আজকের ইংরেজি, বাংলা ও আরবি তারিখ

By Syeda wakimunnessa omena

Published on:

Advertisements

২০ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
০৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ
১১ রজব, ১৪৪৪ হিজরি
শুক্রবার
শীতকাল।

কি কারনে আপনি সফল হতে পারছেন না।???🤔🤔🤔

দেখবেন আমাদের ঘর যদি অগোছালো থাকে কোন কাজ ই মন ঠিক করে বসানো যায়না। চারিদিক টা অগোছালো দেখেই মেজাজ টা খিটখিট হয়ে যায়, তাই না??

ঠিক তেমনি আমাদের জীবন নিয়ে যখন আমরা সুষ্ঠ পরিকল্পনা করতে না পারি তখন ই কিন্তু আমাদের জীবন টা অগোছালো লাগে….

আর এই অগোছালো পরিকল্পনার কারনেই আমরা জীবনে এ সফল হতে পারিনা।

আমরা যাতে জীবনে যেনো এ সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারি তারজন্য ই কিন্তু আমাদের প্রতিদিন প্র‍্যাক্টিস করতে হবে।
আর সেই পরিকল্পনা অনুযায়ী বিজনেস এ কাজে লাগাই অবশ্যই আমরা আমাদের উদ্যোগকে গোছাতে পারবো, তাই না?

একটা ডেলি রুটিন করে ফেলুন…
সময়কেই শিক্ষক ভাবুন,

সঠিক সময়ে সঠিক কাজ ই একমাত্র আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে!!
যেমন ধরুন ঠিক করেছেন আজ আপনার বইয়ের একটা চাপ্টার পড়বেন বলে ঠিক করেছেন। এলার্ম সেট করে নিন আর সেই সময়টাকে ভাবুন আপনার শিক্ষক তাহলে শিক্ষকে নিশ্চয়ই না করবেন না!!!
তাই বেছে নিন আপনার শিক্ষককে।

Leave a Comment