এসএসসি প্রস্তুতিঃ পদার্থবিজ্ঞান, ১ম অধ্যায়, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা রইলো। আজকের পোস্টে এসএসসি পদার্থবিজ্ঞান, ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণে সহায়ক হবে। চলুন দেরি না করে শুরু করা যাক।

🔹১.বিজ্ঞানের কোন শাখায় পদার্থ ও শক্তি এই দুই ধরনের মাঝে অন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করে ?
>উত্তর: পদার্থবিজ্ঞান।

🔹২. বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা কোনটি?
>উত্তর: পদার্থবিজ্ঞান।

🔹৩. বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে কার?
>উত্তর: ইলেকট্রনিক্স এর।

🔹৪. ইলেকট্রনিক্স গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান কার?
>উত্তর: পদার্থ বিজ্ঞানের।

🔹৫.Astronomy পদার্থবিজ্ঞান মিলে কি তৈরি হয়েছে?
>উত্তর: Astrophysics.

🔹৬. জীবনবিজ্ঞান ও পদার্থবিজ্ঞান এর ব্যাবহার করে কি গড়ে উঠেছে?
>উত্তর: Biophysics.

🔹৭. রসায়নের সাথে পদার্থ শাখার সম্মেলনে জন্ম নিয়েছে কি?
>উত্তর:Chemical physics.

🔹৮. ভূতত্ত্ব ও পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে কি?
>উত্তর: Geophysics.

🔹৯. চিকিৎসাবিজ্ঞানে পদার্থ বিজ্ঞান ব্যবহার করে কি গড়ে উঠেছে?
>উত্তর: Medical physics.

🔹 ১০. পঠন-পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞান কে কয় ভাগে ভাগ করা হয়?
>উত্তর: দুই।

🔹১১. বলবিজ্ঞান,শব্দ বিজ্ঞান কোন পদার্থ বিজ্ঞানের অংশ?
>উত্তর: ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান।

🔹১২. আণবিক ও পারমাণবিক বিজ্ঞান কোন তত্ত্ব ব্যবহার করে গড়ে উঠেছে?
>উত্তর: কোয়ান্টাম বলবিজ্ঞান ও আপেক্ষিক তত্ত্ব।

🔹১৩. ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কোনগুলো ?
>উত্তর: তাপগতিবিজ্ঞান,বিদ্যুৎ ইত্যাদি।

🔹১৪. পার্টিক্যাল ফিজিক্স কোন পদার্থ বিজ্ঞানের অংশ?
>উত্তর: আধুনিক পদার্থবিজ্ঞান।

🔹১৫. আধুনিক পদার্থবিজ্ঞান কোনগুলো ?
>উত্তর: নিউক্লিয় পদার্থ বিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, আণবিক ও পারমাণবিক পদার্থবিদ্যা ইত্যাদি।

🔹১৬.সর্বপ্রথম কার্যকারণ এবং যুক্তি ছাড়া কোনো ব্যাখ্যা গ্রহণে অস্বীকৃতি জানান কে?
>উত্তরঃ থেলিস।

🔹১৭.সূর্যগ্রহণের ভবিষ্যৎ বাণী করেন কে?
>উত্তরঃথেলিস

🔹১৮.জ্যামিতি ও কম্পমান ওপর উপর মৌলিক কাজ করেছিলেন কে?
>উত্তর: পিথাগোরাস।

🔹১৯.পদার্থের অবিভাজ্য এককের নাম কি?
>উত্তর:এটম।

🔹২০.এটম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কোন বিজ্ঞানী?
>উত্তর:ডেমোক্রিটাস।

🔹২১.”মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে সবকিছু তৈরি ‘-এটি কার মতবাদ?
>উত্তর:এরিস্টটল।

🔹২২.সবচেয়ে বড় দার্শনিক ও বিজ্ঞানী ছিলেন কে?
>উত্তরঃবিজ্ঞানী এরিস্টটল।

🔹২৩.সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন কে?
>উত্তরঃ আরিস্তারাকস।

🔹২৪.পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে বের করেছিলেন কে?
> উত্তরঃ ইরাতোস্থিনিস।

🔹২৫.গ্রিক ধারার জ্ঞান চর্চা কে বাঁচিয়ে রেখেছিলেন কারা?
>উত্তরঃ ভারতীয় ,মুসলিম এবং চীনারা।

🔹২৬.আল জাবির বইটি রচনা করেন কে?
>উত্তরঃ আল খোয়ারিজমি।

🔹২৭.আলোক বিজ্ঞানের স্থপতি কে?
>উত্তরঃ ইবনে আল হাইয়াম।

🔹২৮.আল মাসুদের প্রকৃতির ইতিহাস নিয়ে এনসাইক্লোপিডিয়া কতটি খন্ডে বিভক্ত?
>উত্তরঃ ৩০

🔹২৯.চুম্বক ও কম্পাস নিয়ে কাজ করেছেন কে?
> উত্তরঃ বিজ্ঞানী শেন কুয়োর।

🔹৩০.শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহারের বিষয়টি করা হয়েছিল কোথায়?
>উত্তরঃ ভারতবর্ষে (আর্য ভট্ট)

🔹৩১.গোলীয় আয়নায় সূর্যরশ্মি কে ব্যবহার করেছিল কোন বিজ্ঞানী?
>উত্তরঃ বিজ্ঞানী আর্কিমিডিস।

🔹৩২.আর্কিমিডিস আবিষ্কার করেন-
>উত্তরঃ তরলের ঊর্ধ্বমুখী বল।

🔹৩৩.কত শতাব্দীতে ইউরোপে পদার্থ বিজ্ঞানের জগতে একটি বিস্ময়কর বিপ্লবের শুরু হয়?
>উত্তরঃষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে।

🔹৩৪.পদার্থ বিজ্ঞানের জগতে যখন বিস্ময়কর বিপ্লবের শুরু হয় তখন কিসের যুগ ছিল?
>উত্তরঃ ইউরোপীয় রেনেসাঁর যুগ।

🔹৩৫.কে এবং কত সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন?
>উত্তরঃ ১৫৪৩ সালে কোপার্নিকাস।

🔹৩৬.কোপার্নিকাসের তত্ত্বটি কে সবার সামনে নিয়ে আসেন?
>উত্তরঃ গ্যালিলিও

🔹৩৭.কাকে অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়?
>উত্তরঃ গ্যালিলিও কে।

🔹৩৮.কে বলবিদ্যার ও মহাকর্ষীয় সূত্র প্রকাশ করেন?
>উত্তরঃবিজ্ঞানী নিউটন।

🔹৩৯.বল বিদ্যার সূত্র কয়টি?
>উত্তরঃ ৩টি।

🔹৪০.বিজ্ঞানী নিউটন কত খ্রিস্টাব্দে বল বিদ্যার সূত্র প্রকাশ করে?
>উত্তরঃ ১৬৮৭ সালে।

🔹৪১.বল এবং গতিবিদ্যার ভিত্তি তৈরি করে দেয় কে?
>উত্তরঃ বিজ্ঞানী নিউটন।

🔹৪২.আলোকবিজ্ঞান নিয়ে কে কাজ করেছিলেন?
>উত্তরঃ বিজ্ঞানী নিউটন।

🔹৪৩.বিজ্ঞানী নিউটন কার সাথে গণিতের একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন?
>উত্তরঃ লিবনিজের সাথে।

🔹৪৪.তাপকে ভরহীন তরল হিসেবে বিবেচনা করার হতো কত শতাব্দীর আগে?
>উত্তর: অষ্টাদশ শতাব্দীর আগে।

🔹৪৫.কে দেখান, তাপ এক ধরনের শক্তি?
>উত্তর: কাউন্ট রামফোর্ড।

🔹৪৬.কাউন্ট রামফোর্ড কবে আবিষ্কার করেন যে, যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়?
>উত্তর: ১৭৯৮ সালে।

🔹৪৭.কে গতি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন?
>উত্তর: লর্ড কেলভিন।

🔹৪৮.থার্মোডিনামিক্সের বাংলা নাম কী?
>উত্তর: গতি বিজ্ঞান।

🔹৪৯.কত সালে গতিবিজ্ঞান এর দুটি গুরুত্বপূর্ণ সূত্র প্রণয়ন করা হয়?
>উত্তর: ১৮৫০ সালে।

🔹৫০.কে বৈদ্যুতিক চার্জ এর ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন?
>উত্তর: কুলম্ব।

🔹৫১.কত সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জ এর ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন?
>উত্তর: ১৭৭৮ সালে

🔹৫২.কে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন?
>উত্তর: ভোল্টা(১৮০০ সালে)

🔹৫৩.কে দেখান, বিদ্যুৎপ্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়?
>উত্তর: অরস্টেড।

🔹৫৪.ওরস্টেড কত সালে আবিষ্কার করেন যে বিদ্যুৎপ্রবাহ দিয়ে তৈরি করা যায়?
>উত্তর: ১৮২০ সালে।

🔹৫৫.কে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ প্রবাহ তৈরীর প্রক্রিয়া টি আবিষ্কার করেন?
>উত্তর: ফ্যারাডে এবং হেনরি(১৮৩১ সালে)

🔹৫৬. আলো আসলে একটি বিদ্যুৎচৌম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করেন?
>উত্তর: ম্যাক্সওয়েল।

🔹৫৬.একই শক্তির দুটি বিভিন্ন রূপ, এরকম একটি উদাহরণ কী?
>উত্তর: বিদ্যুৎ ও চুম্বক।

🔹৫৭. কোন শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানীরা বুঝতে পারলেন প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না?
>উত্তর: উনবিংশ শতাব্দী।

🔹৫৮. ডাল্টন কত সালে পারমাণবিক তত্ব দিয়েছেন?
>উত্তর: ১৮০৩ সালে।

🔹৫৯.কে পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন?
>উত্তর: থমসন।

🔹৬০.কে আবিষ্কার করেছেন পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জ গুলো থাকে?
>উত্তর: রাদারফোর্ড।

🔹৬১. কোন সূত্র অনুযায়ী পরমাণুর ইলেকট্রন ঘূর্ণন ব্যাখ্যা করা যায় না?
>উত্তর: বিদ্যুৎ চৌম্বকীয় সূত্র।

🔹৬২. কে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন?
>উত্তর: ম্যাক্স প্লাঙ্ক।

🔹৬৩.কে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন?
>উত্তর: সত্যেন্দ্রনাথ বসু।

🔹৬৪.সত্যেন্দ্রনাথ বসুর অবদান স্বরূপ একশ্রেণীর মৌলিক কণাকে কী নাম দেওয়া হয়?
>উত্তর: বোজন।

🔹৬৫.কত থেকে কত সাল পর্যন্ত বড় বড় বিজ্ঞানীরা মিলে কোয়ান্টাম তত্ত্ব টি কে প্রতিষ্ঠা করে?
>উত্তর: ১৯০০-১৯৩০ সাল।

🔹৬৬.বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে কোন বিষয় কল্পনা করে নেয়া হয়েছিল?
>উত্তর: ইথার নামক একটি বিষয়কে।

🔹৬৭.কারা ইথারের অস্তিত্ব মিথ্যা প্রমাণ করেছিলেন?
>উত্তর: মাইকেলসন ও মোরলি।

🔹৬৮.আলোর বেগ স্থির অথবা গতিশীল সব মাধ্যমে কেমন?
>উত্তর: সমান (আবিষ্কৃত হয় ১৮৮৭ সালে)

🔹৬৯.থিওরি অব রিলেটিভিটি বিষয়টির প্রবর্তক কে?
>উত্তর: আইনস্টাইন( বিষয়টি ব্যাখ্যা করা যায়১৯০৫ সালে)

🔹৭০.কীসের মাধ্যমে সর্বকালের চমকপ্রদ সূত্র বের হয়ে আসে?
>উত্তর: থিওরি অব রিলেটিভিটি।

🔹৭১.কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অব রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন?
>উত্তর: ডিরাক।(১৯৩১)

🔹৭২.কে এক্স রে আবিষ্কার করেন?
>উত্তর: বিজ্ঞানী রন্টজেন।

🔹৭৩.কারা রেডিয়াম আবিষ্কার করেন?
>উত্তর: পিয়ারে ও মেরি কুরি। (১৮৯৯)

🔹৭৪.কী আবিষ্কার এর মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন, পরমাণু অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে?
>উত্তর: রেডিয়াম আবিষ্কার এর মাধ্যমে।

🔹৭৩.কোনটি আবিষ্কারের কারণে শক্তিশালী এক্সেলেরেটর তৈরি করা সম্ভব হয়?
> উত্তরঃ ইলেক্ট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির।

🔹৭৪.এক্সেলেরেটর এর কাজ কী?
>উত্তর: নতুন নতুন “কণা” আবিষ্কার করা।

🔹৭৫.কোন মডেল ব্যবহার করে কণাগুলোকে চমৎকারভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয়?
>উত্তর: Standard Model

🔹৭৬.Standard Model ব্যবহার করে কণাগুলোর ভর ব্যাখ্যা করা সম্ভব নয় বলে কোন কণার অস্তিত্ব ভবিষ্যদ্বাণী করা হয়?
>উত্তর : হিগস বোজন।

🔹৭৭. কত সালে পরীক্ষাগারে হিগস বোজন কণাটি শনাক্ত করা হয়?
>উত্তর : ২০১৩

🔹৭৮. কত সালে হাবল দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একটি অপরটি থেকে দূরে সরে যাচ্ছে?
>উত্তর :১৯২৪

🔹৭৯.বিজ্ঞানীদের দেখানো মতে কত বছর আগে “বিগ ব্যাং” নামে একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটেছিল?
>উত্তর :প্রায় ১৪ বিলিয়ন বছর আগে।

🔹৮০.বিশ্বব্রহ্মাণ্ডে দৃশ্যমান গ্রহ-নক্ষত্র গ্যালাক্সির মাত্র কত শতাংশ বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেন?
>উত্তর : মাত্র ৪ শতাংশ।

🔹৮১.বিশ্বব্রহ্মাণ্ডে ব্যাখ্যাতীত অংশগুলো ব্যাখ্যা করতে হলে কিসের ধারণা মেনে নিতে হবে?
>উত্তর : ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির

🔹৮২. কোনটি বর্তমান সভ্যতার ভিত্তিমূল?
>উত্তর: অর্ধপরিবাহী পদার্থ দিয়ে ইলেকট্রনিক্স গড়ে উঠা।

🔹৮৩. বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
>উত্তর : পরিমাপ করে সবকিছুকে নিখুঁতভাবে ব্যাখ্যা করা।

🔹৮৪.’বৈদ্যুতিক শক্তি ও চৌম্বকত্ব”কে একত্রে কি বলে?
>উত্তর: বিদ্যুৎচৌম্বকত্ব বল

🔹৮৫.বিদ্যুৎচৌম্বকীয় বল ও দূর্বল নিউক্লিও বলকে একত্রে কি বলে?
>উত্তর: ইলেক্ট্রো উইক ফোর্স

🔹৮৬.সর্বপ্রথম চৌম্বকত্ব আবিষ্কৃত হয় কোথায়?
>উত্তর: চীনে

🔹৮৭.পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য মূলত কয়টি?
>উত্তর: ৩টি

🔹৮৮.লোডস্টোন কি?
>উত্তর: এক ধরনের চুম্বক পদার্থ

🔹৮৯.পরমাণুর নিউক্লিয়াসে কি ধরনের চার্জ থাকে?
>উত্তর: ধনাত্মক

🔹৯০.E=mc² থিওরিটি কে দেয়?
>উত্তর: আইন্সটাইন

🔹৯১.’ভরকে শক্তিতে রুপান্তরিত করা যায়’ কে দেখিয়েছেন?
>উত্তর: আইন্সটাইন

🔹৯২.’একটি নিউক্লিয়াসকে ভাংলে যেটুকু ভর নিউক্লিয়াস থেকে কমে যায় সেই শক্তি হিসেবে বের হয়’ কে দেখিয়েছেন?
>উত্তর: অটোহোন ও স্ট্রেসম্যান (১৯৩৮সালে)

🔹৯৩.বাংলাদেশে প্রথম নিউক্লিও বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে কোথায়?
>উত্তর: রূপপুরে

🔹৯৪.২য় বিশ্বযুদ্ধে নিউক্লিয়ার বোমা বিস্ফোরন ঘটে কোথায়?
>উত্তর: হিরোশিমা ও নাগাসাকিতে

🔹৯৫.’কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান’ শাখায় কি নিয়ে কাজ করা হয়?
>উত্তর: অর্ধপরিবাহী

🔹৯৬.ট্রানজিস্টর তৈরি হয় কিভাবে?
>উত্তর:অর্ধপরিবাহীর সাথে বিশেষ মৌল মিশিয়ে

🔹৯৭.কোন প্রযুক্তির ফলে ইলেক্ট্রনিকস এ অভাবনীয় উন্নতি হয়?
>উত্তর: ট্রানজিস্টর

🔹৯৮.কোন সূত্র ব্যবহার করে নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র তৈরি করা হয়?
>উত্তর:E=mc²

🔹৯৯.কোন জগতে রাশিমালার কোন শেষ নেই?
> উত্তর: ভৌত জগতে।

🔹১০০.মৌলিক রাশি কয়টি?
>উত্তর:৭টি

🔹১০১.মৌলিক রাশি গুলো ব্যবহার করে যখন আমরা অন্য কোন রাশি প্রকাশ করি তখন সেই রাশি গুলোকে কী বলা হয়?
> উত্তর : লব্ধ রাশি।

🔹১০২. মৌলিক রাশির আন্তর্জাতিকভাবে স্বীকৃত একককে কী বলা হয়?
> উত্তর: এস আই(SI) একক।

🔹১০৩. “SI” ফরাসি ভাষার কোন কথাটি থেকে এসেছে?
>উত্তর : Systeme International d’Unites.

🔹১০৪.আমাদের গ্যালাক্সির ভর কত?
>উত্তর :2×(10^41)

🔹১০৫.সৌরজগতের ব্যাসার্ধ কত?
>উত্তর : 6×(10^12)

🔹১০৬. সূর্যের ভর কত?
>উত্তর : 2×(10^30)

🔹১০৭.হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত?
> উত্তর :5×10^(-11)

🔹১০৮.আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কি?
>উত্তর :কেলভিন

🔹১০৯.যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে কি বলে?
>উত্তর :পরিমাপের একক

🔹১১০.দীপন তীব্রতার একক কি?
>উত্তর :ক্যান্ডেলা

🔹১১১. আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি?
>উত্তর: অ্যাম্পিয়ার

🔹১১২.দৈর্ঘ্যের একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?
>উত্তর :আলোর

🔹১১৩.শূন্যস্থানে এক সেকেন্ডের 299,792,458 ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে?
>উত্তর :1 মিটার

🔹১১৪.আদর্শ 1 কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?
>উত্তর: 3.9 সেন্টিমিটার

🔹১১৫.প্লাটিনাম- ইরিডিয়াম সংকর ধাতুর 1 kg ভরের সিলিন্ডারটির ব্যাসার্ধ কত?
>উত্তর: 1.95 সেন্টিমিটার

🔹১১৬. ক্যান্ডেলার সংজ্ঞায় বিকিরণ তীব্রতা কত?
>উত্তর: 1 স্টেরেডিয়ান ঘনকোণে 1/683 ওয়াট

🔹১১৭.ক্যান্ডেলার একক নির্ধারণে ব্যবহৃত আলোক উৎস সেকেন্ডে কতবার কম্পিত হয়?
>উত্তর 540×10¹² বার

🔹১১৮.সিজিয়াম -133 পরমাণু সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে?
>উত্তর:9,192,631,770 টি

🔹১১৯. অ্যাম্পিয়ার এর একক নির্ধারণে 1m দূরত্বে রাখা দুটি তার প্রতি মিটার দৈর্ঘ্যে কত নিউটন বলে পরস্পরকে আকর্ষণ করবে?
>উত্তর: 2×10^(-7) N

