অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার মডেল টেষ্ট

১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার (মডেল টেস্ট – ০১)
ব্যাবসায় শিক্ষা বিভাগ

সময়- এক ঘণ্টা পূর্ণমান-১০০
Bangladesh-National-University-Logo-300x225

নির্দেশাবলী :
১। প্রশ্নপত্রের সঙ্গে সরবরাহকৃত এমসিকিউ (MCQ)
উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পরীক্ষার্থীর নাম এবং পিতার
নাম বলপেন দিয়ে সুস্পষ্টভাবে লিখতে হবে। কোন প্রকার কাটাকুটি বা ঘষামাজা করলে এবং নির্ধারিত স্থান
ছাড়া অন্যত্র লিখলে পরীক্ষা বাতিল বয়লে গণ্য হবে।

২। উত্তরপত্রের নির্ধারিত স্থানে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে এবং বৃত্ত ভরাট করতে হবে।
এসব ক্ষেত্রে ঘষামাজা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩। বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে সাধারন জ্ঞান -এর উত্তর দিতে হবে। এছাড়া হিসাববিজ্ঞান
এবং ব্যাবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের উত্তর দিতে হবে।

৪। প্রত্যেক প্রশ্নোত্তরের জন্য যে চারটি বৃত্ত
আছে তার মধ্যে সঠিক বৃত্তটি বেছে নিয়ে কালো কালির
বলপেন দিয়ে ভরাট করতে হবে।

৫। বৃত্ত ভরাট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন
করতে হবে। একটি বৃত্ত ভরাট করার পর তা কেটে দিয়ে আরেকটি বৃত্ত ভরাট করলে ঐ প্রশ্নের উত্তর বাতিল হবে।

৬। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ
করতে পারবে না।

৭। পরীক্ষার সমাপ্তি ঘোষণার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থী লেখা বন্ধ করবে এবং পরিদর্শক
তার কাছ থেকে উত্তরপত্র গ্রহন না করা পর্যন্ত আসন
ত্যাগ করবে না।
( উপরের নির্দেশাবলি অমান্য করলে পরীক্ষার্থীর
উত্তরপত্রে মূল্যায়ন করা হবে না। )

