মাদ্রাসা শিক্ষাবোর্ড এর দাখিল গণিত এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি লেখাপড়া বিডির দাখিল পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ এর উপর আরও একটি নতুন পোস্টে। তোমরা ইতিমধ্যেই জানো যে, আমরা আমাদের ওয়েবসাইটে পরীক্ষার পর প্রশ্ন সমাধান নিয়ে পোস্ট করে থাকি। তোমরা ইতিমধ্যেই দেখেছো এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান নিয়ে পোস্ট করেছি। আমরা এই পোস্টে মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্ন সমাধান 2022 করবো। 

এবারের দাখিল পরীক্ষার সময়সূচী অনুযায়ী দাখিল গণিত পরীক্ষা ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা মাদ্রাসা বোর্ডের আজকের দাখিল পরীক্ষার গণিত MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান 2022 করবো। আমাদের ওয়েবসাইটে আমরা সকল বিষয়ের প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ।

দ্রুত প্রশ্নের সমাধান পেতে প্রশ্নের ছবি আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/LekhaporaBD/ ইনবক্স করো। পোস্টটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দাখিল গণিত এম সি কিউ প্রশ্নের সমাধান ২০২২ পেতে সাহায্য করো।

দাখিল গণিত MCQ প্রশ্ন ও উত্তর ২০২২

দাখিল গণিত বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ২০২২

১. যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, এর পরবর্তী স্থানে 5, 6, 7, 8 বা 9 হলে শেষ স্থানটির সংখ্যার সাথে কত যোগ করতে হবে?

উত্তর: (খ) 1

২. ধনাত্মক সংখ্যা কত অপেক্ষা বড়?

উত্তর: (খ) 0

৩. নিচের তথ্যগুলো লক্ষ কর: i. 7-0.3=5.4
ii. 1-0.5=4
iii. 1.3, 1.03 এবং 1.3 এর মধ্যে বৃহত্তম 1.3
নিচের কোনটি সঠিক?
উত্তর: (গ) ii ও iii

৪. 8.269421…. সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত মান কত?

উত্তর: (খ) 8.2694

৫. 0.3 ÷ 0.6=কত?
উত্তর: (গ) 0.2

৬. নিচের কোনটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা?
উত্তর: (ঘ) 5.6161…

৭. নিচের কোন ভগ্নাংশটিকে সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়?
উত্তর: (ঘ) 627
100

৮. a, b, c বাস্তব সংখ্যা হলে, a(b+c) = কি?
উত্তর: (ক) ab+ac

৯. 4 ÷ 0.125 এর সঠিক মান নিচের কোনটি?
উত্তর: (ঘ) 32

১০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রত্যেক পূর্ণসংখ্যাই মূলদ সংখ্যা
ii. স্বাভাবিক সংখ্যা সেটের বৃহত্তম সদস্য নেই
iii. দুইটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা

উত্তর: (ক) i ও ii

১১. 0.7+0.8=কত?
উত্তর: (ঘ) 1.6

১২. নিচের কোনগুরো যৌগিক সংখ্যা?
উত্তর: (খ) 4, 6, 8, 9, 10

১৩. গণনাকারী সংখ্যার অপর নাম কী?
উত্তর: (গ) স্বাভাবিক সংখ্যা

১৪. 2.324, 7.213…, 10.239…, 7.2315 এর মধ্যে কোনগুলো সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা?
উত্তর: (গ) 2.324, 7.2315

১৫. 4.3256893…. সংখ্যাটির চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিচের কোনটি?
উত্তর: (গ) 4.3257

১৬. পূর্ণবর্গ নয় এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কোন সংখ্যা?
উত্তর: (ঘ) অমূলদ সংখ্যা

১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ণসংখ্যার সেটে ক্ষুদ্রতম সংখ্যা নেই
ii. পূর্ণসংখ্যঅর সেটে বৃহত্তম সংখ্যা নেই
iii. পূর্ণসংখ্যার সেটে যোগ, বিয়োগ এবং গুণ প্রক্রিয়ার ফল পূর্ণসংখ্যাই হয়
নিচের কোনটি সঠিক?
উত্তর: (ঘ) i, ii ও iii

১৮. 3 8 15 ভগ্নাংশগুলো কোন ধরনের ভগ্নাংশ?

    5      13     23

উত্তর: (ক) প্রকৃত ভগ্নাংশ

১৯. বিয়োগের ক্ষেত্রে পৌনঃপুনিক বিন্দু যেখানে শুরু সেখানে বিয়োজন সংখ্যা বিয়োজ্য সংখ্যা থেকে ছোট হলে সবসময় সর্ব ডানের অঙ্ক থেকে কত বিয়োগ করতে হয়?
উত্তর: (খ) 1

২০. 8 6 3 12
5 5 8 5
ভগ্নাংশগুলোর মধ্যে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ?
উত্তর: (খ) 5 3
6 8

২১. 9.263, 2.4023, 18.613 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
উত্তর: (খ) সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা

২২. আবৃত্ত দশমিককে সব সময় কিসে পরিণত করা যায়?
উত্তর: (ক) ভগ্নাংশে

২৩. যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে?
উত্তর: (গ) অমূলদ সংখ্যা

২৪. কোন সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না?
উত্তর: (খ) অমূলদ সংখ্যা

২৫. a বাস্তব সংখ্যা এবং a + (-a) = কি?
উত্তর: (খ) 0

২৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. 1.2 � 1.12=1.370
ii. 5.435 একটি বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ
iii. 4. ও 65 পরস্পর সহমৌলিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
উত্তর: (খ) i ও iii

২৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ঐ ভগ্নাংশটি একটি মূলদ সংখ্যা
ii. √7 একটি অমুলদ সংখ্যা
iii. আবৃত্ত দশমিক ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
উত্তর: (ক) i ও ii

২৮. i. শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
ii. শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা
iii. শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
উত্তর: (গ) i ও iii

২৯. সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে নিচের কোনটি গঠিত হয়?
উত্তর: (ক) বাস্তব সংখ্যার সেট

৩০. 3.6, 2.65, 4.265 …. সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা?
উত্তর: (গ) দশমিক ভগ্নাংশ সংখ্যা

শেষকথা, পৃথিবীর কোন কিছুই শতভাগ নির্ভুল নয়। তাই আমাদের লেখাপড়া বিডিতে আজকের দাখিল পরীক্ষার গণিত বিষয়ের এমসিকিউ এর প্রশ্ন সমাধানেও কিছু ভুল থাকতে পারে। যদি কোন ভুল ত্রুটি পেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করবো। 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*