প্রথিতযশা অর্থনীতিবিদ, খ্যাতিমান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও মানবকেন্দ্রিক উন্নয়নের পুরোধা ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর উপর সংবর্ধনা গ্রন্থ “তারুণ্যে উদ্দীপ্ত বরেণ্য প্রবীণ বিদগ্ধজন: ড. কাজী খলীকুজ্জমান আহমদ”- এর প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় ড. কাজী খলীকুজ্জমান আহমদ- কে সংবর্ধনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি। মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম, অদ্য সকাল ১৪ই সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান সঞ্চালনাকালে অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী মন্তব্য করেন, দেশের উন্নয়নে ড. কাজী খলীকুজ্জমান আহমদ যে সকল পরামর্শ মানব উন্নয়নে সরকারকে দিয়ে থাকেন সেগুলো যথাযথ বাস্তবায়ন করা উচিত। এবং স্থানীয় অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার উপর জোরারপ করেন।
এছাড়া, আলোচকরা মন্তব্য করেন যে, বাংলাদেশের এই অগ্রযাত্রায় অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকারের ইতিবাচক ভূমিকায় ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রাতিষ্ঠানিক ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম। অনুষ্ঠানে আলোচকদের মধ্যে বক্তব্যে দেন, অধ্যাপক শফি আহমদ, ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর শিক্ষা ও প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর শেখ ইকরামুল কবির, এনজিও বাস্তবের পরিচালক মো. জামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক (এলপিআর) অধ্যাপক ড. নাজমা বেগম, এবং জনাব ফোরকান আহমদ। গ্রন্থটি প্রকাশ করেছে পালক পাবলিশার্স এবং সম্পাদনা সহযোগিতায় ছিলেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্স- এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের শিক্ষক রেহানা পারভীন, সারা তাসনিম ও শামিম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে ড. কাজী খলীকুজ্জমান আহমদ এর স্বরচিত গান দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল নেশন পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব রহমান।
সংবর্ধনার জবাবে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমৃত্যু কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এবং মানব উন্নয়নের জন্য ঢাকা স্কুল অব ইকোনোমিক্স- এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি, পরিবেশবিদ্ ও উন্নয়ন কর্মী তৈরিতে নিরলস কাজ করে যাবেন বলেও জানান এই বিশ্বব্যাপী সমাদৃত অর্থনীতিবিদ।
Leave a Reply