জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স সমূহের অনলাইন ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা অর্থাৎ মাস্টার্স প্রফেশনাল রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ বিগত ১৩ এপ্রিল ২০২৩ তারিখ প্রকাশ করা হয়েছে। ঐদিন বিকাল ৪ টার পর প্রথমে এসএমএস এর মাধ্যমে তারপর রাত ৯ টার পর অনলাইনে এই ফলাফল প্রকাশ করা হয়।
মাস্টার্স প্রফেশনাল কোর্সের রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩ এর মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ১৩/০৪/২০২৩ তারিখ থেকে ৩০/০৪/২০২৩ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১৬/০৪/২০২৩ তারিখ থেকে ০২/০৫/২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানা যাবে মাস্টার্স প্রফেশনাল রিলিজ স্লিপের ফলাফল ২০২৩।
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ
রিলিজ স্লিপের মেধা তালিকা প্রথমে উল্লেখিত দিনে বিকেল ৪ টার পর এসএসএস পদ্ধতিতে প্রকাশ করা হবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
NU<space>ATPM<space>Roll No
এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ
রিলিজ স্লিপের মেধা তালিকা উল্লেখিত দিনে রাত ৯ টায় প্রকাশ হবে। প্রকাশ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র এই পোস্টের মধ্যে দেওয়া ফরমে আপনার ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে ফলাফল দেখতে পাবেন।
মাস্টার্স প্রফেশনাল ভর্তির রিলিজ স্লিপের ফলাফল ২০২৩
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনাল রিলিজ স্লিপে ভর্তির সময়সীমাঃ
- রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখঃ ১৩/০৪/২০২৩ তারিখ থেকে ৩০/০৪/২০২৩ তারিখ।
- মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে জমা দেয়ার সময়সীমাঃ ১৬/০৪/২০২৩ তারিখ থেকে ০২/০৫/২০২৩ তারিখ।
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ১৬/০৪/২০২৩ তারিখ থেকে ০৩/০৫/২০২৩ তারিখ।
Leave a Reply