উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদি বিবিএ BBA বাংলা মাধ্যম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২ ব্যাচের বিবিএ বাংলা মাধ্যম ভর্তির বিজ্ঞপ্তি।
ভর্তির বিষয়সমূহঃ
• ব্যবস্থাপনা।
• মানব সম্পদ ব্যবস্থাপনা।
• বিপণন।
• ফিন্যান্স এন্ড ব্যাংকিং।
• হিসাববিজ্ঞান।
• তথ্য ব্যবস্থাপনা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সে ভর্তির যােগ্যতাঃ
• বিবিএ (বাংলা মাধ্যম) প্রােগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তির আবেদনের জন্য অবশ্যই একাডেমিক রেকর্ডে নিম্নোক্ত সারণী অনুযায়ী ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫ (পাঁচ) পয়েন্ট থাকতে হবে।
• এরপর প্রােগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীর আবেদন পত্র যাচাই-বাছাই করা হবে/ প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স ভর্তির সময়সূচিঃ
• আবেদনের তারিখঃ ০৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে ০৭ মে ২০২২ পর্যন্ত।
• আবেদন ফিঃ ৫০০ (পাঁচশত ) টাকা মাত্র
• একাডেমিক রেকর্ডস যাচাই বাছাই, মৌখিক পরীক্ষা ও ভর্তির তালিকা প্রকাশ : ০৮ মে ২০২২ হতে ২২ মে ২০২২ এর মধ্যে।
• ভর্তির তারিখ: ২৩ মে ২০২২ হতে ৩১ জুলাই, ২০২২ পর্যন্ত।
• ওরিয়েন্টেশন ক্লাস : ০৫ আগস্ট ২০২২।
• টিউটোরিয়াল ক্লাস : ১২ আগস্ট ২০২২।
অনলাইনে ভর্তির বিষয়ে (OSAPS) ব্যবহার সংক্রান্ত জরুরি কিছু নির্দেশনাঃ
• বিবিএ প্রােগ্রামে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।
• এক্ষেত্রে htpp://osaps.bou.edu.bd তে লগইন করে অর্থ প্রদানসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
• টাকা জমা দেওয়া যাবে বিকাশ- ০১৭৫৬-০৪৫১৬৬ এবং সিউর ক্যাশ- ০১৭৮৬-৫২৪৯১৭৫ নম্বরে।
• ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে ভর্তি ফিসহ বিভিন্ন চার্জ সংশ্লিষ্ট শিক্ষার্থী বহন করবেন।
• আপনার ব্রাউজারে osaps.bou.edu.bd লিখে Enter করুন + Login -এ ক্লিক করুন + User Id ও Password দিয়ে প্রবেশ করুন + Menu তে Student Services-এ গিয়ে Cours Enrollment -এ ক্লিক করে পরবর্তী ধাপসমূহ সম্পন্ন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
• অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সংক্রান্ত তথ্য যেমন প্রােফাইল, একাউন্ট নম্বর, টাকার পরিমাণ ট্রানজেকশন হিস্ট্রিসহ রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের প্রিন্ট কপি সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট আঞ্চলিককপি-আঞ্চলিক কেন্দ্রে জমা দিন।
• কোন আবেদনকারীকে Ok ম্যাসেজ পাঠানাে হলেও সনদপত্র যাচাইয়ের পর যদি তা প্রমাণিত না হয়, সেক্ষেত্রে উক্ত আবেদনকারী ভর্তির যােগ্যতা হারাবেন।
Leave a Reply