🔹১২০.পৃথিবীর ব্যাসার্ধ কত?
>উত্তর:6×10⁶ m

🔹১২১.ইলেকট্রনের ভর কত?
>উত্তর:9×10^(-31) kg

🔹১২২.বিগ ব্যাংয়ের সময়কাল কত?
>উত্তর:4×10¹⁷ s

🔹১২৩.মানুষের হৃদস্পন্দন এর সময়কাল কত?
>উত্তর:1 s

🔹১২৪.এক MeV গামা রে এর স্পন্দনকাল কত?
>উত্তর:4×10^(-21) s

🔹১২৫. নিকটতম গ্যালাক্সির দূরত্ব কত?
>উত্তর:6×10¹² m

🔹১২৬.0.012 কিলোগ্রামে যে কয়টি কার্বন 12 পরমাণু থাকে সেই সংখ্যক মৌলিক কণা এর সমান পদার্থকে কি বলে?
>উত্তর:এক মোল

🔹১২৭.এক পিকোমিটার এর সংকেত কী?
>উত্তর: 1pm

🔹১২৮.এক পিকোফ্যারড সমান কত ফ্যারড?
>উত্তর: 10^(-12)

🔹১২৯. 10 ফেমটোমিটার সমান কত মিটার?
>উত্তর: 10^(-14)

🔹১৩০.1 টেরাগ্রাম সমান কত গ্রাম?
>উত্তর: 10¹²

🔹১৩১.1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড?
>উত্তর: 10^(-9)

🔹১৩২.1 মাইক্রোএম্পিয়ার সমান কত এম্পিয়ার?
>উত্তর: 10^(-6)

🔹১৩৩. 1 মাইক্রোওয়াট সমান কত ন্যানোওয়াট?
>উত্তর: 10³

🔸[ব্যাখ্যা]✏️
____________
[1মাইক্রোওয়াট=10^(-6)
1ন্যানোওয়াট=10^(-9)
1মাইক্রোওয়াট=10^(-6)÷10^(-9)=10³ন্যানোওয়াট]

🔹১৩৪.100 পেটা সমান কত?
>উত্তর: 10¹⁷

🔹১৩৫. 10 মাইক্রোমিটার 5 ফেমটোমিটারের কত গুন?
>উত্তর: 2×10⁹

🔸[ব্যাখ্যা]✏️
___________
[10 মাইক্রোমিটার=10×10^(-6)=1×10^(-5)
5ফেমটোমিটার=5×10^(-15)
10 মাইক্রোমিটার 5 ফেমটোমিটারের ={1×10^(-5)}÷{5×10^(-15)}=2×10⁹ গুণ]

🔹১৩৬.একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত?
>উত্তর: 1×10^(-15) m

🔹১৩৭.একটি রাশিতে মৌলিক রাশিগুলোর সূচককে কী বলে?
>উত্তর: মাত্রা

🔹১৩৮. মাত্রা কীভাবে প্রকাশ করতে হয়?
>উত্তর: Third bracket এর ভিতরে

🔹১৩৯.বেগের মাত্রা কী?
>উত্তর: [LT^-1]

🔸[ব্যাখ্যা]✏️
___________
[বেগ (V) এর মাত্রা=দুরত্ব ÷সময়=L÷T=LT^-1]

🔹১৪০. 1 এক্সামিটার সমান কত এটোমিটার?
>উত্তর: 10³⁶

🔹১৪১. ১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার?
>উত্তর: ২.৫৪

🔹১৪২.দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল যন্ত্র কী?
>উত্তর:মিটার স্কেল

🔹১৪৩. মূল স্কেলের 9 মিলিমিটার দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলে কত ভাগ ভাগ করা হয়েছে?
>উত্তর:10 ভাগ

🔹১৪৪. VC – এর পূর্ণ্যরূপ কি?
>উত্তর:Vernier Constant

🔹১৪৫. ভার্নিয়ার সমপাতনকে কি দ্বারা প্রকাশ করা হয়?
>উত্তর: V

🔹১৪৬.মিটার স্কেলে ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়? >উত্তর: মিলিমিটার

🔹১৪৭.অধিকতর সূক্ষ্ণ পরিমাপের জন্য কোন মাপযন্ত্র প্রয়াজন?
>উত্তর:ভার্নিয়ার স্কেল

🔹১৪৮. স্লাইড ক্যালিপার্সের অপর নাম কি?
>উত্তর: ভার্নিয়ার ক্যালিপার্স

🔹১৪৯. স্লাইড ক্যালিপার্সের মাপজোখের বেলায় কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
>উত্তর: ভার্নিয়ার পদ্ধতি

🔹১৫০.একটি ডিজিটাল থামা ঘড়ি কত সেকেন্ড পর্যন্ত সঠিকভাবে পাঠ দিতে পারে?
>উত্তর: ±0.01s

🔹১৫১. কোন যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ নির্ণয় করা হয়?
>উত্তর: স্ক্রুগজ

🔹১৫২. আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
>উত্তর: স্লাইড ক্যালিপার্স

🔹১৫৩. ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক কত?
>উত্তর: 0.1mm

🔹১৫৪. ব্যালান্স কি?
> উত্তর: ভর মাপার যন্ত্র

🔹১৫৫.ফাঁপা নলের অন্তব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
>উত্তর:স্লাইড ক্যালিপার্স

🔹১৫৬.একটি স্কেলে শুধু cm দিয়ে দাগ দেওয়া আছে। স্কেলটি দ্বারা একটি বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য পরিমাণ করে 12 cm পাওয়া গেলো। ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত?
>উত্তর: 8.507%।

🔸[ব্যাখ্যা]✏️
___________
[এখানে স্কেলটি যেহেতু cm স্কেল দিয়ে দাগ দেয়া তাই এর ত্রুটি হবে ±0.5cm
বইয়ের দৈর্ঘ্য 12cmহওয়ায় পরিমাপ করা ক্ষেত্রফল 12×12=144 cm^2
যেহেতু বইটির আপেক্ষিক ত্রুটি± 0.5 কাজেই তার দৈর্ঘ্য পরিমাপ করা হলে সবচেয়ে কম 11.5cm এবং সবচেয়ে বেশি 12.5cmহতে পারে।
ক্ষেত্রফল,
সবচেয়ে কম,11.5×11.5=132.25cm^2
সবচেয়ে বেশি, 12.5×12.5=156.25cm^2
কাজেই চূড়ান্ত ত্রুটি,
144-132.25=11.75 cm^2
156.25-144=12.25 cm^2
বড় মানটি নিয়ে আপেক্ষিক ত্রুটি পাই,(12.25÷144)×100=8.507%]

🔹১৫৭. একটি স্কেলে শুধু cm দিয়ে দাগ দেওয়া আছে। স্কেলটি দ্বারা একটি ঘনাকৃতি বইয়ের দৈর্ঘ্য পরিমাণ করে 13 cm পাওয়া গেলো। আয়তন ত্রুটি কত?
>উত্তর: 12%।

🔸[ব্যাখ্যা]✏️
____________
[এখানে স্কেলটি যেহেতু cm স্কেল দিয়ে দাগ দেয়া তাই এর ত্রুটি হবে ±0.5cm
বইয়ের দৈর্ঘ্য 13cmহওয়ায় পরিমাপ করা আয়তন (13)^3=2197cm^3
যেহেতু বইটির আপেক্ষিক ত্রুটি± 0.5 কাজেই তার দৈর্ঘ্য পরিমাপ করা হলে সবচেয়ে কম 12.5cm এবং সবচেয়ে বেশি 13.5cmহতে পারে।
আয়তন,
সবচেয়ে কম,(12.5)^3=1953.125cm^3
সবচেয়ে বেশি, (13.5)^3=2460.375cm^3
কাজেই চূড়ান্ত ত্রুটি,
2197-1953.125=243.875cm^3
2460.375-2197=263.375 cm^3
বড় মানটি নিয়ে আপেক্ষিক ত্রুটি পাই,(263.375÷2197)×100=12%]

🔹১৫৮.একটি বস্তুর ক্ষেত্রফল পরিমাপের চূড়ান্ত ত্রুটি 84 cm^2 এবং পরিমাপ করা মান 400 cm^2 হলে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ?
>উত্তর: 21%।

🔸[ব্যাখ্যা]✏️
_____________
[আপেক্ষিক ত্রুটি=চুড়ান্ত ত্রুটি÷পরিমাপকৃত মান
= 84÷400=0.21
আপেক্ষিক ত্রুটির শতাংশ =0.21×100=21%]

🔹১৫৯.কোন কিছুর পরিমাপ বারবার নিয়ে তাদেএ গড় করলে কোন ত্রুটি দূর হয়?
>উত্তরঃ দৈব ত্রুটি।

🔹১৬০. পরিমাপের বেলায় সাধারণত কত ধরনের ত্রুটি থাকে?
>উত্তর:তিন ধরনের।

🔹১৬১.প্রকৃত মানের তুলনায় পরিমাণ করা মাপের পার্থক্যকে কি বলে?
>উত্তর: চূড়ান্ত ত্রুটি (Absolute Error)।

🔹১৬২.দৈর্ঘ্য পরিমাপের 10% ত্রুটি থাকলে আয়তন পরিমাপে সেই ত্রুটি কত গুণ বা কত % হবে?
>উত্তর:৩ গুন বা 30%।

🔹১৬৩.কোন কিছুর পরিমাপ বারবার নিয়ে তাদের গড় করলে কোন ত্রুটি দূর হয়?
>উত্তর:দৈব ত্রুটি।

🔹১৬৪.দৈর্ঘ্য পরিমাপের কোন ত্রুটি থাকলে ,ক্ষেত্র পরিমাপে সেই ত্রুটি হবে-
>উত্তর:দ্বিগুণ।

🔹১৬৫.দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত?
>উত্তর: শূন্য (0)।

🔹১৬৭.বস্তুর দৈর্ঘ্য 7±0.5 mm বলতে বোঝায় ,সেটির প্রকৃত দৈর্ঘ্যের মান হতে পারে-
>উত্তর: 6.5mm থেকে 7.5mm ।

[শেয়ার করো সবাই বেশি বেশি]

♦️ পদার্থবিজ্ঞান 🔲 অধ্যায় ০২ (গতি) ‌ 🔁মোঃএম.এইচ.মনির খান ⏩মোবাঃ০১৮১৭৮০৮৬৯৪

🔸১. সময়ের সাথে কোন ধরনের বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না?
উঃ স্থির বস্তুর

🔸২. সময়ের সাথে কোনটির অবস্থানের পরিবর্তন হয়?
উঃ গতিশীল বস্তু

🔸৩. যে নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে?
উঃ প্রসঙ্গ বিন্দু

🔸৪. কোন বিন্দুর অবস্থান বলতে কি বুঝায়?
উঃ প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে তার দিক, দুরত্ব

