ভার্চুয়াল ক্লাসরুমের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড.একে আজাদ চৌধুরী বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো অগ্রগতি সাধন করছে। এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভার্চুয়াল ক্লাস রুম তৈরি করতে হবে।’

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত মিট বিডিরেনের (বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।a-k-azad

ইউজিসি সদস্য অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শহীদ আখতার হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট-২ প্রকল্পের প্রধান বিজ্ঞানী স্টিভ ওলফ।

একে আজাদ চৌধুরী বলেন, ‘বিডিরেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাঝে ইন্টারনেট সেবা প্রদান করছে, আর এই ইন্টারনেট সেবা গ্রহণের মাধ্যমে ছাত্র, শিক্ষক ও গবেষকরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তবে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বিডিরেনের সেবার বিস্তৃতি ঘটানো জরুরি।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ছাত্র, শিক্ষক এবং গবেষকরা ইন্টারনেট সেবা গ্রহণের মাধ্যমে খুবই উপকৃত হচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, সিনিয়র অধ্যাপকবৃন্দ, বিদেশি প্রতিনিধিবৃন্দ, ইউজিসির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, হেকেপ, বিডিরেন ও বিটিসিএল এর প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *