এইচএসসি সমাজকর্ম ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২। HSC Social Work 1st Paper MCQ solution 2022

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৩

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ২০২২ ভাইয়া/আপুরা, তোমাদের সবাইকে লেখাপড়া বিডির এইচএসসি প্রশ্ন সমাধান 2022 বিষয়ের উপর নতুন আরও একটি পোস্টে আবারো স্বাগত জানাচ্ছি! তোমরা জেনে খুশি হবে যে আমরা লেখাপড়া বিডি ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের প্রশ্নের সমাধান এর উদ্যোগ নিয়েছি। আমি মনে করি তোমরা ইতিমধ্যেই আমাদের এই প্রশ্ন সমাধান গুলো নিয়মতি দেখো। আমরা এইচএসসি ইংরেজি পরীক্ষার এইচএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২ করেছিলাম। এছাড়াও  এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রশ্ন সমাধান করেছি। হিসাব বিজ্ঞান ২য় পত্র প্রশ্ন সমাধান করেছি। ভূগোল ১ম পত্র , ভূগোল ২য় পত্র প্রশ্ন সমাধান করেছি, ইসলামের ইতিহাস ২য় পত্র ও ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান করেছি।আমরা কৃষিশিক্ষা ১ম পত্র ও ২য় পত্র প্রশ্ন সমাধান করেছি। এছাড়াও আমরা আগের সব পরীক্ষার প্রশ্ন সমাধান করেছি। আজকের এই পোস্টে আমরা এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২ করবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক HSC Social Work 1st Paper MCQ solution 2022। এইচএসসি সমাজকর্ম MCQ প্রশ্ন সমাধান ২০২২: আরো দেখুনঃ এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

তুমি যদি এইচএসসি 2022  ‍সমাজকর্ম ১ম পত্র পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই পোস্টটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এইচএসসি সমাজকর্ম ১ম পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এইচএসসি সমাজকর্ম ১ম পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা এইচএসসি সমাজকর্ম ফাস্ট পেপার প্রশ্ন সমাধান ২০২২ করে দেব ইনশাআল্লাহ। অতএব, সমাজকর্ম ১ম পত্র পরীক্ষার প্রশ্ন সমাধান সবার আগে পেতে আমাদের লেখাপড়া বিডি সাইট ভিজিট করুন। আরো দেখুনঃ এইচএসসি সমাজকর্ম ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ২০২৩

পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC)
বিষয়ের নাম সমাজকর্ম ১ম পত্র
প্রশ্নের ধরণ বহুনির্বাচনি (MCQ)
মোট নম্বর ১৫
পরীক্ষার তারিখ ১১ ডিসেম্বর ২০২২
বোর্ডের নাম ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট

এইচএসসি  ‍সমাজকর্ম ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

HSC Social Work 1st Paper MCQ solution 2022

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে facebook.com/LekhaporaBD ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এইচ এস সি সমাজকর্ম ১ম পত্র এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২২ পেতে সাহায্য করো। এইচএসসি সমাজকর্ম MCQ প্রশ্ন সমাধান ২০২২।

HSC প্রশ্ন সমাধান 2022: সমাজকর্ম ১ম পত্র

এইচএসসি পরীক্ষা-২০২২

সমাজকর্ম (আবশ্যিক) ১ম পত্র
 বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র এমসিকিউ প্রশ্নের উত্তরমালা ২০২২:

১। “Introduction to Social Welfare” গ্রন্থের লেখক কে?

উত্তরঃ (ক) Walter A Friedlander

২। সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে?

উত্তরঃ (খ) আমেরিকা

৩। সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কী?

উত্তরঃ (গ) প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন।

৪। সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়-

উত্তরঃ (ঘ) i, ii ও iii

৫। “সমাজকর্ম এমন একটি পেশা, যা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক পরিবর্তন দ্বারা জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”-উক্তিটি কার?

উত্তরঃ (খ) Morales and Sheafor

৬। উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন ইতিহাসে কী নামে পরিচিত?

উত্তরঃ (গ) শিল্প বিপ্লব

৭। উদ্দীপকে উল্লিখিত ঘটনার ফলে উদ্ভব ঘটে-

উত্তরঃ (ক) i ও ii

৮। ইংল্যান্ডে দান সংগঠন সমিতি কত সালে গড়ে উঠে?

উত্তরঃ (ক) ১৮৬৯

৯। NASW এর পূর্ণরূপ কী?

উত্তরঃ (খ) National Association of Social Worker’s

১০। ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?

উত্তরঃ (ক) ৩

১১। সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝায়-

উত্তরঃ (গ) ii ও iii

১২। উত্তরঃ (ক) ধর্মগোলা

১৩। উত্তরঃ (ঘ) i, ii ও iii

১৪। Profession শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ (ঘ) ল্যাটিন

১৫। পেশার বৈশিষ্ট্য হলো-

উত্তরঃ (ঘ) i, ii ও iii

১৬। পেশা ও বৃত্তির মধ্যে কোনটি সঠিক?

উত্তরঃ (গ) সকল পেশা বৃত্তি কিন্তু সকল বৃত্তি পেশা নয়।

১৭। সামাজিক পরিবর্তনের বাহক কে?