🔸৫. কোন বস্তু প্রকৃতপক্ষে স্থির থাকলে তাকে কি বলে?
উঃ পরম স্থির

🔸৬. পারিপার্শ্বিক সাপেক্ষে কোন বস্তু স্থির থাকলে তাকে কি বলে?
উঃ আপেক্ষিক স্থির

🔸৭. প্রকৃত স্থির বিন্দুর সাপেক্ষে গতিশীল বস্তু কে কি বলে?
উঃ পরম গতি

🔸৮. পারিপার্শ্বিক এর সাপেক্ষে কোন বস্তুর গতি কে কি বলে?
উঃ আপেক্ষিক গতি

🔸৯. চলন্ত ট্রেন লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে ট্রেনটি কি?
উঃ আপেক্ষিক গতিশীল

🔸১০. বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় কোনটি ব্যবহৃত হয়?
উঃ প্রসঙ্গ কাঠামো

🔸১১. সূর্যের গতিপথের কেন্দ্র কোনটি?
উঃ গ্যালাক্সি

🔸১২. সব ধরনের গতির বৈশিষ্ট্য কি ?
উঃ আপেক্ষিক

🔸১৩. সরল পথে চলমান কোনো বস্তুর গতিকে কি বলে?
উঃ স্পন্দন গতি।

🔸১৪. দোলনায় দুলতে থাকা একটি শিশুর গতি কী ধরনের?
উঃ স্পন্দন গতি।

🔸১৫. একটি বিশেষ ধরনের পযার্য়বৃত্ত গতিকে কি বলে ?
উঃ সরল স্পন্দন গতি।

🔸১৬. আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন কোনগতির আওতাভুক্ত?
উঃ পযার্য়বৃত্ত গতি

🔸১৭. নির্দিষ্ট বিন্দুর দুই পাশে কোনো বস্তু স্পন্দিত হয় কোন গতির বেলায়?
উঃ স্পন্দন গতি

🔸১৮. কোন ধরনের গতি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে?
উঃ রৈখিক গতি

🔸১৯. কোনো গতির ক্ষত্রে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে কোন গতি?
উঃ ঘূর্ণন গতি

🔸২০. ঘূর্ণন গতির উদাহরণ নিচের কোনটি?
উঃ ঘড়ির কাঁটার গতি।

🔸২১. পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতিপথের নির্দিষ্ট বিন্দুকে কিভাবে অতিক্রম করে?
উঃ একই দিক থেকে।

🔸২২. কোনো বস্তু যদি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তখন তাকে কী ধরনের গতি বলে?
উঃ ঘূর্ণন গতি

🔸২৩. নিচের কোনটি একই সাথে পর্যায়বৃত্ত ও ঘূর্ণন গতির উদাহরণ?
উঃ বৈদ্যুতিক পাখার গতি।

🔸২৪. সবচেয়ে সহজ গতির উদাহরণ কোনটি?
উঃ সরলরৈখিক গতি।

🔸২৫. সরল স্পন্দন গতি কোন বিন্দুতে পৌঁছালে এর গতি কমতে থাকে?
উঃ কেন্দ্রবিন্দুতে।

🔸২৬. সরল স্পন্দন গতি কতটুকু গতিতে এর কেন্দ্রীবিন্দুতে পৌঁছালে এর গতি কমতে শুরু করে?
উঃ সর্বোচ্চ গতিতে

🔸২৭. সরল স্পন্দন গতি একবার থেমে গেলে তা আবার কিভাবে গতিশীল অবস্থায় ফিরে আসে?
উঃ দিক পরিবর্তনের মাধ্যমে

🔸২৮. উপবৃত্তাকার ধরনের গতি কোন ধরনের গতির উদাহরণ ?
উঃ পর্যায়বৃত্ত গতি

🔸২৯. বৃত্তাকার ধরনের গতি কোন ধরনের গতির উদাহরণ?
উঃ পর্যায়বৃত্ত গতি

🔸৩০. কোনোকিছু যদি সরলরেখায় যায় তবে তার গতিকে কোন ধরনের গতি বলা হবে?
উঃ সরলরৈখিক গতি।

🔸৩১. কোনো বস্তুর চলার পথে যদি তার সকল কণাগুলো একই সময়ে একই দিকে চলতে থাকে, তবে তাকে কী বলে?
উঃ চলন গতি।

🔸৩২. আকাশের চাদঁ কোন গতির উদাহরণ?
উঃ ঘূর্ণন গতি।

🔸৩৩. ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে কী বলে ?
উঃ রাশি

🔸৩৪. দিকের বিবেচনায় বস্তুজগতে রাশিগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে ?
উঃ ২ ভাগে

🔸৩৫. যে রাশি প্রকাশের জন্য একটা দিক উল্লেখ্য করে দিতে হয় তাকে কী বলে ?
উঃ ভেক্টর রাশি

🔸৩৬. ওজন কী ধরনের রাশি ?
উঃ ভেক্টর রাশি

🔸৩৭. তড়িৎ প্রবাহ কোন ধরনের রাশি ?
উঃ ভেক্টর রাশি

🔸৩৮. লেখার সময় ভেক্টর রাশিকে বোঝাতে কী ব্যবহার করা হয় ?
উঃ অক্ষরের উপর তীর চিহ্ন

🔸৩৯. যে রাশিকে সংখ্য দিয়ে প্রকাশ করতে হয় তাকে কী বলে ?
উঃ স্কেলার

🔸৪০. তরঙ্গ দৈঘ্য কী রাশি ?
উঃ স্কেলার রাশি

🔸৪১. ক্ষমতা কী ধরনের রাশি ?
উঃ স্কেলার রাশি

🔸৪২. কোন রাশি শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয় ?
উঃ স্কেলার রাশি

🔸৪৩. স্কেলার রাশির যোগ কোন নিয়মে করতে হয় ?
উঃ বীজগানিতীক

🔸৪৪. কোন রাশির দিক নেই ?
উঃ স্কেলার রাশি

🔸৪৫. ভেক্টর রাশির যোগ-বিয়োগ কোন নিয়মে হয় ?
উঃ জ্যামিতিক নিয়মে

🔸৪৬. বইয়ে ভেক্টর রাশিকে কীভাবে লেখা হয় ?
উঃ মোটা অক্ষর দিয়ে

🔸৪৭.তাপমাত্রা কী ধরনের রাশি ?
উঃ স্কেলার রাশি

🔸৪৯ দুইটি স্কেলার রাশির মান কত না হলে এদের গুণফল শূণ্য হয় না ?
উঃ শূণ্য

🔸৫০. বল কী ধরনের রাশি ?
উঃ ভেক্টর রাশি

🔸৫১. দুইটি স্কেলার রাশির গুণণে কী পাওয়া যায় ?
উঃ স্কেলার রাশি

🔸৫২. চাপ কী ধরনের রাশি ?
উঃ স্কেলার রাশি

🔸৫৩. ভেক্টর রাশি প্রকাশের জন্য কীসের প্রয়োজন হয় ?
উঃ দিকের

🔸৫৪. নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে কি বলে?
উঃ সরণ

🔸৫৫. শুরু এবং শেষ অবস্থানের নূন্যতম দূরত্ব কি?
উঃ সরণ

🔸৫৬. সরণ এর মাত্রা কি?
উঃL

🔸৫৭. বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্ব কে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়?
উঃ গড় দ্রুতি

🔸৫৮. বস্তুর অবস্থানের পরিবর্তন হয় কয় ভাবে?
উঃ দুইভাবে

🔸৫৯. মহাবিশ্বের সকল গতি এবং স্থিতি কি?
উঃ আপেক্ষিক

🔸৬০. দ্রুতির ভেক্টর রূপ কে কি বলে?
উঃ সরণ

🔸৬১. সরণের একক কি?
উঃ মিটার

🔸৬২. নির্দিষ্ট সময় ব্যবধানে কোন বস্তু কণার সরণ সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
উঃগড় বেগ

🔸৬৩. দূরত্ব কি রাশি?
উঃ স্কেলার

🔸৬৪. যে কোন দিকে পারিপার্শ্বিক এর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন কে কি বলে?
উঃ দূরত্ব

🔸৬৫. একটি বস্তু স্থির অবস্থান থেকে 4 মিটার সোজা দক্ষিণ দিকে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে 3 মিটার অতিক্রম করল | বস্তুর দূরত্ব ও সরণের পার্থক্য কত?
উঃ ২ মিটার
[Explanation ✅✅✅
ধরি,
OA=4
AB=3
দূরত্ব, s=OA+AB =4+3=7m
সরণ,
OB (d)=√(OA^2+AB^2)
➡️=√4^2+3^2
➡️=√25
➡️=5
অতএব, s-d=7-5=2m]

🔸৬৬. একটি বস্তু r ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলো| বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত?
উঃ 2πr

🔸৬৭. উক্ত বস্তুটির সরণের মান কত?
উঃ ০

🔸৬৮. মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
উঃ 18 মিটার
[Explanation✅✅✅
(৭২÷৩)-৬=২৪-৬=১৮ ]

🔸৬৯. বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানে সরল রৈখিক দূরত্ব কি নির্দেশ করে?
উঃ সরণ

🔸৭০. কোনো কিছুর দ্রুতির পরিমাপকে কি বলে?
উঃ বেগ

🔸৭১. সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে?
উঃ দ্রুতি

🔸৭২. দ্রুতির মাত্রা কি?
উঃ LT^-1

🔸৭৩. সময়ের সাথে কোনটির পরিবর্তনের হারকে বেগ বলে?
উঃ সরণের ‌

🔸৭৪. দূরত্ব/সময় =?
উঃ গড় দ্রুতি

🔸৭৫. কখন কোনো বস্তুর তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতি একই হয়ে যায়?
উঃ সুষম দ্রুতিতে থাকলে

🔸৭৬. অসম দ্রুতিতে চলমান কোনো বস্তু ১ম ১ সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় সেকেন্ডে 15m দূরত্ব অতিক্রম করলে গড় দ্রুতি কত?
উঃ 2.5ms^-1
[ Explanation✅✅✅
গড় দ্রুতি,
➡️(15m+10m)/(5s+5s)
➡️=25m/10s
➡️=2.5ms^-1]

