অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট ২০২২, অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২২, এন ইউ অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট ২০২২; জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২৫/০৫/২০২২ তারিখ প্রকাশ করা হয়েছে।
এবার এ পরীক্ষায় সারাদেশে সারাদেশে ৭৩৩ টি কলেজে ৩০টি বিষয়ে -টি কেন্দ্রে ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। চলুন জেনে নেওয়া যাক এই ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য…
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল ২০২০ দেখুন এখান থেকেঃ
অনলাইনে ২৫ মে রাত ৭ টার পর থেকে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।
মোবাইল ফোনের ব্রাউজার থেকে ফলাফল দেখতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন।
কলেজ ভিত্তিক ফলাফল জানতে এখানে ক্লিক করুন।
এস.এম.এস এর মাধ্যমে অনার্স ৪র্থ বর্ষের (বিশেষ) পরীক্ষার ফলাফল জানার নিয়মঃ
২৫ মে রাত ৭ টার পর থেকে এসএমএস ও অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।
যে কোন মোবাইল থেকে Message অপশনে গিয়ে nu<space>h4<space>Registration Number (শেষের ০৭ ডিজিট) লিখে 16222 নম্বরে পাঠাবে হবে।
ফিরতি SMS এ আপনার ফলাফল পেয়ে যাবেন।
প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কলেজের কোন আপত্তি/অভিযোগ থাকলে তা এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ/পরীক্ষার্থীকে প্রয়োজনীয় তথ্য সহ আবেদন করতে হবে। এরপর কোন আপত্তি/অভিযোগ কোন ভাবেই গ্রহণ করা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার পুনঃনিরীক্ষণের বিস্তারিত তথ্য পাবেন এই লিঙ্কে।
এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা – তারিখ থেকে শুরু হয়ে – তারিখ পর্যন্ত চলে।
এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা – তারিখ থেকে শুরু হয়ে – তারিখ পর্যন্ত চলে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেম/ সিজিপিএ গণনা পদ্ধতি জেনে নিন
ধন্যবাদ।
আপনাকে ও ধন্যবাধন্যবাদ
সব ছাত্র ছাত্রী কে পাশ করে দেওয়া হোক ও তারা যেন ভাল নাম্বার পায় সেদিকে লক্ষ্য করা হোক।
আচ্ছা কারও কি জানা আছে অনার্স ফাইনাল ইয়ারে যদি কোন বিষয়ে খারাপ করে সে কি মাস্টার্স এ ভর্তি হতে ?
ধন্যবাদ
৪র্থ বর্ষ পরীক্ষা দেওয়ার পরেও যদি কোন বর্ষে ১টি বিষয় ফেল হয় তাহলে কি সার্টিফিকেট নিয়মিত না অনিয়মিত আসবে?
আমার ৪র্থ বর্ষ পরীক্ষায় এক বিষয় অকৃতকার্য এবং কোর্সের মেয়াদ শেষ এখন আমার রেজাল্ট জানতে চায়
স্যার এর দৃস্টি আকর্ষন করছি।।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের, শিক্ষার্থীদের ১ বিষয়ে ফেইল করার জন্য। ১ সেমিস্টার লস্। এটা কোন মতেই গ্রহণ যোগ্য না। ১ বিষয়ের কারণে মাস্টার্স ভর্তি, চাকরির দরকাস্থ পুরন এমনকি কি অনার্স পর্যন্ত বাতিল হয়ে যায়। যেকোন কারণেই ফেইল হোক না কেন যাদের ১টি বাদে সব বিষয় পাশ আছে। তাদের কে বিষেশ বিবেচনায় F গ্রেড হতে D গ্রেড এ উন্নিত করা হোক,।এবং তাদের CGPA দেওয়া হোক।যাতে তার মাস্টার্স ভর্তি সহ, তার CGPA কাজে লাগাতে পারে।
আর*।। বিষেশ বিবেচনায় পাশ কৃত শিক্ষার্থী ছারা, যারা শুধু চতুর্থ বর্ষে একাধিক বিষয়ে F গ্রেড পেয়েছেবা পাবে তাদের পরীক্ষা রেজাল্ট এর দুইমাসের মধ্যে একটা নিদ্দ্রিষ্ট ফি দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।
এই পদ্ধতি শুধু চতৃর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য চালুকরা হোক।।
সায়্যত্বশাষিত বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন ৪র্থ বর্ষে ইয়ার লস হতে বেচে যায়, সেখানে আমার জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এটুকু সুযোগ পেতে পারি নাহ্??????আমরা ৩১ বিষয়ে পাশ করে ১ বিষয়ের জন্য এক বৎসর লস চাই নাহ্।।।।।।
কুড়িগ্রাম সরকারি কলেজ
রসায়ন বিভাগ
প্রাক্তন ছাত্র
2011-12
১৭/০৫/১৭
বিদ্রঃ বানান ভুল মার্জনিয়।।জতীয় বিশ্ব বিদ্যালয়ের ওয়েব সাইডে মেইল ও সেয়ার করতে ভুলবেন না
২০১৩-১৩ সেশনের অনার্স ৪র্থ বর্ষের ফলাফল কখন প্রকাশিত হবে
পূণঃনিরিক্ষনের
vai ami 4th year a 2012-2013 te ak subject fail koresi.. akhon ki ami r master’s a borti hote parbo na
Re security result Kobe hobe
পুনঃনিরীক্ষনের ফলাফল হয়েছে কী?