এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২। HSC History 2nd Paper MCQ solution 2022

এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ সমাধান

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ২০২২ ভাইয়া/আপুরা, তোমাদের সবাইকে লেখাপড়া বিডির এইচএসসি প্রশ্ন সমাধান 2022 বিষয়ের উপর নতুন আরও একটি পোস্টে আবারো স্বাগত জানাচ্ছি! তোমরা জেনে খুশি হবে যে আমরা লেখাপড়া বিডি ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের প্রশ্নের সমাধান এর উদ্যোগ নিয়েছি। আমি মনে করি তোমরা ইতিমধ্যেই আমাদের এই প্রশ্ন সমাধান গুলো নিয়মতি দেখো। আমরা এইচএসসি ইংরেজি পরীক্ষার এইচএসসি ইংরেজি ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২ করেছিলাম। এছাড়াও  এইচএসসি পদার্থবিজ্ঞান ১ম পত্র প্রশ্ন সমাধান করেছি। হিসাব বিজ্ঞান ২য় পত্র প্রশ্ন সমাধান করেছি। ভূগোল ১ম পত্র , ভূগোল ২য় পত্র প্রশ্ন সমাধান করেছি।এবং তোমরা দেখেছো আমরা ইতিহাস ১ম পত্র MCQ সমাধান করেছি। আজকের এই পোস্টে আমরা এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২ করবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক Hsc History 2nd Paper mcq solution 2022। এইচএসসি ইতিহাস ২য় পত্র বহুনির্বাচনি (MCQ)  সমাধান, এইচএসসি ইতিহাস MCQ প্রশ্ন সমাধান ২০২২: আরো দেখুনঃ এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ সমাধান

Advertisement

তুমি যদি এইচএসসি 2022  ‍ইতিহাস ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই পোস্টটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এইচএসসি ইতিহাস ২য় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এইচএসসি ইতিহাস ২য় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা এইচএসসি ইতিহাস সেকেন্ড পেপার প্রশ্ন সমাধান ২০২২ করে দেব ইনশাআল্লাহ। অতএব, এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ সমাধান সবার আগে পেতে আমাদের লেখাপড়া বিডি সাইট ভিজিট করুন।

পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC)
বিষয়ের নাম ইতিহাস ২য় পত্র
প্রশ্নের ধরণ বহুনির্বাচনি (MCQ)
মোট নম্বর ১৫
পরীক্ষার তারিখ ২৪ নভেম্বর ২০২২
বোর্ডের নাম ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট

এইচএসসি  ‍ইতিহাস ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

Hsc History 2nd Paper mcq solution 2022

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে facebook.com/LekhaporaBD ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এইচ এস সি ইতিহাস ২য় পত্র এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২২ পেতে সাহায্য করো। এইচএসসি ইতিহাস MCQ প্রশ্ন সমাধান ২০২২।

HSC প্রশ্ন সমাধান 2022: ইতিহাস ২য় পত্র

এইচএসসি পরীক্ষা-২০২২

ইতিহাস (আবশ্যিক) ২য় পত্র
 বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

Advertisement

এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্নের উত্তরমালা ২০২২ঃ

১। ইতিহাস বেত্বারা কাকে The Chief Proponent of Revolution বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন?

উত্তর: (ঘ) ঝাঁ ঝাক রুশো

২। উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন দেশকে ইঙ্গিত করে?

উত্তর: (খ) জার্মানি

৩। উক্ত সন্ধি সত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর: (খ) ১৯১৯
৪। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে?

উত্তর: (গ) কার্ল মার্কস

৫। সোভিয়েত ইউনিয়নের পতনে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে-
উত্তর: (ক) পূঁজিবাদী বিশ্ব

৬। উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়?

উত্তর: (ক) লেলিন

৭। রুশ বিপ্লবের ফলে-

উত্তরঃ (ঘ) i, ii ও iii

৮। Das Capital গ্রন্থটির লেখক কে?

উত্তর: (গ) কার্ল মার্কস

৯। পেরেস্ত্রাইকা নীতির প্রবক্তা কে?

উত্তর: (খ) মিখাইল গর্বাচেক

১০। নাগাসাকি শহর কোথায় অবস্থিত?

উত্তর: (খ) জাপান

১১। হিটলার কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: (খ) অস্ট্রিয়া

১২। ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল?

উত্তর: (খ) রাজতন্ত্রের 

১৩। মিখাইল গর্বাচেভ পুজিবাদী রাষ্ট্রের দারস্থ হয়েছিলেন। এর কারণ হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য?

উত্তর: (গ) দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন

১৪। (?) চিহ্নিত স্থানে কী বসবে?

উত্তর: (গ) ওয়ারশ

১৫। ন্যাটো জোট কোন দেশের নেতৃত্বে গঠিত হয়?

উত্তর: (ক) মার্কিন যুক্তরাষ্ট্র

১৬। ফরাসি বিপ্লব-ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে?

উত্তর: (ক) স্বৈরাচারী রাজতন্ত্র

১৭। উদ্দীপকে বর্ণিত বুদ্ধিজীবীর সাথে ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়?

উত্তর: (খ) দার্শনিকদের ভূমিকা

১৮। দেশের উক্ত ব্যক্তিদের ভুমিকার ফলে-

উত্তর:  (ক) i ও ii

১৯। লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে?

উত্তর: (ঘ) উড্রো উইলসন

২০। উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর সাথে কোন শাসকের সাদৃশ্য রয়েছে?

উত্তর: (গ) নেপোলিয়ন বেনাপার্ট

২১। ‘কোড নেপোলিয়ন’ এ কতটি ধারা ছিল?