🔸৭৭. কোনটি বেগের মাত্রার সমীকরণ?
উঃ LT^-1

🔸৭৮. একটি গতিশীল বস্তু 4 ms-1 বেগ নিয়ে সমবেগে চলছে, 5 সে. পরে এর বেগ কত হবে?
উঃ 4ms^-1

🔸৭৯. কোনো বস্তু t সময়ে নির্দিষ্ট দিকে s দূরত্ব অতিক্রম করলে তার বেগ v কত হবে?
উঃ v=s/t

🔸৮০. নির্দিষ্ট দিকে একটি গাড়ি 20s এ 100m অতিক্রম করলে গাড়িটির বেগ কত হবে?
উঃ 5ms^-1
[Explanation✅✅✅
আমরা জানি,
বেগ v= দূরত্ব, s/সময়, t
➡️v= 100m/20s
➡️v= 5ms^-1
অতএব বেগ,v=5ms^-1]

🔸৮১. গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে তাকে কী বলে?
উঃ সুষম বেগ

🔸৮২. সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে কি বলে?
উঃ ত্বরণ

🔸৮৩. সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কোনটি?
উঃ শুন্য

🔸৮৪. অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ নিচের কোনটি?
উঃ সুষম ত্বরণ

🔸৮৫. একটি গাড়ির বেগ 20 ms^-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 2s পরে 10ms^-1 হলে গাড়িটির ত্বরণ কত?
উঃ -5ms^-2
[ Explanation✅✅✅
দেওয়া আছে,
আদিবেগ, u=20ms^-1
শেষবেগ, v=10ms^-1
সময়,t=2s

আমরা জানি,
v= u+at
➡️ a=(v-u)/t
➡️ a=(10-20)/2
➡️ a= -5ms^-2 ]

🔸৮৬.সমত্বরণে উপরের দিকে চলন্ত লিফটে আরোহী নিজেকে কি মনে করে?
উঃ ভারী

🔸৮৭. একটি বস্তুর বেগ 9s এ 9ms^-1 থেকে 45ms^-1 এ উন্নীত হলে বস্তুটির ত্বরণ কত?
উঃ 4ms^-2
[ Explanation✅✅✅
আমরা জানি,
a=(v-u)/t
➡️a=(45-9)/9
➡️a= 4ms^-2
অতএব a=4ms^-2]

🔸৮৮. একটি ট্রেন 40 km h^-1 বেগে চলা অবস্থায় ব্রেক কষে 30 সেকেন্ডে থামানো হলে এর মন্দন কত হবে?
উঃ 0.371 ms^-2
[ Explanation✅✅✅
a=(v-u)/t সুত্রটি ব্যবহার করে ]

🔸৮৯. 10ms^-1 সমবেগে চলমান 1 kg বস্তুর ত্বরণ কত?
উঃ 0ms^-2
[Explanation✅✅✅
সমবেগে চলমান বস্তুর বেগ সর্বদা শুন্য]

🔸৯০. কোনো বস্তুর বেগ 3s এ 30ms^-1 থেকে বেড়ে 42ms^-1 হলে 5s পর বেগ কত হবে?
উঃ 50ms^-1
বস্তুর ত্বরণ,
a= (বেগের পরিবর্তন/সময়)
➡️a=(42-30)/3
➡️a= 4ms^-2

5s পর বস্তুর শেষবেগ v হলে,
v= u+at
➡️v=30+(4*5)
➡️v=50ms^-1
অতএব বেগ,v 50ms^-1 ]

🔸৯১. একটি গাড়ির বেগ 36 ms^-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 9s এ 18ms^-1 হলে গাড়ির ত্বরণ কত?
উঃ -2ms^-2
[ Explanation✅✅✅
a=(v-u)/t সুত্রটি ব্যাবহার করে।]

🔸৯২. একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলে?
উঃ ত্বরণ

🔸৯৩. সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলে?
উঃ মন্দন

🔸৯৪. বেগের পরিবর্তন হতে পারে কয়ভাবে?
উঃ ৩

🔸৯৫. মন্দন কোন ধরনের ত্বরণ?
উঃ ঋণাত্মক ত্বরণ

🔸৯৬. কোনো স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ কি?
উঃ ত্বরণ সৃষ্টি করা

🔸৯৭. ঋণাত্মক ত্বরণকে কি বলে?
উঃমন্দন

🔸৯৮. ত্বরণের মাত্রা কি?
উঃ L/T^2

🔸৯৯. ত্বরণের একক কি?
উঃ m/s^2

🔸১০০. ত্বরণের সমীকরণ কি?
উঃ ত্বরণ=শেষ বেগ- আদি বেগ/সময়

🔸১০১. অভিকর্ষজ ত্বরণের মান কত?
উঃ 9.8 m/s^2

🔸১০২. যদি একটি বস্তু মাটিতে মুক্তভাবে পড়তে থাকে তখন তার
ত্বরণ কত?
উঃ 9.8 m/s^2

🔸১০৩. সুষম ত্বরণের ক্ষেত্রে বেগের পরিবর্তন সবসময় কেমন হয়?
উঃ সমান

🔸১০৪. একটি গাড়ির বেগ 15m/s থেকে সুষমভাবে বেড়ে 10s পরে 75m/s হয়।ত্বরণ কত?
উঃ 6m/s^2

🔸১০৫. একটি গাড়ি স্থির অবস্থান থেকে 3m/s^2 সমত্বরণে কত সময় চললে 54km/h বেগ প্রাপ্ত হবে?
উঃ 5s

🔸১০৬. একটি গাড়ি 54km/h বেগে যাত্রা শুরু করে এবং বেগ বেড়ে 5s এ 35m/s হয়।ত্বরণ কত?
উঃ 4m/s^2

🔸১০৭. একটি গাড়ির বেগ 10s এ সুষমভাবে বেড়ে 5m/s থেকে 45m/s হয়।ত্বরণ কত?
উঃ 4m/s^2

🔸১০৮. 1.5m/s^2 ত্বরণে গতিশীল একটি বাসের আদিবেগ 72km/h। 4s পর বেগ কত?
উত্তরঃ 26m/s

🔸১০৯. কোনো বস্তুর বেগ 3s এ 30m/s থেকে বেড়ে 42m/s হলে 5s পর বেগ কত?
উত্তরঃ 50m/s

🔸১১০. একটি গাড়ির বেগ 20m/ s থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4s পর 4m/s হয়।ত্বরণ কত?
উঃ -4m/s^2

🔸১১১. স্থির অবস্থান থেকে গাড়ি চলার ক্ষেত্রে আদিবেগ কত হয়?
উঃ 0m/s

🔸১১২. কোনো কিছু সমবেগে চললে ত্বরণ কত?
উঃ 0m/s^2

🔸১১৩. সমত্বরণের একটি উদাহরণ কি?
উঃ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ

🔸১১৪. একটি গাড়ির বেগ 10m/s থেকে সুষমভাবে বেড়ে 10s পরে 20m/s হয়।ত্বরণ কত?
উঃ 1m/s^2

🔸১১৫. ত্বরণের সংজ্ঞা হতে গতির কোন সুত্রটা পাওয়া যায়?
উঃ v=u+at

🔸১১৬. গতির প্রত্যেকটি সমীকরণে কয়টি করে রাশি রয়েছে?
উঃ চারটি

🔸১১৭. কোনো বস্তুর স্থির অবস্থান থেকে যাত্রা করলে তার আদি বেগ কত?
উঃ শুন্য

🔸১১৮. সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 ms^-2 সুষম ত্বরণে চলার সময় 80m দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে?
উঃ 40 ms^-1
[Explanation✅✅✅
v^2 = u^2 + 2as
➡️v= 0+ 2*10*80
➡️v= 40]

🔸১১৯. স্থির অবস্থান থেকে একটি চলন্ত গাড়িতে 2ms^-2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20ms^-1 হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
উঃ 10s
[ Explanation✅✅✅
v= u + at
➡️t = v-u/a
➡️t= 10s]

🔸১২০. A বস্তুর বেগ 15ms^-1থেকে সুষম ভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড পরে 5 ms^-1 হয় এক্ষেত্রে ত্বরণ কত?
উঃ -3.33 ms^-2
[Explanation✅✅✅
a= v-u/t
➡️= 5-15/3
➡️= – 3.33]

🔸১২১. গতির সমীকরণ কয়টি?
উঃ চারটি

🔸১২২. একটি মোটর গাড়ির গতি বেগ 60kmh^-1, ওই গাড়িটি 5s এ 2ms^-2 ত্বরণ সৃষ্টি করলে গাড়িটি শেষ বেগ কত?
উঃ 26.67 ms^-1
[Explanation✅✅✅
v= u + at
➡️= 26.67 ]

🔸১২৩. একটি গাড়ির বেগ 36 ms^-1 থেকে 4s এ সুষম ভাবে 16ms^-1 হ্রাস পায়। গাড়িটির ত্বরণ কত?
উঃ -4ms^-2
[Explanation✅✅✅
ত্বরণ = বেগের পরিবর্তন / সময়
➡️= -16/4
➡️= 4 ]

🔸১২৪. রনি ও রানার দ্রুতি যথাক্রমে 3ms^-1 ও 2ms^-1 একই দিকে একই রেখা বরাবর চলতে থাকলে 30s পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
উঃ 30m
[Explanation✅✅✅
v1-v2/t
= 90-60
= 30]

🔸১২৫. স্থির অবস্থান থেকে একটি চলন্ত গাড়িতে 1.5 ms^-2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 18 ms^-1 হলে কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
উঃ 12s
[Explanation✅✅✅
a=v-u/t
t = v-u/a
➡️= 12s]

🔸১২৬. 72 kmh^-1 বেগে চলন্ত একটি গাড়িতে 4 সেকেন্ড যাবৎ 1.5 ms^-2 ত্বরণ প্রয়োগ করা হলো শেষ বেগ কত?
উঃ 26ms^-1

🔸১২৭. একটি চলন্ত গাড়ি 54kmh^-1 বেগে 5 s এ 4ms^-2 ত্বরণ সৃষ্টি করে।
গাড়িটির শেষ বেগ কত?
উঃ 35ms^-1

