‘নির্দেশনার পরেও অনলাইনে ক্লাস শুরু না করা প্রধানমন্ত্রীর অনুশাসন অমান্য করার শামিল’

দেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ রয়েছে। এ অবস্থায় সংসদ টিভিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস চলছে। গত এপ্রিল মাসের মাঝামাঝি সব কলেজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু সে নির্দেশনা মানেনি অনেক কলেজ। তাই সব কলেজের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করা নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে সব সরকারি কলেজে চিঠি পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ও এই চিঠিটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, 

“কোভিড-১৯ বৈশ্বিক সংকটের কারনে প্রতিষ্ঠানগুলাে সরকারের সাধারণ ছুটি ঘােষণার কারনে বন্ধ রয়েছে এবং উচ্চ মাধ্যমিকসহ ডিগ্রি, অনার্স সকল কোর্সের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অনলাইনে ক্লাস গ্রহণের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল কিন্তু অনেক প্রতিষ্ঠান আদো তা অনুসরণ করেনি। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বিরােধী। ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস গ্রহণের উদ্যেগী ভূমিকা গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দিক।

ফলে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য প্রচলিত কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের অনলাইনে ক্লাস গ্রহণের জন্য পুনরায় আহ্বান জানানাে হলাে। অনলাইনে গ্রহণকৃত ক্লাসসমূহ প্রতিষ্ঠান প্রধানগণ যাচাই বাছাই পূর্বক তা মনােনীত করে ddgovtcollege1@gmail.com এ আপলােড করবেন। আপনার আপলােড ক্লাসসমূহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলােড করবে। এতে করে দেশের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রতিষ্ঠান প্রধানগণ অনলাইনে ক্লাস গ্রহণকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ও বিভাগের শিক্ষকগণকে সহযােগিতা করবেন”

অনলাইনে ক্লাস নেয়ার জন্য কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে কলেজগুলোকে:

  • কোন প্রকার ধর্মীয় উস্কানিমূলক, সাম্প্রদায়িক মনােভাবাপন্ন সংলাপ, ছবি বা কনটেন্টে ব্যবহার করা যাবে না।
  • মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরােধী কোন কর্মকান্ড প্রচারনা, উপস্থাপন করা যাবে না।
  • সরকার ও দেশের উন্নয়ন কর্মকান্ড বিরােধী কোন বক্তব্য, সংলাপ, সংলাপ, ছবি, কনটেন্টে ব্যবহার করা যাবে না।

উপরােল্লিখিত নিয়ম অনুসরণের ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানগণ দায়ী থাকবেন এবং অনলাইনে ক্লাস গ্রহণকারী শিক্ষকগণ সরকারের আচরণ বিধিমালা অনুযায়ী শাস্তিযােগ্য অপরাধে দোষী সাব্যস্ত হবেন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে বলা হয়েছে। 

চিঠিতে বেশ কয়েকটি সরকারি কলেজকে উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪টি ক্লাস তৈরি করে আপলোড দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

লেখাপড়া বিডির পাঠকদের জন্য চিঠিটি দেয়া হলো:

সংসদ টিভির সকল ক্লাসের ভিডিও গুলো সরাসরি আমাদের লেখাপড়াবিডি সাইটে নিয়মিত দেয়া হয়। সকল ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের ওয়েসাইটে। নিচের লিংকে ক্লিক করে আপনার ক্লাসগুলো দেখে নিন। এছাড়াও যারা পুর্বের ক্লাসগুলো মিস করেছেন তারাও আমাদের এখান থেকে সেই মিস করা ক্লাসগুলো দেখতে পারবেন।

সংসদ টিভির মাধ্যমিকের “আমার ঘরে আমার স্কুল” কার্যক্রম এর নতুন রুটিন ও লাইভ ক্লাস দেখুন এখানে

সংসদ টিভিতে প্রাথমিকের “ঘরে বসে শিখি” কার্যক্রম এর নতুন সময়সূচী ও লাইভ ক্লাস দেখুন এখানে

সংসদ টিভির “আমার ঘরে আমার মাদ্রাসা” কর্মসূচির নতুন ক্লাস রুটিন ও সরাসরি সম্প্রচার দেখুন

সংসদ টিভির ঘরে বসে কারিগরি শিক্ষা কার্যক্রমের রুটিন ও লাইভ ক্লাস দেখুন এখানে

এছা্ড়াও লেখাপড়া বিষয়ক সকল প্রকার খবর আমাদের লেখাপড়া বিডি সাইটে সবার আগে প্রকাশ করা হয়ে থাকে । লেখাপড়া বিষয়ক সকল প্রকার তথ্য জানতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন।

 

 





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*