এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া/আপুরা, তোমাদের এসএসসি পরীক্ষা ২০২২ আজ ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সাধারণত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয় এসএসসি ২০২২ পরীক্ষা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারো বাংলা ১ম পত্র পরীক্ষা ২০২২ দিয়ে আজ এসএসসি পরীক্ষা শুরু হলো। তোমরা জেনে খুশি হবে যে আমরা লেখাপড়া বিডি ওয়েবসাইটে এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল বিষয়ের এমসিকিউ MCQ বা বহুনির্বাচনি অর্থাৎ নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধানের উদ্যোগ নিয়েছি। এই পোস্টে আমরা SSC বাংলা ১ম পত্রের MCQ প্রশ্ন সমাধান 2022 নিয়ে আলোচনা করবো। এসএসসি বাংলা ২য় পত্র প্রশ্ন ও সমাধান ২০২২ পাবেন এখানে।

তুমি যদি এসএসসি 2022 বাংলা প্রথম পরীক্ষায় অংশ নিয়ে থাকো তবে এই নিবন্ধটি থেকে প্রশ্নের সমাধান জানতে পারবে। এই আলোচনার মাধ্যমে আমরা এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২২ PDF ফাইল এবং চিত্র আকারে প্রকাশ করবো। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র আমরা সমাধান শুরু করবো। যেহেতু বোর্ডভেদে প্রশ্ন আলাদা হয়ে থাকে তাই সকল বোর্ড এর এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২ করতে কিছুটা বিলম্ব হতে পারে। সকল বোর্ড এর প্রশ্ন হাতে পাওয়া মাত্র আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ। আরো দেখুনঃ এইচএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

এসএসসি প্রশ্ন সমাধান 2022: বাংলা ১ম পত্র

যশোর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২

এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২২ যশোর বোর্ড pdf ডাউনলোড করুন

এসএসসি পরীক্ষা-২০২২
বাংলা (আবশ্যিক) প্রথম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালাঃ

১। মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল?
উত্তরঃ (খ) মতলব মিয়া
২। উদ্দীপকের ‘রহিমা’ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
উত্তরঃ (ঘ) মধুর মায়ের
৩। (ঘ) i, ii ও iii
উত্তরঃ
৪। ‘আমি অত প্যাঁচের ধার ধারি না’ – সংলাপটি কার?
উত্তরঃ (খ) খোদেজা
৫। ‘সবদেশে সবকালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞ্যাতি’ – এখানে ‘তিনি’ বলতে কাকে বোঝানে হয়েছে?
উত্তরঃ (ঘ) জগতের সৃষ্টিকর্তাকে
৬। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়-
উত্তরঃ (ঘ) i, ii ও iii
৭। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে?
উত্তরঃ (ক) পল্লিমাতার শাশ্বতরূপ
৮। এক কোঁচ ভরা কোন ফল ঝামুর ঝুমুর বাজে?
 উত্তরঃ (ঘ) বেথুল
৯। ১৯৭১ সালের ২৫ শে মে কোন কবির জন্মজয়ন্তী ছিল?
উত্তরঃ (গ) কাজী নজরুল ইসলাম
১০। রানার কাঁধে কী নিয়ে ছুটে চলে?
উত্তরঃ (ক) জানা-আজানার বোঝা
১১। মমতাদি নিজেকে ‘বামুনদি’ ডাকতে নিষেধ করেছিল কেন?
উত্তরঃ (ঘ) আত্মমর্যাদাবোধ থেকে
১২। উদ্দীপকের চুমকির সাথে ‘বঙ্গবাণী’ কবিতায় কাদের সাদৃশ্য পাওয়া যায়?
উত্তরঃ (খ) দেশী ভাষার অতৃপ্তদের
১৩। চুমকির মত যারা, তাদের প্রতি ‘বঙ্গবাণী’ কবিতায় প্রকাশিত হয়েছে–
উত্তরঃ (গ) ii ও iii
১৪। সবশেষে অসহায় সুভা আত্ম-সমর্পণ করেছে কার কাছে?
উত্তরঃ (ক) ধরণীর কাছে
১৫। সনেটের অষ্টকে কি থাকে?
উত্তরঃ (ঘ) ভাবের প্রবর্তনা
১৬। ‘পুত্র তাহার হুমাউন বুঝি বাঁচে না এবার আর। চারিদিকে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার’-
উত্তরঃ (গ)
১৭। বিশ্বসাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?
উত্তরঃ (খ) নাটক
১৮। নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরের বর্ণাত্মক রচনাকে কী বলা হয়?
উত্তরঃ (গ) কথিকা
১৯। মুক্তিযুদ্ধের সময়ে ‘জয়বাংলা’ স্লোগান কীসের প্রতীক?
উত্তরঃ (ক) ঐক্য ও সংহতির
২০। ‘দেবতার গ্রাস’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২১। ‘মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না’-কুন্তি বুধাকে এ কথা বলেছে কেন?
উত্তরঃ (খ) অনুপ্রাণিত করতে
২২। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে আমানুর রশিদ হচ্ছেন–
উত্তরঃ (ক) জীবনে সোনাফলা মানুষ
২৩। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে আমানুর রশিদের মাঝে প্রাধান্য পেয়েছে-
উত্তরঃ (ক) i ও ii
২৪। লেখক আবদুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আবদুর রহমান-
উত্তরঃ (গ) আফগান-সংস্কার মানে
২৫। ‘পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল’- এখানে ‘এই সব গল্প’ দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে?
উত্তরঃ (খ) সৌন্দর্যের উপমা
২৬। 
উত্তরঃ (ঘ)
২৭। সূর্যাস্ত আইন’ প্রণীত হয় কত সালে?
উত্তরঃ  (গ) ১৭৯৩ 
২৮। ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী?
উত্তরঃ (ঘ) চেষ্টা
২৯। বহিপীরের যুক্তিতে সামান্য স্নেহের অভাবে কী ঘটে?
উত্তরঃ (ক)
৩০। হযরত মুহম্মদ (স.) এর মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত ওমর (রা.) উন্মাদের কারণ কী ছিল?
উত্তরঃ (খ) ভক্তি-শ্রদ্ধা

রাজশাহী বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

সমাধানঃ  ১.ক ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.গ ৮.খ ৯.খ ১০.ঘ ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫. ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.গ ২১.গ ২২.গ ২৩.খ ২৪. ২৫. ২৬.ক ২৭.ক ২৮.ঘ ২৯.গ ৩০.গ

ঢাকা বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

 সমাধানঃ ১.গ ২.খ ৩. গ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. খ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭.ঘ ১৮.ক ১৯.খ ২০.খ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. খ

কুমিল্লা বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

চট্টগ্রাম বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

সিলেট বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

দিনাজপুর বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

ময়মনসিংহ বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২

বরিশাল বোর্ড এসএসসি বাংলা ১ম পত্র প্রশ্ন সমাধান ২০২২





About আল মামুন মুন্না 819 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*