( বাংলা -২৫ )
1) ‘ দুধটুকু খেয়ে নাও ‘ – এ বাক্যে দুধ-এর
সঙ্গে ‘টুকু’ -র ভাষিক নাম-
(A) প্রত্যয় (B) বিভক্তি
(C) পদাশ্রিত নির্দেশক (D) ধাতু
2) নিচের কোনটি বিদেশি শব্দপ্রত্যয় ?
(A) দানি (B) টা
(C) খান (D) ইয়া
3) ধরনা > ধন্না – এটি কি ধরনের ধ্বনি-
পরিবর্তনের উদাহরণ ?
(A) স্বরসংগতি (B) অপিনিহিত
(C) স্বরভক্তি (D) সমীভবন
4) নিচের কোনটি অপপ্রয়োগের
দৃষ্টান্ত ?
(A) একত্ব (B) একতা
(C) একত্র (D) ঐক্যমত
5) কোন বানানটি অশুদ্ধ ?
(A) আকাঙ্ক্ষিত (B) ঊর্ধ্বমুখী
(C) উপরোক্ত (D) মিথস্ক্রিয়া
6) কোনটি সম্মুখ স্বরধ্বনি ?
(A) অ্যা (B) অ
(C) ও (D) এ
7) ‘ নিরবয়ব ‘ -এর অর্থ :
(A) নির্ভীক (B) বায়ুশূন্য
(C) নিরাকার (D) নির্মল
8) ” যৌবনের গান ” প্রবন্ধে ‘
তিমিরকুন্তলা ‘
বলতে কী বোঝানো হয়েছে ?
(A) দিন (B) দুপুর
(C) রাত্রি (D) নারী
9) ‘ হ্রী ‘ অর্থ কী ?
(A) ভয় (B) সংকোচ
(C) লজ্জা (D) ঘোড়ার ডাক
10) ‘ এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে ‘
।- এখানে ‘বিষাদে’ কোন
কারকে বিভক্তি ?
(A) কর্তায় সপ্তমী (B) করণে সপ্তমী
(C) অধিকরণে সপ্তমী (D)
অপাদানে সপ্তমী
11) ‘ষাট পূর্ণ হওয়ার উৎসব’ কে এক কথায়
বলে –
(A) রজত জয়ন্তী (B) সুবর্ণ জয়ন্তী
(C) হীরক জয়ন্তী (D) প্লাটিনাম জুবিলি
12)
‘জোড়ামানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু-
ছায়ে’ । -এই ‘জোড়ামানিক’ দাদুর
সম্পর্কে কী হয় ?
(A) নাতী অ নাতবৌ (B) প্রতিবেশী ও
প্রতিবেশিনী
(C) পুত্র ও পুত্রবধু (D) পুত্র ও স্ত্রী
13) ‘পরিহার্য’ শব্দের অর্থ-
(A) পরিধানের যোগ্য (B) বর্জনীয়
(C) পরিবারভুক্ত (D) দুরবৃত্ত
14) ‘Coating’ -এর বাংলা পরিভাষা-
(A) কেতাদুরস্ত (B) চিহ্নায়ন
(C) আবরণ (D) মামলাবাজি
15) ‘অবজ্ঞাত’ শব্দটির প্রকৃত উচ্চারন
কোনটি ?
(A) অবগগাদ (B) ও’বগ্যাতো
(C) অ’বোগ্যাত (D) অবোগগ্যাত
16) ‘স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত
অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হিড়
করিয়া টানিয়া লইয়া চলিলাম’ ।-
কাকে কে টেনে টেনে নিয়ে চলল ?
(A) হৈমন্তীতে তার বাবা (B)
মৃত্যুঞ্জয়কে গল্পের কথক
(C) বিলাসীকে মৃত্যুঞ্জয়ের খুড়ো ও
গ্রামবাসী
(D) মৃত্যুঞ্জয়কে পুলিশ
17) ‘স্কুল’ >ইসকুল’ , ‘প্রীতি > পিরিতি –

ধরনের পরিবর্তনকে বলে –
(A) স্বরযুক্তি (B) স্বরবিচ্ছেদ
(C) বর্ণাগম (D) স্বরাগম
18) ‘দামিনী’ অর্থ কী ?
(A) চন্ডীমূর্তি (B) স্রোতস্বিনী
(C) বিদ্যুৎ (D) নাগিনী
19) দক্ষতা অর্থে ‘হাত’ শব্দের ব্যাবহার
কোনটি ?
(A) হাত থাকা (B) হাত ছাড়া
(C) হাতে আসা (D) হাত আসা
20) কোনটি স্ত্রীবাচক শব্দ নয় ?
(A) সারি (B) তন্বী
(C) মল্লিকা (D) হুজুরাইন
21) কোন কবিতাটি চতুর্দশপদী ?
(A) সোনার তরী (B) বঙ্গভাষা
(C) জিবন-বন্দনা (D) ধন্যবাদ
22) ‘ওরা কারা বুনো দল ঢোকে’ – কোন
প্রসঙ্গে বলা হয়েছে ?
(A) বনের প্রসঙ্গে (B) লোকালয় প্রসঙ্গে
(C) মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর
প্রসঙ্গে
(D) মরু অঞ্চলের সৈন্যদের প্রসঙ্গে
23) ‘অবরে-সবরে’ কথাটির অর্থ কী ?
(A) যথাসময়ে (B) অবসর সময়ে
(C) কালে ভদ্রে (D) ধৈর্যে ধরে
24) ‘ভ্রান্ত’ বিশেষণ পদের বিশেষ্য রূপ-
(A) ভ্রম (B) ভ্রমা
(C) ভ্র (D) বিভ্রম
25) তুলসী গাছটি প্রথমে দেখেছিল-
(A) মোদাব্বের (B) মতিন
(C) আমজাদ (D) বদরুদ্দী

___ROBI___





About Rabiul 1 Article
আমার মাঝে আমি-আমি অন্যের মাঝে না

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*