জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ২০২২ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা ২০ জুন ২০২২ প্রকাশ করা হবে। ঐদিন বিকাল ৪টার পর থেকে প্রথমে এস.এম.এস এর মাধ্যেম ফলাফল প্রকাশ করা হবে। তারপর রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও ফলাফল প্রকাশ করা হবে।
এই মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ জুন ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাততক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার নিয়মসমূহঃ
এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ২০২১-২০২২ জানার নিয়মঃ
বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল করা হয়। এস.এম.এস এ ফলাফল দেখার নিয়ম নিচে দেওয়া হলোঃ
NU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর
উদাহরণঃ NU<space>ATHN<space>12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ২০২১-২০২২ জানার নিয়মঃ
National University Honours Admission 1st Merit List Result 2021-22
অনলাইনে ফলাফল
রোল ও পিন নম্বর ভুলে গেলে এই লিঙ্ক থেকে পুনরুদ্ধার করে নিন।
প্রথম মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
- ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ২০/০৮/২০২২ থেকে ২৮/০৬/২০২২
- ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২১/০৬/২০২২ থেকে ২৯/০৬/২০২২
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২১/০৬/২০২২ থেকে ৩০/০৬/২০২২
- ২০২১-২২ শিক্ষা বর্ষের ১ম বর্ষের অনলাইন ক্লাস শুরুর তারিখঃ ০৩/০৭/২০২২
অনার্স ১ম বর্ষে ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
- অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট ( অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
- প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
- পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
- এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
- টাকা জমার রশিদ।
- চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।
ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত সরকারী কলেজ হলে ৩-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে ১০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।
১ম মেধাতালিকায় প্রত্যাশিত বিষয় পাননি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ার ১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে থাকে। মাইগ্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্কে।
১ম মেধাতালিকায় সুযোগ পাননি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ২০২২ কয়েকটি ধাপে প্রকাশ করবে।
যেমনঃ
- ১ম মেধাতালিকা
- ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন
- রিলিজ স্লিপ।
সুতরাং, পরবর্তীতে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায় সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি হতে পারবেন। ২য় মেধা তালিকা প্রকাশ হলে এখানে পাওয়া যাবে।
২য় মেধাতালিকা প্রকাশ করা হবে
ভাইয়া ২০১৮ এর অনার্সের ভর্তির ২য় ধাপের রেজাল্ট কত তারিখে জানানো হবে?
plz একটু বলবেন।
৩য় ধাপে না কি করবো ভাই
তৃতীয় মেধাতালিকার ফলাফল কি দিবে ??
তৃতীয় মেধাতালিকার ফলাফল দেওয়া হবে না…
আচ্ছা ভাই,,,কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের মধ্যে কি প্রতিবন্ধী কোটায় ব্যবসায়ীক শাখায় চান্স পাওয়া যাবে.? 6.16 পয়ে।
অনার্স ১ম বর্ষ ২০১৯-২০২০সেশন।।২য় মেধাতালিকা প্রকাশিত হবে কবে?জানতে চাই
VAI SSC TE AMAR POINT SCIENCE THEKE 4.50,HSC TE 3.00 ABAR FREEDOM FIGHTRE QUATA ASE,,TOBU O 4 TA SUBJECT AR KONO SUBJECT A CHANCH HOI NAI…TA HOLE KI KORBO AKHON..BOLBEN PLZ..
আমার ২য় চয়েজের বিষয় অর্থনীতি এসেছে।
এখন আমি যদি ভর্তি নিশ্চিত না করি, তাহলে ২য় মেধাতালিকায় আবার ফলাফল আসবে…???
অথবা আমি কি আবার নতুন করে আবেদন করতে পারবো?
আর ভর্তি নিশ্চিত না করলে কি আমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো…??
নিশ্চিত না করলে পরে রিলিজ স্লিপের আবেদন করতে পারবেন অথবা যদি নিশ্চিত করতে চান তবে করার সময় (১ম চয়েজ পাওয়ার জন্য) মাইগ্রেশোন এর আবেদন করতে পারবেন।
২য় মেধা তালিকার জন্য কি আবেদন করতে হয়না?? আমার কোনো বিষয় আসেনি একটু বলেন প্লিজ
আসসালামু আলাইকুম,, দয়া করে জনাবেন….
১. ১ ম মেরিটে নাম আসছে যদি ভর্তি না হয় তাহলে ২য় মেরিটে আসবে? বা ২য় মেরিটের জন্য কি আবেদন করতে পারবো??
২. বর্তমানে ডিগ্রিতে ভর্তি আছে, অনার্সের জন্য ফরম পূরণ করতে চাইলে ওয়েবসাইট মেসেজ আসে আগের ভর্তি বাতিল করতে, কলেজ থেকে রিস্ক নিতে চাচ্ছেননা,, অনলাইন থেকে করতে চাচ্ছি যদি তারা ২৬ তারিখের মধ্যে বাতিল না করে তাহলেতো ২টাই হারাতে হবে।। এমতাবস্থায় আমি চাইলে কি যেকোন মুহূর্তে ভর্তি বাতিল আবেদন cancel করতে পারবো? অথবা,,, শুধু ভর্তি বাতিল আবেদন করলে কি অনার্সের ফরম পূরণ করা যাবে??
প্লিজ হেল্প,,
আমি ১ম মেরিটে কোন কলোজ আসে নি এখন কি আমাকে ২য় মেরিটে আবেদন করতে হবে??
আর আমি কি সরকারীতে চান্স পাবো??
২য় মেধাতালিকার রেজাল্ট কবে পাওয়া যাবে।
ভাই আমি প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছি কিন্তু ভর্তির তারিখ শেষ হয়ে যাবার কারণে আমি ভর্তি হতে পারি নি , ভাই তাহলে আমি আর কী সুযোগ পাবো না ভর্তি হবার ??…….
Akash Roy যে কথা বলছে আমি তা জানগে চাই
first merit er class koto tarikh e shuru hbe
ভাই যশোর এম এম কলেজের 2022 সালে অনার্স এর ভর্তি ফলাফল দ্বিতীয় মেধা তালিকার ফলাফল কবে দিবে