🔸১২৮. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু প্রথম 10 সেকেন্ডে S1 দূরত্ব এবং পরের দশ সেকেন্ডে S2 দূরত্ব অতিক্রম করলে S1 এবং S2 এর মধ্যে সম্পর্ক কি হবে?
উঃ S2 = 3S1
[Explanation✅✅✅
➡️S1= 1/2 a* 10^2
➡️S1+S2 = 1/2 a* 20^2
➡️S1+S2/ S1 = 20^2/10^2
➡️S1+ S2 = 4S1
➡️ S2= 3 S1 ]

🔸১২৯. একটি চলন্ত গাড়ি 72kmh^-1 বেগে 10s এ 4ms^-2 ত্বরণ সৃষ্টি করে। গাড়িটির শেষ বেগ কত হবে?
উঃ 60ms^-1

🔸১৩০. 10ms^-1 বেগে চলমান 1kg ভরের বস্তুর ত্বরণ কত?
উঃ 0

🔸১৩১. একটি বস্তুর বেগ 9 s এ 9 ms^-1 থেকে 45 ms^-1 এ উন্নীত হয়। বস্তুটির ত্বরণ কত?
উঃ 36 ms^-1

🔸১৩২. কোন নির্দিষ্ট দিকে একটি গাড়ি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে গাড়িটির বেগ কত?
উঃ 5 ms^-1

🔸১৩৩. একটি গাড়ির বেগ 20 ms^-1 থেকে সুষম ভাবে হ্রাস পেয়ে 2 s পর 10 ms^-1 হলে গাড়িটি ত্বরণ কত?
উঃ -5

🔸১৩৪. একটি ট্রেন 40kmh^-1 বেগে চলছে। একে ব্রেক কষে 30 সেকেন্ডে থামানো হলো। মন্দন কত?
উঃ 10/27 ms^-2

🔸১৩৫. কোন বস্তুর বেগ 3 সেকেন্ডে 30 ms^-1 থেকে বেড়ে 42 ms^-1 হলে 5 সেকেন্ড পর বেগ কত?
উঃ 50 ms^-1

🔸১৩৬. একটি গাড়ির বেগ এক মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে 60 km/h হলে গাড়িটি ত্বরণ কত?
উঃ 0.278 ms^-2

🔸১৩৭. একটি বুলেট 1.5 ms^-1 বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10cm ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত?
উঃ 11250 km/s^2

🔸১৩৮. একটি বস্তু স্থির অবস্থান থেকে a সুষম ত্বরণে চলছে। নির্দিষ্ট সময়ে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত?
উঃ S=ut + 1/2at^2

🔸১৩৯. স্থির অবস্থান থেকে কোনো কণা 5 cm^-2 সমত্বরণে কোন নির্দিষ্ট সরলরেখা বরাবর চলছে। তিন সেকেন্ড পরে এর বেগ কত?
উঃ 15 cm^-1

🔸১৪০. স্থির অবস্থান থেকে কোনো কণা 5cm^-2 সমত্বরণে কোন নির্দিষ্ট সরলরেখা বরাবর চলছে। তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত?
উঃ 22.5 cm

🔸১৪১. একটি বস্তুকে ছেড়ে দিলে তা নিচের দিকে পড়তে থাকে কিসের প্রভাবে?
উঃ মাধ্যাকর্ষণ বলের প্রভাবে

🔸১৪২. পড়ন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন?
উঃ গ্যালিলিও

🔸১৪৩. পড়ন্ত বস্তুর সূত্র কয়টি?
উঃ ৩ টি

🔸১৪৪. অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত?
উঃ 9.80665 ms-2

🔸১৪৫. কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম?
উঃ বিষুবীয় অঞ্চলে

🔸১৪৬. কোথায় অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি?
উঃ মেরু অঞ্চল

🔸১৪৭. মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলে?
উঃ মহাকর্ষ বল

🔸১৪৮. কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে কি বলা হয়?
উঃ অভিকর্ষ

🔸১৪৯. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের কি?
উঃ বর্গের সমানুপাতিক

🔸১৫০. পড়ন্ত বস্তু তার কিসের উপর নির্ভরশীল নয়?
উঃ ভর

🔸১৫১. স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু অভিকর্ষের প্রভাবে প্রথম 1 সেকেন্ডে কত দূরত্ব নিচে পড়বে?
উঃ 4.9 মিটার

🔸১৫২. ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কী পরিমাণ
বৃদ্ধি পায়?
উঃ 9.81 ms-1

🔸১৫৩. t সময়ে পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ v হলে, পড়ন্ত বস্তুর দ্বিতীয় সুত্রানুসারে কোন সম্পর্কটি সঠিক?
উঃ v ∝ t

🔸১৫৩. 25 ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে?
উঃ 0 ms-1

🔸১৫৪. মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 1 s এ 4.9 m দূরত্ব অতিক্রম করলে 5 s এ কত দূরত্ব অতিক্রম করবে?
উঃ 122.5 m

🔸১৫৫. একটি পড়ন্ত বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
উঃ 44.1 m

🔸১৫৬. পৃথিবী থেকে যত উপরে ওঠা যায় g এর মানের কীরূপ পরিবর্তন ঘটে?
উঃ কমতে থাকে

🔸১৫৭. ভূপৃষ্ঠে কত অক্ষাংশে সমুদ্র সমতলে g-এর মানকে আদর্শ ধরা হয়?
উঃ 45°

🔸১৫৮. একটি পাথর ও একটি পাখির পালক একই উচ্চতা থেকে একই সময়ে বায়ু শুন্য স্থানে ছেড়ে দেওয়া হলে কোনটি আগে পড়বে?
উঃ এক সাথে পড়বে উভয়

🔸১৫৯. অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
উঃ অভিকর্ষজ ত্বরণ।

🔸১৬০. বিষুবীয় অঞ্চলে কীসের মান সবচেয়ে বেশি থাকে?
উঃ অভিকর্ষজ ত্বরণের।

🔸১৬১.“স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক” – এটি পড়ন্ত বস্তুর কোন সূত্র?
উঃ দ্বিতীয়।

🔸১৬২. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রানুসারে সমীকরণ গঠন করো।
উঃ h ∝ t2

🔸১৬৩. স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু অভিকর্ষের প্রভাবে 4.9 m দূরত্ব অতিক্রম করতে কত সময় প্রয়োজন?
উঃ 1 s

🔸১৬৪. কেনো আমরা খোলা জায়গায় একটি পাথরের টুকরা ও পাখির পালক ছাড়লে তা গ্যালিলিও এর সূত্র মেনে চলে না?
উঃ বাতাসের কারণে।

⛔ Physics Chapter 0️⃣4️⃣

🔁মোঃএম.এইচ.মনির খান
⏩মোবাঃ০১৮১৭৮০৮৬৯৪

🔸1️⃣প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কী?
উত্তর – পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপ।

🔸2️⃣কোনো স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে —
উত্তর – ত্বরণ সৃষ্টি করা।

🔸3️⃣কিসের সাহায্যে সূর্যরশ্নিকে অভিসারী করে আগুন জ্বালানো হয়?
উত্তর – লেন্স ও দর্পন।

🔸4️⃣যেসকল জায়গায় ম্যাগমা উপরের দিকে উঠে ও নিচে নামে তাদেরকে কী বলে?
উত্তর – হট স্পট।

🔸5️⃣এসিড বৃষ্টিতে কেমন এসিড থাকে?
উত্তর – দুর্বল এসিড।

🔸6️⃣ কাজের পরিমাণ কিসের উপর নির্ভর করে??
উত্তর – প্রযুক্ত বল & দূরত্বের উপর

🔸8️⃣কিসের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পে শক্তি ও চৌম্বক শক্তির সমন্বয় ঘটানো হয়?
উত্তর – টার্বাইন।

🔸9️⃣ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
উত্তর – রাসায়নিক শক্তি।

🔸🔟কিভাবে কাজের একক পাওয়া যায়?
উত্তর – বলের একককে সরণের একক দিয়ে গুণ করে।

🔸1️⃣1️⃣শক্তির মাত্রা কি ?
উত্তর – ML²T-²

🔸1️⃣2️⃣ 30 kg ভরের বস্তুতে বল প্রয়োগে 10ms^2 ত্বরণ সৃষ্টি করায় বস্তুটি 20 m দূরে সরে গেলো।কৃতকাজ কত?
উত্তর – 6000J।

ব্যাখ্যা। :✏️
m=30kg
a=10ms^2
s=20m
We know, W=Fs
=>ma×s
=>30×10×20
=6000j

🔸1️⃣3️⃣70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 J হলে তার বেগ কত?
উত্তর – 6 m/s।

ব্যাখ্যা:✏️
T=1260j
m=70kg
We know,T=½mv^2
=>1260=½×70×v^2
=>35v^2=1260
=>v^2=1260÷35
=>v=√36
=6 m/s

🔸1️⃣4️⃣কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কী বোঝায়?
উত্তর – 100 J শক্তি দিলে লভ্য শক্তি 90 J

🔸1️⃣5️⃣একটি বস্তুর ভর 6 kg। একে ভূ-পৃষ্ঠ থেকে 20 m উচ্চতায় তুললে বিভবশক্তি কত?
উত্তর – 1176 J।

ব্যাখ্যা:✏️
m=6kg
h=20m
বিভবশক্তি = mgh
= 6×9.8×20
=1176J

🔸1️⃣6️⃣ক্ষমতার মাত্রা সমীকরণ কি?
উত্তর – ML^2T^-3

🔸1️⃣7️⃣৫০ কেজি ভরের একটি বস্ত ১৫ সেকেন্ডে ৭.৫ মিটার উঁচুতে উঠতে পারলে তার ক্ষমতা কত হবে?
উত্তর – ২৪৫ ওয়াট

ব্যাখ্যা:✏️
কৃতকাজ= mgh
=50×9.8×7.5
=3675J
ক্ষমতা = কাজ ÷ সময়
=3675÷15
=245W

🔸1️⃣8️⃣হাতে হাত ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর – যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে

🔸1️⃣9️⃣ ৫০ কেজি ভরের একটি বস্তু ১৫০ মিটার উচু দালানের ছাদে উঠানো হলে এর কৃতকাজ কতো হবে??
উত্তর – ৭.৩৫×১০^৪

🔸2️⃣0️⃣২০০ Mev =কত জুল?
উত্তর – ৩.২ ×১০^-১১

🔸2️⃣1️⃣ঢিল ছুড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচূত করে?
উত্তর – গতি শক্তি

