যশোর বোর্ডের এসএসসি (SSC) বাংলা ২য় পত্র এর (MCQ) পরীক্ষা ২০২২ স্থগিত

১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ শনিবার যশোর বোর্ডের এসএসসি (SSC) বাংলা ২য় পত্র এর  এমসিকিউ (MCQ) পরীক্ষা ২০২২ স্থগিত করা হয়েছে। তবে, এদিন যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক বা সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া অন্যান্য বোর্ডগুলোর পরীক্ষা এদিন যথারীতি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আদেশটি যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরার জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। এছাড়া ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ শুক্রবার যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে অবহিত করা হয়েছে। লেখাপড়া বিডির পাঠকদের সুবিধার্থে বিজ্ঞপ্তিটি নিচে তুলে দেওয়া হলোঃ

আপডেটঃ যশোর বোর্ডের এসএসসি বাংলা ২য় পত্র এমসিকিউ পরীক্ষার নতুন তারিখ ২০২২ ঘোষণা 

এসএসসি (SSC) বাংলা ২য় পত্র এর (MCQ) পরীক্ষা ২০২২ স্থগিত

পরীক্ষা স্থগিতের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়। আর উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজ ও ইতনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খুলে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র পাওয়া যায়। এ ঘটনার জেরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*