয়ের উপরে পেপার উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডিমোলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের এসোসিয়েট প্রফেসর  ড. সুমন পাল। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে কাজী এগ্রো লিমিটেড বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আবু সাঈদ, শ্রেষ্ঠ ফিড লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নওরোজ জাহিদ রহমান,

এসিআই এনিম্যাল হেলথ লিমিটেড বাংলাদেশের বিজনেস ডাইরেকটর মোহাম্মদ শাহীন শাহ, প্রাণি সম্পদ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ড. মো: নজরুল ইসলাম, সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের ড. হাফিজ এহসানুল হক,

ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ, সিকৃবির ডিন প্রফেসর ড. মো: আবু বকর সিদ্দীক উপস্থিত ছিলেন। এদিকে বিশ্ব ভেটেরিনারি দিবসকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রথম “ভেটেরিনারি অলিম্পিয়াড”।

ভেটেরিনারি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় দুপুর আড়াইটায়।  এসময় চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।  সারে ৪ টায় বিশেষ ডকুমেন্টরি প্রদর্শনী এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান করে ভেটেরিনারি ছাত্র সমিতি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

দু’দিনব্যাপী ভেটেরিনারি দিবস উদযাপনের দ্বিতীয় দিন ২৬ এপ্রিল রবিবার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিক্সের তত্তাবধানে  ক্যাম্পাসের আশে পাশের এলাকায় বাহক জনিত রোগে (ভেক্টর বর্ন ডিজিজ) আক্রান্ত প্রাণিদের ফ্রি চিকিৎসা দেয়া হবে।

এর মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসাধীন এলাকা হচ্ছে সিলেট নগরীর বালুচরের জোনাকী, ইসলামপুর-মেজরটিলার জাহানাবাদ আবাসিক এলাকা, টিলাগড়ের মিরাপারা এলাকা।

এবছর বিশ্বভেটেরিনারি দিবস উদযাপন কমিটির আহবায়ক হিসেবে রয়েছেন প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব এলাহী।

সৌজন্যেঃ ক্যাম্পাসলাইভ ২৪





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*