🔸2️⃣2️⃣ নিউক্লীয় বিক্রিয়ার পদার্থ কিসে রূপান্তরিত হয়?
উত্তর – শক্তিতে

🔸2️⃣3️⃣কোনো বস্তুর বেগ ১.৫ গুন করা হলে এর গতিশক্তির কি পরিবর্তন
হবে?
উত্তর – ১২৫%

🔸2️⃣4️⃣একটু পেট্রোল ইঞ্জিন প্রতি মিনিটে ৩০০০ জুল শক্তি উৎপাদন করে। এর ক্ষমতা কত?
উত্তর – ০.০৬৭ HP

🔸2️⃣5️⃣ আমাদের দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্র কোথায়?
উত্তর – কাপ্তাই

🔸2️⃣6️⃣ E=mc² সূত্রে c কি??
উত্তর – আলোর বেগ

🔸2️⃣7️⃣ বল ও ভে গুণফল কোনটিকে সমর্থন করে?
উত্তর- ক্ষমতা

🔸2️⃣8️⃣1 আশ্বক্ষমতা=ওয়াট ?
উত্তর- ৭৪৬ ওয়াট

🔸2️⃣9️⃣ একটি বস্তুকে সুতায় বেধে উল্লম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত?
উত্তর- শূন্য

🔸3️⃣0️⃣বল ও সরণের মধ্যবর্তী কোন কত হলে কাজ সর্বোচ্চ হয়?
উত্তর-০°

🔸3️⃣1️⃣শক্তির সবচেয়ে সাধারণ রূপ কী?
উত্তর – যান্ত্রিক শক্তি।

🔸3️⃣2️⃣ বস্তুর গতিশক্তি কীসের উপর নির্ভর করে?
উত্তর – ভর ও বেগের উপর।

🔸3️⃣3️⃣ এশিয়া মহাদেশের কোথায় নিউক্লিয়ার বিস্ফোরণ হয়?
উত্তর – জাপানের ফুকুশিমায়।

🔸3️⃣4️⃣ বস্তুর ভর এবং গতিশক্তির সম্পর্ক কী?
উত্তর – সমানুপাতিক।

🔸3️⃣5️⃣ 6 kg ভরের কোনো বস্তুকে 20 m উচ্চতায় তুললে বিভব শক্তি কত?
উত্তর – 1470 J

ব্যাখ্যা : ✏️
বিভবশক্তী, Ep = mgh
=>6×9.8×25
=1470 J

🔸3️⃣6️⃣ আধুনিক সভ্যতার ধারক কী?
উত্তর – জীবাশ্ম জ্বালানি।

🔸3️⃣7️⃣ কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কত?
উত্তর – শূন্য।

🔸3️⃣8️⃣ 1 kW সমান কত W ?
উত্তর – 10^3 W

🔸3️⃣9️⃣নিউক্লিয় ফিশন বিক্রিয়া কীভাবে ঘটে?
উত্তর – নিউট্রন নিউক্লিয়াসকে আঘাত করে।

🔸4️⃣0️⃣ U-235 এর অর্ধায়ু কত?
উত্তর – মিলিয়ন বছর।

🔸4️⃣1️⃣ বৈদ্যুতিক বাল্ব থেকে আমরা কোন শক্তি পাই?
উত্তর – আলোক শক্তি।

🔸4️⃣2️⃣ বিভব শক্তির গানিতিক রূপ কী?
উত্তর – W=mgh ।

🔸4️⃣3️⃣ বাষ্পীয় ইঞ্জিনের জ্বালানি কী?
উত্তর – কয়লা।

🔸4️⃣4️⃣ গতিশক্তি চারগুণ হলে ভরবেগ কত?
উত্তর – দ্বিগুণ।

🔸4️⃣5️⃣ বলের বিরুদ্ধে কৃতকাজকে কী বলে?
উত্তর – ঋণাত্নক কাজ।

🔸4️⃣6️⃣ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কোনটি ?
উত্তর – কয়লা

🔸4️⃣7️⃣ 20 Kg ভরের একটি বস্তু 100m দূরত্ব অতিক্রম করলে কত হবে ?
উত্তর -১৯৬০০J

🔸4️⃣8️⃣ 100g ভরের সমতুল্য শক্তি কত eV হবে ?
উত্তর – (1.44×10^-3)

🔸4️⃣9️⃣ কোন রাশির যুগলের মাত্রা ভিন্ন ?
উত্তর – (কাজ ও ক্ষমতা)

🔸5️⃣0️⃣ বায়োগ্যাস উৎপাদনে গোবর ও পানির মিশ্রণ এর অনুপাত কত?
উত্তর – (১:২)

🔸5️⃣1️⃣ ৫০ কেজি ভরের এক বালক ৭ ms^-1 বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে ?
উত্তর – (১২২৫ J)

🔸5️⃣2️⃣ পদার্থের অনুগুলোর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে কোন শক্তি বলে ?
উত্তর – (অভ্যন্তরীণ শক্তি)

🔸5️⃣3️⃣ তীর ছোড়ার পূর্ব মুহূর্তে তীর ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে ?
উত্তর – (বিভব শক্তি)

🔸5️⃣4️⃣ কোনো বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত ?
উত্তর – (শূন্য)

🔸5️⃣5️⃣ কোন বস্তুকে 10N বল দ্বারা ভূমির সাথে 60° কোন ট্রেনে ভূমি বরাবর 5m সরানো হলে কৃতকাজ কত জুল ?
উত্তর – (25 J)

🔸5️⃣6️⃣ কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ ?
উত্তর – (শূন্য)

🔸5️⃣7️⃣ বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূন্য হবে ?
উত্তর – (90°)

🔸5️⃣8️⃣ বস্তুর গতিশক্তি পূর্ব গতিশক্তির ৯ গুন হলে বেগ পূর্ব বেগের কত গুন হবে ?
উত্তর – (৩ গুন)

🔸5️⃣9️⃣ স্থিতিশক্তি বেশি আছে কোন পদার্থের ?
উত্তর – (কঠিন)

🔸6️⃣0️⃣ 1 cal=?
উত্তর – (4.2 J)

🔸6️⃣1️⃣ কোনো বস্তুর গতিশক্তিকে চারগুন বাড়াতে কত গুন বেশি শক্তি দিতে হবে?
উত্তর – ১৬ গুন

🔸6️⃣2️⃣ মাত্র এক বর্গকিলোমিটার এলাকার সূর্য থেকে আলো তাপ হিসেবে কত ওয়াট শক্তি পাওয়া যায়?
উত্তর – প্রায় এক হাজার মেগাওয়াট।

🔸6️⃣3️⃣ বাতাস ব্যবহার করে যে শক্তি তৈরি করা হয়, প্রতিবছর তার ব্যবহার কত শতাংশ বেড়েছে?
উত্তর – ৩০%

🔸6️⃣4️⃣ কোন দেশ বেশি বায়োফুয়েল ব্যবহার করে?
উত্তর – ব্রাজিল।

🔸6️⃣5️⃣ আলোক সংবেদী ফটোগ্রাফি ফিল্ম আলোর উপস্থিতিতে কোন শক্তি তৈরি করে?
উত্তর – রাসায়নিক শক্তি।

🔸6️⃣6️⃣ ইইউরেনিয়াম ২৩৫ এ কতটি নিউট্রন আছে?
উত্তর – ১৪৩ টি

🔸6️⃣7️⃣ নিউক্লিয়ার রি- অ্যাক্টরকে নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর – কন্ট্রোল রড।

🔸6️⃣8️⃣ পেট্রোলিয়াম থেকে কোনাটি পাওয়া যায়?
উত্তর – টেরিলিন।

🔸6️⃣9️⃣ নবায়নযোগ্য শক্তির উৎসের মধ্যে কোনটি পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর-জলবিদু্্য ৎ

🔸7️⃣0️⃣ একটি বস্তুর ভর ৬কেজি। একে ভূপৃষ্ঠ থেকে ২০ মি. উচ্চতায় তুললে বিভবশক্তি কত হবে?
উত্তর – ১১৭৬J

🔸7️⃣1️⃣ ৫০ কেজি ভরের একটি বস্তুকে ১৫ সে. এ ৭.৫ মি. উচুতে উঠালে, ক্ষমতা কত?
উত্তর – ২৪৫w

🔸7️⃣2️⃣ বিভবশক্তি নির্ভর করে কিসের উপর??
উত্তর – ভর & ভূপৃষ্ঠ থেকে উচ্চতার উপর

🔸7️⃣3️⃣ কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৪০% বলতে বোঝায়-
উত্তর – যন্ত্রে ১০০ J শক্তি দিলে লভ্য শক্তি ৪০J

🔸7️⃣4️⃣ কোনো বস্তুর বেগ ৩ গুন করা হলে এর গতিশক্তি বাড়ে-
উত্তর – ৮০০ গুন

🔸7️⃣5️⃣ জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য?
উত্তর – ঘর্ষণ

🔸7️⃣6️⃣একটি বস্তুকে টানটান করে রাখলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে??
উত্তর – (বিভব শক্তি)

🔸7️⃣7️⃣বায়োগ্যাস উৎপাদনে গোবর ও পানির মিশ্রণের অনুপাত কতো??
উত্তর -(1ঃ2)

🔸7️⃣8️⃣কয়লা চালিত তাপ বিদুৎ কেন্দ্র থেকে কোন ধরনের ধোঁয়া নির্গত হয়??
উত্তর -(সালফার)

🔸7️⃣9️⃣কোনটি অসংরক্ষণশীল বল??
উত্তর-(ঘর্ষন বল)

🔸8️⃣0️⃣একটি মোটর ২kg ভরের বস্তু 5m উচ্চতায় উত্তোলন করতে মোট 107J শক্তি ব্যয় করেছে। মোটরটিতে মোট কত শক্তি অপচয় হচ্ছে??
উত্তর-(9J)

🔸8️⃣1️⃣বিভব শক্তির একক কোনটি??
উত্তর -(জুল)

🔸8️⃣2️⃣E=mc^2 সূত্রে m কি??
উত্তর – m হচ্ছে—নিউক্লিয়াসের হারানো ভর।

🔸8️⃣3️⃣ঢিল ছুড়ে আম পাড়া যায় কোন শক্তির কারণে??
উত্তর – গতিশক্তি

🔸8️⃣4️⃣5MeV=…….জুল?
উত্তর – 8.0×10^-13J

🔸8️⃣5️⃣কোনো বস্তুর বেগ দ্বিগুন হলে গতিশক্তি কত গুন হবে??
উত্তর – (চারগুন)

🔸8️⃣6️⃣বায়োফুয়েল নিয়ে কোন দেশ কাজ শুরু করেছে??
উত্তর -(ব্রাজিল)

🔸8️⃣7️⃣ফসিল জ্বালানি কয়টি??
উত্তর -(৩টি)

🔸8️⃣8️⃣1eV=……জুল??
উত্তর -(1.6×10^-19)

🔸8️⃣9️⃣জলবিদুৎ উৎপাদনে ব্যবহার হয়–
উত্তর – বিভব শক্তি

🔸9️⃣0️⃣ কাজের একক কি?
উত্তর – Joule

🔸9️⃣1️⃣শক্তি একটি কোন রাশি?
উত্তর -স্কেলার

🔸9️⃣2️⃣এক জুল=কত ক্যালরি
উত্তর – 0.24

🔸9️⃣3️⃣বল ও সরনের মধ্যবর্তী কোন কোন কত হলে কাজ ঋনাত্মক হবে?
উত্তর -180°

🔸9️⃣4️⃣কৃতকাজ=?
উত্তর – ব্যয়িত শক্তি

🔸9️⃣5️⃣বলের দ্বারা কাজে বস্তুতে কি সৃষ্টি হয়?
উত্তর – ত্বরন

🔸9️⃣6️⃣বস্তুর বেগ না থাকলে কি থাকে না?
উত্তর – গতিশক্তি

🔸9️⃣7️⃣বস্তুর গতিশক্তি নির্ভর করে কিসের উপর?
উত্তর – ভর ও বেগের উপর

🔸9️⃣8️⃣1N বল প্রয়োগ করে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 25 m সরাতে যে কাজ হয় তার পরিমাণ কত?
উত্তর – 25 J

🔸9️⃣9️⃣ভুট্টা, আখ থেকে জ্বালানির জন্য কি তৈরি করা হয়?
উত্তর – অ্যালকোহল

🔸1️⃣0️⃣0️⃣ পৃথিবীর পুরো শক্তির মধ্যে নবায়নজোগ্য শক্তির পরিমাণ কত?
উত্তর – পাঁচ ভাগের এক ভাগ

🔸1️⃣0️⃣1️⃣জলবিদ্যুতের পর সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি আসে কোথা থেকে?
উত্তর – বায়োমাস

🔸1️⃣0️⃣2️⃣ফিউসানের জন্য জ্বালানি কিসের আইসোটোপ থেকে আসে?
উত্তর – হাইড্রোজেন

🔸1️⃣0️⃣3️⃣জিওথার্মাল শক্তিকে কি বলে?
উত্তর – ভূতাপীয় শক্তি

🔸1️⃣0️⃣4️⃣অলিয়াম শব্দের অর্থ কি?
উত্তর – তেল

🔸1️⃣0️⃣5️⃣আলোর বেগের মান কত?
উত্তর – 3×10^8 ms^-1

🔸1️⃣0️⃣6️⃣520 MeV=?
উত্তর – 8.32×10^-11J

🔸1️⃣0️⃣7️⃣কোন নির্দিষ্ট বস্তুর গতিশক্তি কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর – ১ টি, গতি

🔸1️⃣0️⃣8️⃣কোন বস্তুর বেগ ৩ গুন করা হলে এর গতিশক্তি কত শতাংশ বাড়ে?
উত্তর – ৮০০%

🔸1️⃣0️⃣9️⃣ বেগ ১ শতাংশ বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়ে?
উত্তর – ২.০১%

🔸1️⃣1️⃣0️⃣ কাজ=?
উত্তর – Fs cos theta

🔸1️⃣1️⃣1️⃣ বায়োগ্যাসে কত ভাগ মিথেন থাকে?
উত্তর – ৬০-৭০%

🔸1️⃣1️⃣2️⃣ চেরনোবিল কোথায় অবস্থিত?
উত্তর – প্রাক্তন সেভিয়েত ইউনিয়ন, বর্তমান ইউক্রেন

🔸1️⃣1️⃣3️⃣ ফিশন বিক্রিয়ায় ব্যাবহার করা আইসোটোপের ভরসংখ্যা কত?
উত্তর – ২৩৫

🔸1️⃣1️⃣4️⃣ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কীরকম?
উত্তর – বর্গমূলের সমানুপাতিক

🔸1️⃣1️⃣5️⃣1 HP=কত kW?
উত্তর – 0.746 kW

🔸1️⃣1️⃣6️⃣ কোথায় বেশ বড় আকারে বায়োফুয়েল ব্যবহার শুরু হয়েছে?
উত্তর – ব্রাজিল

🔸1️⃣1️⃣7️⃣ স্প্রিং ধ্রুবক k এর একক কী?
উত্তর – Jm^-2

🔸1️⃣1️⃣8️⃣ ভেক্টর×ভেক্টর=?
উত্তর – স্কেলার

🔸1️⃣1️⃣9️⃣ নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
উত্তর – ফিশন

🔸1️⃣2️⃣0️⃣স্প্রিং এ সঞ্চিত শক্তি?
উত্তর – 1/2kx^w

🔸1️⃣2️⃣1️⃣পৃথিবীর বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী কোনটি?
উত্তর – CO^2

🔸1️⃣2️⃣2️⃣ শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি ?
উত্তর – যান্ত্রিক শক্তি

🔸1️⃣2️⃣3️⃣কাজের একক কে সময়ের একক দিয়ে ভাগ করে কিসের একক পাওয়া যায় ?
উত্তর – ক্ষমতা

🔸1️⃣2️⃣4️⃣এক ওয়াট ঘন্টা সমান কত জুল ?
উত্তর – 3600J

🔸1️⃣2️⃣5️⃣কলকারখানায় ব্যবহৃত বিদ্যুৎ শক্তির বিল কোন এককে পরিশোধ করা হয় ?
উত্তর – kWh

🔸1️⃣2️⃣6️⃣70kg ভরের এক ব্যক্তি প্রতিটি 25cm উঁচু 30টি সিড়ি 15s-এ উঠতে পারেন। তার ক্ষমতা কত?(g=9.8m/s^2)
উত্তর – 343W

🔸1️⃣2️⃣7️⃣তীর ছোড়ার পূর্বমুহূর্তে তীর ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে ?
উত্তর – বিভব শক্তি

🔸1️⃣2️⃣8️⃣50kg ভরের কোনো ব্যক্তি 25cm 20টি সিড়ি উঠতে কত কাজ করবেন ?
উত্তর – 2450J

🔸1️⃣2️⃣9️⃣1 H.P=?
উত্তর – 746W

🔸1️⃣3️⃣0️⃣আলোর বেগ কত?
উত্তর – 3×10^8 ms^-1

🔸1️⃣3️⃣1️⃣পড়ন্ত বস্তুর গতিশক্তি কি ?
উত্তর – রৈখিক গতি শক্তি

🔸1️⃣3️⃣2️⃣ 300 km/6h = কত ?
উত্তর – 13.9 ms-¹

🔸1️⃣3️⃣4️⃣ সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলে ?
উত্তর – মন্দন বা ঋণাত্মক তরণ

🔸1️⃣3️⃣5️⃣5kg ভরের একটা বস্তুকে 50ms^-1 বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির অর্ধেক হবে?
উত্তর – 85m

🔸1️⃣3️⃣6️⃣ কোনো ব্যক্তি বা বস্তুর ওজনের বিপরীতে প্রতিক্রিয়া বল অনুভব না করা কে কি বলে ?
উত্তর – ওজনহীনতা

🔸1️⃣3️⃣7️⃣ যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে কি বলে??
উত্তর – জেনারেটর

🔸1️⃣3️⃣8️⃣ বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কতো হলে কাজ শূন্য হবে??
উত্তর – 90°

🔸1️⃣3️⃣9️⃣ 2 অশ্বক্ষমতা = কত??
উত্তর – 1492W

ব্যাখ্যা :
1 অশ্বক্ষমতা = 746W
2×746
=1492W

🔸1️⃣4️⃣0️⃣ 19.6kg ভরের একটি বস্তু নির্দিষ্ট উচ্চতায় তুলতে 980j কাজ করতে হয়। বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে কতো বেগে ভূমিতে আঘাত করবে??
উত্তর – 10ms^-1

ব্যাখ্যা : ✏️
mgh = W
=>h=W/mg
=>980/19.6×9.8
=>5.10m

আবার,
v²=2gh
=>2×9.8ms²×5.10
=>10ms^-1

🔸1️⃣4️⃣1️⃣ 3000j গতিশক্তি বিশিষ্ট একজন দৌড়বিদ এর 10ms^-1 হলে তার ভর কতো??
উত্তর – 60kg

ব্যাখ্যা: ✏️
T=½mv²
=>m=2T/v²
=>2×3000/10^2m²s^-2
=60kg

🔸1️⃣4️⃣2️⃣ বল প্রয়োগ সত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কি হয়??
উত্তর – শূন্য হয়

🔸1️⃣4️⃣3️⃣ 520MeV = ?
উত্তর – 8.32×10^-11j

ব্যাখ্যা: ✏️
520×10^6×1.6×10^-19J
= 8.32×10^-11J

🔸1️⃣4️⃣4️⃣ জুল একক টিকে কিসের একক দ্বারা ভাগ করলে ভরবেগের একক পাওয়া যাবে??
উত্তর – বেগের

🔸1️⃣4️⃣5️⃣ স্থিতিশক্তি বেশি আছে কোন পদার্থের ??
উত্তর – কঠিন

🔸1️⃣4️⃣6️⃣ কোনটির জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়??
উত্তর – শক্তি

🔸1️⃣4️⃣7️⃣ ম্যাগমা কি??
উত্তর – গলিত শীলা

🔸1️⃣4️⃣8️⃣ কোন শক্তি যান্ত্রিক শক্তির অংশ??
উত্তর – গতিশক্তি

🔸1️⃣4️⃣9️⃣ বস্তুর উপর প্রযুক্ত বল অর্ধেক করা হলে কাজ কতগুণ হবে??
উত্তর – অর্ধেক

🔸1️⃣5️⃣0️⃣জগৎ গতিশীল কেনো??
উত্তর – শক্তির জন্য





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*