কলেজ ভর্তির ২য় মেধা তালিকার রেজাল্ট ২০২২, কলেজ ভর্তি ২য় মেরিট লিস্টঃ ২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল (রেজাল্ট) ১০/০২/২০২২ তারিখ রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। ২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ১১/০২/২০২২ তারিখ হতে ১২/০২/২০২২ তারিখ শনিবার রাত ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮/= টাকা (Nagad/Shonali Bank/Teletalk /bKash/Surecash/Rocket এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। নিশ্চয়নের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন। তবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯/০২/২০২২ হতে ২৪/০২/২০২২ পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ০২/০৩/২০২২।
ফলাফল দেখার উপায়ঃ
- অনলাইনে রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
- আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রকাশ হওয়ার পর উক্ত ফলাফল শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে সরাসরি লেখাপড়াবিডি.কম থেকেও জানা যাবে….
কলেজে ভর্তির ফলাফল ২০২১-২০২২ দেখুন এখান থেকে
ফলাফল দেখতে আপনার রোল নম্বর লিখে বোর্ড ও পাশের সাল বাছাই করে রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং ৫ম ঘরে প্রদর্শিত সংখ্যাটি বসানঃ
পিন ভুলে গিয়ে থাকলে এখানে ক্লিক করুন
ভর্তির নিশ্চয়ন যাচাই করতে এখানে ক্লিক করুন।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত পরিবর্তী কার্যক্রম
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১১ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। (মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পুনরায় নিশ্চায়ন ফি প্রদান করতে হবে না)
৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১৩ ফেব্রুয়ারি।
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশন ও ৩য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারি
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১৬ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত
ভর্তির সময়সীমাঃ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্লাশ শুরুর তারিখঃ – ০২ মার্চ ২০২২
নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী — টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।
একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় লিঙ্কঃ
মোবাইল নম্বর পরিবর্তন করতে এখানে ক্লিক করুন।
কলেজ সংযোজন/ বিয়োজন এর জন্য এই লিংকে ক্লিক করুন।
কলেজে ভর্তির নীতিমালা সহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশের সকল কলেজের EIIN নম্বর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
সিকিউরিটি কোড ভুলে গিয়ে থাকলে এখানে ক্লিক করুন
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তির নিশ্চায়নের জন্য রেজিষ্ট্রেশন ফি প্রদান পদ্ধতি
ভর্তির নিশ্চয়ন যাচাই করতে এখানে ক্লিক করুন।
মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনা জানতে এখানে ক্লিক করুন।
সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তরঃ
প্রশ্নঃ২য় পর্যায়ের ফলাফলে আমি কোন কলেজে নির্বাচিত হয়নি। এখন আমি কি করবো?
উত্তরঃ সেক্ষেত্রে আপনি আবার ৩য় পর্যায়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোন ফি প্রদান করতে হবেনা। ৩য় পর্যায়ে আবেদনের ফলাফল ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
Leave a Reply