উত্তরঃ (ক) সমাজকর্মী

১৮। জনাব ইহসানের দানকৃত অর্থ কী নামে পরিচিত?

উত্তরঃ (ঘ) জাকাত

১৯। জনাব ইহসানের দানকৃত অর্থ কী নামে পরিচিত?

উত্তরঃ (ক) i ও ii

২০। হিন্দু বিধবা বিবাহ প্রবর্তন করেন কে?

উত্তরঃ (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২১। সমাজের ক্ষতিকর ও অবাঞ্চিত রীতিনীতি সংশোধন বলতে নিম্নের কোন প্রত্যয়টিকে বোঝায়?

উত্তরঃ (ক) সমাজ সংস্কার

২২। সামাজিক নিয়ন্ত্রণে বাহন হলো-

উত্তরঃ (ঘ) i, ii ও iii

২৩। সমাজ সংস্কারের ইতিহাসে নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্বীকৃত কে?

উত্তরঃ (খ) বেগম রোকেয়া

২৪। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

উত্তরঃ (গ) ৫টি

২৫। উত্তরঃ (ক) সমাজকর্মের সহায়ক পদ্ধতি

২৬। উত্তরঃ (ঘ) i, ii ও iii

২৭। সাহায্যার্থীর সমস্যা সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? 

উত্তরঃ (ক) অনুধাবন → সমস্যা নির্ণয় → মূল্যায়ন → সমাধান → অনুসরণ

২৮। অপেক্ষাকৃত উন্নত ও সংগঠিত এলাকায় সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যায়?

উত্তরঃ (গ) সমষ্টি সংগঠন

২৯। সমাজকর্মে সমস্যাগ্রস্ত ব্যক্তি বলতে বোঝায়-

উত্তরঃ (খ) i ও iii

৩০। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কয়ভাগে বিভক্ত?

উত্তরঃ (খ) ৩

বরিশাল বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

ঢাকা বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

কুমিল্লা বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

ময়মনসিংহ বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

রাজশাহী বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

চট্টগ্রাম বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

দিনাজপুর বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

সিলেট বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

যশোর বোর্ড এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্নের উত্তর ২০২২ pdf Download

সাধারণত পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা ধারণা করতে পারে যে তার পরীক্ষায় কত মার্কস পেতে পারে। তবে এমসিকিউ উত্তর দেওয়ার সময় কিছু কিছু প্রশ্নের উত্তর অনেকে আন্দাজে দিয়ে থাকে। তাই সঠিক উত্তর মিলিয়ে দেখার কিংবা এইচএসসি সমাজকর্ম ১ম পত্র এমসিকিউ প্রশ্নের উত্তর ২০২২ pdf Download করার প্রয়োজন পড়ে। আপনি যদি এইচএসসি সমাজকর্ম ১ম পত্র প্রশ্নের ১০০% সঠিক সমাধান ২০২২ খুঁজতে এখানে এসে থাকেন, তাহলে আশা করছি এখান থেকে সন্তোষজনক সমাধান পাবেন।

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র পত্র প্রশ্ন সমাধান ২০২২ এমসিকিউ অংশ

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র এমসিকিউ অংশের সমাধান ২০২২ নিয়ে এই পোষ্টে আমরা আলোচনা করেছি। এবারের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর করতে হবে। এখানে আমরা সকল বোর্ডের সমাজকর্ম ২৫টি প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং, তোমরা তোমাদের দেওয়া উত্তরের সাথে আমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে দেখতে পারো।

এইচএসসি সমাজকর্ম ১ম পত্র  সাজেশন ২০২২

তোমরা হয়তো লক্ষ্য করেছো আমরা আমাদের লেখাপড়া বিডি সাইটে এইচএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের উপর শর্ট সাজেশন পোস্ট দিয়ে থাকি। তোমরা যদি এইচএসসি সমাজকর্ম ১ম পত্র পত্র সাজেশন পেতে চাও তাহলে আমাদের লেখাপড়া বিডি সাইটটি নিয়মিত ভিজিট করতে পারো। কারণ আমরা অন্যান্য বিষয়ের সাজেশন এর মতই সমাজকর্ম ১ম পত্র সাজেশন দিয়ে দিবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের ফেসবুকের পেজে মেসেজ করে ইতিমধ্যেই জানিয়ে রেখেছো, এইচএসসি সমাজকর্ম ১ম পত্র সাজেশন দিন, সমাজকর্ম শর্ট সাজেশন দিন ১ম পত্র। HSC Social Work 1st paper suggestion 2022.

পরিশেষে বলতে চাই, আমরা সমসয় চাই আমরা তোমাদেরকে নির্ভুল প্রশ্ন সমাধান দিতে তারপরও মানুষমাত্রই ভুল হয়। তাই আমরা বলছিনা আমাদের করা HSC সমাজকর্ম ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান 2022 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব। আর এইচএসসি পরবর্তী পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এই পোস্টটি এখানেই শেষ করছি। ভালো থেকো এবং সুস্থ থেকো। 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*