এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, তোমাদেরকে লেখাপড়া বিডির এসএসসি প্রশ্ন সমাধান 2022 বিষয়ের উপর নতুন আরেকটি পোস্টে আবারো স্বাগত জানাচ্ছি! আমাদের আগের পোস্টে আমরা এসএসসি বাংলা ১ম পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ করেছিলাম। আজকের পোস্টে আমরা এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২ করবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক।

এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

এবারের এসএসসি পরীক্ষা ২০২২ গত ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষা ছিলো। সাধারণত বাংলা ১ম পত্রের পর SSC বাংলা ২য় পত্রের পরীক্ষা 2022 অনুষ্ঠিত হয়। এবার ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ শনিবার  বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়েছি। এই পোস্টে আমরা SSC বাংলা ২য় পত্রের MCQ প্রশ্ন সমাধান 2022 নিয়ে আলোচনা করবো।

আরো দেখুনঃ মাদ্রাসা শিক্ষাবোর্ড এর দাখিল গণিত এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

SSC বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন ও উত্তর ২০২২

তুমি যদি এসএসসি 2022 বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই পোস্টটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২২ PDF ফাইল এবং ছবি আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা এসএসসি প্রশ্ন সমাধান 2022: বাংলা ২য় পত্র করে দেব ইনশাআল্লাহ।

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/LekhaporaBD/ ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও এস এস সি বাংলা ২য় পত্র এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২২ পেতে সাহায্য করো।

এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

এসএসসি পরীক্ষা-২০২২
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

SSC Bangla 2nd paper Question solution 2022

ঢাকা বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

ঢাকা বোর্ডের বাংলা ২য় পত্র সমাধান ২০২২ নিচে দেখুনঃ

১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?

উত্তরঃ (ক) চার

২। ‘চিক চিক করে বালি কোথা নাই কাদা’— এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ-রূপে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ (খ) ক্রিয়া বিশেষণ

৩। পূরণবাচক সংখ্যা কোনটি?

উত্তরঃ (ঘ) দশম

৪। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন ভাষার?

উত্তরঃ (গ) ফারসি  

৫। ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?

উত্তরঃ (ঘ) বহুব্রীহি

৬। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক?

উত্তরঃ (ক) পাটি

৭। বাংলা উপসর্গ মােট কতটি?

উত্তরঃ (ঘ) ২১টি

৮। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

উত্তরঃ (গ) মনমাঝি

৯। আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? — এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ (ঘ) অপাদানে সপ্তমী

১০। কৃৎ প্রত্যয়–সাধিত পদকে কী বলে?

উত্তরঃ (গ) কৃদন্ত পদ 

১১। ‘ডাক্তার ডাক’। বাক্যে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ (ক) কর্মে শূন্য

১২। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?

উত্তরঃ (ঘ) বিপদ ও দুঃখ এক সময়ে আসে।

১৩। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

উত্তরঃ (ক) তিনটি

১৪। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ (গ) অর্থের কু প্রভাব

১৫। ‘বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তরঃ (ঘ) কর্মবাচ্য

১৬। উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ–সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

উত্তরঃ (গ) সর্বনাম

১৭। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

উত্তরঃ (খ) ধ্বনি বিপর্যয়

১৮। ওষ্ঠ ধ্বনি কোনগুলাে?

উত্তরঃ (গ) প ফ ব ভ ম

১৯। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?

উত্তরঃ (খ) একাদশ

২০। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটো কী কী?

উত্তরঃ (খ) ঐ ঔ

২১। উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কী বলে?

উত্তরঃ (ক) বিপ্রকর্ষ

২২। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

উত্তরঃ (গ) সন্ধি

২৩। রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি?

উত্তরঃ (ক) সন্দেশ

২৪। ‘তার মঙ্গল হােক।’ বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে?

উত্তরঃ (ক) আকাঙ্ক্ষা

২৫। হাট–বাজার কোন শব্দ যােগে সাধিত দ্বন্দ্ব সমাস?

উত্তরঃ (খ) সমার্থক

২৬। বিশেষ্য পদ কত প্রকার?

উত্তরঃ (গ) ছয়

২৭। ‘সীমার মাঝে অসীম তুমি।’ বাক্যে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

উত্তরঃ (খ) মধ্যে

২৮। বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

উত্তরঃ (ঘ) পদ

২৯। অনুসর্গ কোনগুলো?

উত্তরঃ (ক) অবধি, হেতু 

৩০। বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

উত্তরঃ (খ) ডিঙা

রাজশাহী বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২২

 

কুমিল্লা বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

যশোর বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

চট্টগ্রাম বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

সিলেট বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

দিনাজপুর বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

ময়মনসিংহ বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

বরিশাল বোর্ড এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান ২০২২

শেষকথা, পৃথিবীর কোন কিছুই শতভাগ নির্ভুল নয়। তাই আমরা বলছিনা আমাদের করা SSC বাংলা ২য় পত্র MCQ প্রশ্ন সমাধান 2022 ১০০% নির্ভুল বা সঠিক। তাই কোন প্রশ্নের ভুল উত্তর আপনার দৃষ্টিগোচর হয় তাহলে মন্তব্যের মাধ্যমে আমাদেরকে অবহিত করো। যত দ্রুত সম্ভব আমরা সংশোধন করে দেব। আর এসএসসি ইংরেজি ১ম পত্র এমসিকিউ প্রশ্নের সমাধান ২০২২ দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আশা করছি সেদিনও তোমাদেরকে আমাদের সাথে পাবো।





About আল মামুন মুন্না 819 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*