উত্তর: (খ) ২২৮৭

২২। ত্রিশক্তি আতাতের সদস্য ছিল-

উত্তর: (ক) i ও ii

২৩। কোন পেশার মাধ্যমে মুসোলিনী তার কর্মজীবন শুরু করেন?

উত্তর: (ক) শিক্ষকতা

২৪। উদ্দীপকে ইঙ্গিতপুর্ণ মহাসমর কোনটি?

উত্তর: (ঘ) ২য় বিশ্বযুদ্ধ

২৫। উক্ত মহাসমরে মিত্রশক্তি কোট হলো-

উত্তর: (গ)

২৬। হিটলার তার আত্মজীবনী Mein Kampf কত সালে রচনা করেন?

উত্তর: (গ) ১৯২৪

২৭। কোন দেশের আত্মসমর্পন এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে?

উত্তর: (খ) জার্মানি

২৮। হিটলার ও মুসোলিনী কত সালে অক্ষশক্তি চুক্তি সাক্ষর করেন?

উত্তর: (ঘ) ১৯৩৬

২৯। মুক্তিযুদ্ধের বিপক্ষে উত্থাপিত প্রস্তাবে ভেটো প্রদান করে কোন দেশ?

উত্তর: (ক) রাশিয়া

৩০। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি সৈন্য কাজ করে-

উত্তর: (ক) বাংলাদেশের

ঢাকা বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

যশোর বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

রাজশাহী বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

কুমিল্লা বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

চট্টগ্রাম বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

ময়মনসিংহ বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

দিনাজপুর বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

সিলেট বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

বরিশাল বোর্ড এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্নের উত্তর ২০২২ pdf Download

সাধারণত পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা ধারণা করতে পারে যে তার পরীক্ষায় কত মার্কস পেতে পারে। তবে এমসিকিউ উত্তর দেওয়ার সময় কিছু কিছু প্রশ্নের উত্তর অনেকে আন্দাজে দিয়ে থাকে। তাই সঠিক উত্তর মিলিয়ে দেখার কিংবা এইচএসসি ইতিহাস ২য় পত্র এমসিকিউ প্রশ্নের উত্তর ২০২২ pdf Download করার প্রয়োজন পড়ে। আপনি যদি এইচএসসি ইতিহাস ২য় পত্র প্রশ্নের ১০০% সঠিক সমাধান ২০২২ খুঁজতে এখানে এসে থাকেন, তাহলে আশা করছি এখান থেকে সন্তোষজনক সমাধান পাবেন।

এইচএসসি ইতিহাস ২য় পত্র পত্র প্রশ্ন সমাধান ২০২২ এমসিকিউ অংশ

এইচএসসি ইতিহাস ২য় পত্র এমসিকিউ অংশের সমাধান ২০২২ নিয়ে এই পোষ্টে আমরা আলোচনা করেছি। এবারের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর করতে হবে। এখানে আমরা সকল বোর্ডের ইতিহাস ২৫টি প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং, তোমরা তোমাদের দেওয়া উত্তরের সাথে আমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে দেখতে পারো।

এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ সমাধান ২০২২

তোমরা যদি তোমাদের এইচএসসি ইতিহাস ২য় পত্র  MCQ পরীক্ষা শেষ হওয়ার পরই অনলাইনে ইতিহাস ২য় পত্র MCQ সমাধান খুজে থাকো। তবে তোমরা আমাদের লেখাপড়া বিডির এই পোস্টটি পড়তে পারো। এখানে তোমরা সকল সমাধান পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরই আমারা HSC ইতিহাস ২য় পত্র MCQ সমাধান করার জন্য বসে পড়ি। যত দ্রুত সম্ভব আমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর বের করে এখানে আপডেট করি। তোমরা পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথেই যদি দেখো এখানে এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ প্রশের উত্তর আপডেট হয়নি তবে টেনশন করিও না। আমরা সকল পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই একটু সময় লাগতে পারে। একটু পর পর পোস্ট রিলোড করলেই তুমি তোমার এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ সমাধান পেয়ে যাবে। এইচএসসি ইতিহাস ২য় পত্র MCQ প্রশ্ন উত্তর।

এইচএসসি ইতিহাস ২য় পত্র  সাজেশন ২০২২

তোমরা হয়তো লক্ষ্য করেছো আমরা আমাদের লেখাপড়া বিডি সাইটে এইচএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের উপর শর্ট সাজেশন পোস্ট দিয়ে থাকি। তোমরা যদি এইচএসসি ইতিহাস ২য় পত্র পত্র সাজেশন পেতে চাও তাহলে আমাদের লেখাপড়া বিডি সাইটটি নিয়মিত ভিজিট করতে পারো। কারণ আমরা অন্যান্য বিষয়ের সাজেশন এর মতই হিসাব ইতিহাস ২য় পত্র সাজেশন দিয়ে দিবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের ফেসবুকের পেজে মেসেজ করে ইতিমধ্যেই জানিয়ে রেখেছো, এইচএসসি ইতিহাস ২য় পত্র সাজেশন দিন, রসায়ন শর্ট সাজেশন দিন ২য় পত্র। Hsc History 1st paper suggestion 2022.

পরিশেষে বলতে চাই, আমরা সমসয় চাই আমরা তোমাদেরকে নির্ভুল প্রশ্ন সমাধান দিতে তারপরও মানুষমাত্রই ভুল হয়। তাই আমরা বলছিনা আমাদের করা HSC ইতিহাস ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান 2022 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব। আর এইচএসসি পরবর্তী পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এই পোস্টটি এখানেই শেষ করছি। ভালো থেকো এবং সুস্থ থেকো। 





About মোঃ মিলন ইসলাম 980 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*