অনার্স ২য় বর্ষের ইংরেজি পাস মার্ক কত – জেনে নিন সঠিক তথ্য

অনার্স ২য় বর্ষের ইংরেজি পাস মার্ক কত । আজকে এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সঠিক উত্তর জানাবো। আপনারা হয়তো অনেকেই দ্বিধা দ্বন্ধে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ ইংরেজি পাস মার্ক কত? অনার্স ২য় বর্ষ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ ০২ জানুয়ারি ২০২৩ তারিখে। আজও অনেকেই পরীক্ষা শেষ হওয়ার পর হয়তো জানতে চাচ্ছেন ইংরেজি বিষয়ে পাশ মার্ক কত । অনার্স ২য় বর্ষ ইংরেজি পরীক্ষা ১০০ মার্কের হয়ে থাকে। অনার্স ২য় বর্ষ ইংরেজি পরীক্ষা ১০০ মার্কের মধ্যে ৩৩ এ পাস নাকি ৪০ এ পাস। কত পেলে অনার্স ২য় বর্ষ ইংরেজি বিষয়ে পাশ আসবে। সব তথ্য দেখুন এখানে, এছাড়াও আজকের অনার্স ২য় বর্ষ ইংরেজি প্রশ্ন সমাধান , অনার্স ইংরেজি প্রশ্ন সমাধান ২০২৩ সহ সকল তথ্য জানতে আমাদের সম্পুর্ন পোস্টটি পড়ুন।

আমরা বিগত কয়েক মাস থেকে দেখে আসছি কিছু ফেসবুক গ্রুপ ও পেজে অসংখ্য পোস্ট শেয়ার করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ইংরেজি বিষয়ে এখন থেকে ৩৩ পেলে পাস। এই তথ্যটি অনলাইনে ব্যাপক ছড়াচ্ছে। আসলেই কি অনার্স ২য় বর্ষ পরীক্ষায় ৩৩ পেলে পাস? সঠিক উত্তর জানতে আমাদের সাথেই থাকুন।

বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়
পোস্ট শিরোনাম অনার্স ২য় বর্ষের ইংরেজি পাস মার্ক কত
অনার্স ২য় বর্ষ  ইংরেজি প্রশ্ন সমাধান ২০২৩ । পরীক্ষা ২০২১
ইংরেজি ক্রেডিট ০৪
কত পেলে পাস বিস্তারিত দেখুন পোস্টে
ওয়েবসাইট https://www.nu.ac.bd/

অনার্স ২য় বর্ষের ইংরেজি পাস মার্ক কত

আমরা ফেসবুক ও অন্যান্য অনলাইন মিডিয়াতে দেখে আসছি ইংরেজি বিষয়ে কত পেলে পাস তা বিভিন্ন জন বিভিন্ন তথ্য দিয়ে থাকে। অনেকের ধারণা এবার থেকে ৩৩ এ পাস। আসলেই কি ৩৩ এ পাস? না, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন কোন তথ্য প্রকাশ করেনি এখনও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৈরি সিলেবাস অনুযায়ী এবং রেগুলেশন অনুযায়ী অনার্স ২য় বর্ষ ইংরেজি বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ৪০ পেলে পাস এমন তথ্যই দেয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি যে অনার্স ২য় বর্ষে ইংরেজিতে ৩৩ পেলে পাস। এই বিষয়ে অনেকেই সঠিক তথ্য না জেনেই এমন ভুল তথ্য শেয়ার করে।

অনার্স ২য় বর্ষের ইংরেজি পাস মার্ক কত ?: উত্তর ৪০ 

অনার্স ২য় বর্ষ ইংরেজি প্রশ্ন সমাধান ২০২১

অনার্স ২য় বর্ষ ইংরেজি প্রশ্ন সমাধান ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ে ১০০ মার্কের পরীক্ষায় যেসকল প্রশ্নাবলী থাকে তা নিচে উল্লেখ্য করা হলো।

অনার্স ২য় বর্ষ ইংরেজি সিলেবাস ২০২৩ ও মার্ক

Topics Question Marks
Comprehension

a. Question Answer

b. Main Idea/supporting idea

c. Sentence making  (synonym)

d. Summary writing

4

4

4

4

 

Grammar

*WH-Question

* Articles

*Right form of verbs

*Punctuation

*Re-arrange

*Correction

*Fill in the gaps/completing Sentence

*Preposition (Extra Grammar)

6*5=30
 

*Word formation/word change

*Synonym/antonym

5*2=10

 

Free Hand Writing

*Paragraph/report

*Application/letter

*Notice/poster/advertisement/slogan

*Easy/Composition

*Translation

08

08

04

15

05

 

 

Total

100

 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*