আইইউবিএটি’র ফল ২২ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৫ সেপ্টেম্বর ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এর ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইইউবিএটি – এ সদ্য ভর্তিকৃত শিক্ষার্থীরা এসে যোগ দেয় এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে শুরুতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কাঠামো, নানা সেবা ও নিয়মকানুন নিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর একে একে আইইউবিএটির গ্রন্থাগার, মানসিক স্বাস্থ্য সেবা, রেজিস্ট্রি অফিস, আইটি ল্যাব, পরিবহন, একাউন্টস – বিভাগের কর্মকর্তারা শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রমের ধারণা নেন। পাশাপাশি বিভিন্ন ছবি ও প্রামাণ্যচিত্রের মাধ্যেমে তাদের সামনে আইইউবিএটি – এর পরিচয় তুলে ধরা হয়।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.) প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক মোজাফফ্‌র আলম চৌধুরী সহ অন্যান্য অধ্যাপকরা।

উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য থাকে শিক্ষার্থীদেরকে দেশের জন্য সম্পদ হিসাবে গড়ে তোলা। আইইউবিএটি সার্বিকভাবে চেষ্টা করে একজন শিক্ষার্থীকে মনন, মেধা আর আদর্শে তৈরি করার। অনেক শিক্ষার্থীই মনে করে বিশ্ববিদ্যালয়য়ে পড়াশোনা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়-ই তোমাদের জন্য সেরা সুযোগ নিজেকে তৈরি করার। আইইউবিএটির বিশাল ক্যাম্পাসে তোমাদের জন্য সেই আয়োজনই থাকছে।

অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষকরা, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *