জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় মেরিট লিস্ট এর রেজাল্ট ২০২০-২১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ১৯/০৯/২০২১ তারিখ প্রকাশ করা হবে।
ঐদিন বিকাল ৪টার পর থেকে এস.এম.এস এবং রাত ৯টার পর অনলাইনে উক্ত ফলাফল প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও ফলাফল জানা যাবে।
এ মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার নিয়মসমূহঃ
এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ২য় মেধা তালিকায় ভর্তির ফলাফল জানার পদ্ধতিঃ
বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল করা হবে। এস.এম.এসের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
NU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর
উদাহরণঃ NU<space>ATHN<space>12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির ফলাফল ও ভর্তির ফরম পূরণের পদ্ধতিঃ
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানতে ও ভর্তির ফরম পূরণ করতে নিচের বক্সে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন…
লগিন করতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন।
ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ
মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ
- ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট /পিডিএফ কপি সংগ্রহের তারিখঃ ১৯/০৯/২০২১ থেকে ২৬/০৯/২০২১
- কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে৷ তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ৷
- বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নতুন করে কোন ফি প্রদান করতে হবে না।
- বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না৷
২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ
- ২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ১৯/০৯/২০২১ থেকে ২৬/০৯/২০২১
- ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২০/০৯/২০২১ থেকে ২৭/০৯/২০২১
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২০/০৯/২০২১ থেকে ২৮/০৯/২০২১
- সংশ্লিষ্ট কলেজকে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ২৯/০৯/২০২১ থেকে ০৫/১০/২০২১
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
- অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট (অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
- প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
- পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- টাকা জমার রশিদ।
- চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে প্রায় ১০ হাজার টাকা হয়ে থাকে।
২য় মেধাতালিকায় সুযোগ পাননি?
জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ
- ১ম মেধাতালিকা
- ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন
- কোটা ও ও মাইগ্রেসন এবং
- রিলিজ স্লিপ।
২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা প্রকাশ হবে এতে যাদের কোটা আছে তাদের মধ্যে কিছু প্রার্থী সুযোগ পাবেন। আর কোন মেধা তালিকা কিংবা কোটাতে সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন।
Thanks————
আপনাকে স্বাগতম! লেখাপড়া বিডি’র সাথেই থাকুন…………
2য় মেধা তালিকায়
chance হয় নি, কোন কোঠা ও নাই।
chance পাওয়ার কি অার কোন সম্ভাবনা অাছে,,।
ভাইয়া যারা আবেদন করেনি তারা কি আর অনার্স ও ভর্তি হতে পারবেনা
অনেক ধন্যবাদ
আপনাকেও স্বাগতম! লেখাপড়া বিডি’র সাথেই থাকুন…………
আমার স্কোর ৭৩.৬০ আমি কী তিতুমীরে কোন সাবজেক্ট পাব??????
Valo site…onek kico pawa jay….tobe online exam er bebostha korle site ta poripurno hoto
আমি রংপুর কারমাইকেলে আবেদন করেছি। ১ম ও ২য় মেধাতালিকায় স্থান পাই নি। ৩য় মেধাতালিকায় স্থান না পেলে আমি কী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পারবো না। যদি পারবো তাহলে আমাকে কী কী করতে হবে। বা কথায় আনার্স পরতে পারবো প্লীজ জানাবেন।
vai ami honers r from tajgon college ar puron korci kin2 amr aktu problem ar karon a gaibandha college a vorti hoyte cai akn ki korbo?
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স রিলিজ স্লিপ কবে দিবে।
reply plz vai.help me
Amr ssc point 4.22 r hsc 3.33 ami ki 2nd merit list a chance pabo ?amr chance paoar somvabona kototuku please bolen please please
রিলিজ কপি টে।কলেজ ও বিষয় চয়েজ দেওয়া যাবে কি
আমি আমার কাঙ্খিত কলেজে চান্স পাওয়া স্বত্ব্যেও নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারিনি। এখন আমি কীভাবে রিলিজ স্লিপ সংগ্রহ করবো।
আমার ১ম ও ২য় মেরিট লিষ্টে কোন সাবজেক্ট আসে নাই,এখন কি করব….
আমি 2nd merit list a রেজাল্ট আসে নি, এখন কি করব
আমার 2 মেধাতালিকায়ও কোনো subject আসে না এখন কি করতে হবে please answer me.