জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলিজ স্লিপে ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য

★যারা পাশ করেছো কিন্তু ১ম ও ২য় মেরিট কোনটাতে চান্স হবে না তারা ২ন মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে পূনরায় রিলিজ স্লিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করতে হলে আপনাকে http://app.nu.edu.bd/nu-web/applicantLogin.action এই লিঙ্কে গিয়ে আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে আবেদন করতে হবে।
★যারা ফেল তারা পারবে না।

★যারা চান্স পেয়েও উক্ত বিষয়ে পড়তে ইচ্ছুক না তারাও রিলিজ স্লিপ এর মাধ্যমে অন্য কলেজে ভর্তির আবেদন করতে পারবে।

★রিলিজ স্লিপের আবেদন অনলাইনে করতে হয়।
★মোট ৫ টি কলেজ চয়েজ দেওয়া যাবে। বাংলাদেশের যেকোন জেলায়, যেকোন কলেজ এ

★Nu Addmission এ যে যে গ্রুপ ছিলে সেই গ্রুপ নিয়ে রিলিজ আবেদন করতে পারবে। (যেমন::কমার্স থেকে কেউ আর্সে আসতে পারবে না)

★রিলিজস্লিপ আবেদন Govt ও Non govt দুইটাতেই করা যায়। সেক্ষেত্রে Govt College এ যদি সিট খালি থাকে। আমার মতে Govt কলেজে রিলিজ আবেদন না করায় ভাল। কেননা অল্প সংখ্যক (৫,৬) টা সিট খালি থাকে। এই অল্প সংখ্যক সিট এ চান্স পাওয়া অনেক কঠিন। সুতরাং চয়েজ টা নষ্ট না করে Non govt এ চয়েজ দেওয়া ভাল

★Non govt ও Govt এর অনার্স মান প্রায় সমান। কেননা একই Certificate পাওয়া যায় এবং Nu দ্বারা পরিচালিত।

★সর্বমোট ৫ টি কলেজ চয়েজ দেয়া যাবে। কলেজ চয়েজ এর পাশাপাশি ১ নং, ২ নং, ৩ নং ক্রমঅনুসারী বিষয় চয়েজ দেওয়া যাবে। উক্ত কলেজে যতগুলো বিষয়ে অনার্স চালু আছে সবকটি চয়েজ দেওয়া যাবে।

★অনলাইনে আবেদনের সময় কোন বিষয়ে কতটি সিট খালি আছে তা তোমরা নিজ চোখে দেখতে পারবে। খুব সতর্কতার সহিত দেখে দেখে পছন্দ ক্রমে বিষয় চয়েজ দিতে পারবে।

★তুমি কোন কোন কলেজে পড়তে ইচ্ছুক তা আগে থেকে ঠিক করতে হবে। দোকানে আবেদন করার সময় যাতে ঝামেলা না হয়।

★খুব সাবধানতার সহিত বুঝে শুনে রিলিজ আবেদন করতে হবে। একবার যদি সাবমিট (Sbumit) হয়ে যায় তাহলে তা আর ঠিক করা সম্ভব না

★সরকারি কলেজে অল্প সংখ্যক সিট খালি থাকে। সেই সিট এচান্সের আশায় সরকারি কলেজে আবেদন না করায় ভাল। ৫ টি চয়েজ যদি Non govt এ দেওয়া হয় তাহলে চান্স ১০০% হওয়ার সম্ভবনা থাকে।

★১ম রিলিজ এ যদি কেউ চান্স না পাও তাহলে পূনরায় ২য় রিলিজ স্লিপ এ আবেদন করতে পারবে।

★ ২য় রিলিজ এ একই ভাবে আবেদন করতে হয়।





About Nazmul Hasan 7 Articles
সরকারী বি.এল.কলেজ,খুলনা। অধ্যয়নরত বিএসএস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*