কাতারে এক কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেই প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা সর্বমোট ১৫টি পুরস্কার অর্জন করে।
কাতারের ইসলাম অ্যান্ড কাতার হিস্টোরি নামে কুইজ প্রতিযোগিতাটি আয়োজন করে ইসলামিক কালচার সেন্টার।
প্রতিযোগিতায় কাতারের স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে কাতারে অবস্থিত একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। ওই প্রতিযোগিতার এ, বি ও সি গ্রুপে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষার্থী বিজয় লাভ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমএইচএম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. জসিম উদ্দিন, ভাইস প্রিন্সিপাল মো. জুলফিকার আজাদ, সহকারী শিক্ষক মো. রাশেদ চৌধুরীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্রঃ বাংলামেইল
Leave a Reply