জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফি কমলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল ফি কমলো। অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে ভর্তি বাতিল এবং ভর্তি পুনর্বহাল ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি বাতিল ও ভর্তি পুনর্বহাল ফি ৭০০ টাকার স্থলে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ ২০২৩

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভা এবং সিন্ডিকেটের ২৩৭তম সভার অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে কার্যকর হবে। পরিবর্তিত ফি আগামী ১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট ও লেখাপড়া বিষয়ক সকল আপডেট পেতে আমাদের লেখাপড়া বিডি ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *