ডিগ্রি রিলিজ স্লিপ আবেদন ২০২৩ – ডিগ্রি রিলিজ স্লিপ ২০২১-২০২২ শিক্ষাবর্ষ

ডিগ্রি রিলিজ স্লিপ আবেদন ২০২৩

ডিগ্রি রিলিজ স্লিপ আবেদন ২০২৩ – ডিগ্রি রিলিজ স্লিপ আবেদন ২০২২ , ডিগ্রি ১ম বর্ষ রিলিজ স্লিপ এ আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে , ডিগ্রি রিলিজ স্লিপ কবে দিবে ২০২২ , ডিগ্রি রিলিজ স্লিপ কবে দিবে ২০২৩ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এই পোস্টে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষে (স্নাতক) যেসকল শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারেনি বা যারা ডিগ্রি ভর্তি কলেজ চয়েজ পায়নি তারা ডিগ্রি ভর্তির জন্য রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবেন। ডিগ্রি রিলিজ স্লিপের মাধ্যমে ০১ জানুয়ারি হতে ১০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে http://app1.nu.edu.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আরো দেখুনঃ ডিগ্রি ভর্তির ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপ আবেদন ২০২৩

ডিগ্রি রিলিজ স্লিপ আবেদন ২০২৩

যেসকল শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হতে পারেনি। যেসকল শিক্ষার্থীরা মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধাতালিকায় স্থান পেয়েও যারা ভর্তি বাতিল করেছে তারা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডিগ্রি ১ম বর্ষ ১ম রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবেন। রিলিজ স্লিপ এর মাধ্যমে শিক্ষার্থীরা কোন প্রকার ফি প্রদান ছাড়াই অনলাইনের মাধ্যমে মোট ৫টি কলেজ চয়েজ দিয়ে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদন সহ বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো।

কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়
কোর্স  ডিগ্রি ১ম বর্ষ (স্নাতক)
শিক্ষাবর্ষ ২০২১-২০২২
পোস্ট শিরোনাম ডিগ্রি ১ম বর্ষ রিলিজ স্লিপে আবেদন ২০২৩
আবেদনের সময়সীমা ০১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৩ তারিখ
ওয়েবসাইট http://app1.nu.edu.bd/

ডিগ্রি রিলিজ স্লিপ আবেদন ২০২৩

ডিগ্রি ১ম রিলিজ স্লিপ আবেদন অনলাইনের মাধ্যমে ০১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত করা যাবে।

ডিগ্রি ১ম বর্ষ রিলিজ স্লিপ আবেদন পদ্ধতি ২০২৩

লগইন (Login): রিলিজ স্লিপে আবেদনের জন্য শিক্ষার্থীকে এই পোস্টের নিচে দেওয়া লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদনের সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিয়ে Login করতে হবে৷ এক্ষেত্রে শিক্ষার্থীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম Website-এ প্রদর্শিত হবে৷

কলেজ ও কোর্সের পছন্দক্রম নির্ধারণঃ রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী কলেজ Select করলে ঐ কলেজের কোর্সভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible কোর্সের তালিকা দেখতে পাবে৷ এ পর্যায়ে আবেদনকারী তার Eligible কোর্সের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে৷ এভাবে একজন আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি কলেজে পর্যায়ক্রমে কোর্স পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে পারবে৷

আবেদন ফরম চূড়ান্তকরণঃ সঠিক তথ্যসহকারে ফরম পূরণ করে প্রথমে Save করে অনলাইনে Submit করলে আবেদনকারী তার নাম, রোল নম্বর, পিন কোড ও কলেজের নাম ও কোর্সের পছন্দক্রমসহ একটি নতুন আবেদন ফরম এ দেখতে পাবে৷ উক্ত ফরমটি Download করেA4 (8.5”×11”) অফসেট সাদা কাগজে প্রিন্ট (Print) নিতে হবে তবে এটি সংশ্লিষ্ট কলেজসমূহে জমা দিতে হবে না এবং কলেজে গিয়ে কোন ফি ও জমা দিতে হবেনা৷

আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

যারা রিলিজ স্লিপের জন্যে আবেদন করতে পারবেঃ

ক) যে সকল শিক্ষার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু কোন মেধা তালিকায় স্থান পায়নি।

খ) যারা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।

গ) যারা ভর্তি বাতিল করেছে। 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*