সংসদ টিভির মাধ্যমিকের “আমার ঘরে আমার স্কুল” কার্যক্রম এর নতুন রুটিন ও লাইভ ক্লাস দেখুন এখানে

আমার ঘরে আমার স্কুল ক্লাস রুটিন, amar ghore amar school class routine,আমার ঘরে আমার স্কুল live: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সকল স্কুল,কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই বন্ধের সময়ে শিক্ষার্থীদের যাতে লেখাপড়ায় কোন ক্ষতি না হয় সে লক্ষে বিকল্প পদ্ধতিতে ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছে শিক্ষামন্ত্রণালয়। এই বন্ধের সময়ে সংসদ টিভিতে “ আমার ঘর আমার স্কুল” কার্যক্রমের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যেই গত ২৯ মার্চ থেকে মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টিভিতে নেয়া হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন রুটিন প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে “আমার ঘর আমার স্কুল” কার্যক্রমের ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করা হয়েছিল।  সেই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) আবারো নতুন রুটিন প্রকাশ করে। নতুন রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০:৪০টা থেকে দুপুর ০২:৪৫ টা পর্যন্ত এই ক্লাস চলবে। এ ছাড়াও প্রাথমিকের জন্য ঘরে বসে শিখি, মাদ্রাসা বোর্ডের জন্য আমার ঘরে আমার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ঘরে বসে কারিগরি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

“আমার ঘর আমার স্কুল” নতুন সময়সূচী

‘আমার ঘরে আমার স্কুল’ কার্যক্রমের ১০ অক্টোবর -১৫ অক্টোবর পর্যন্ত ক্লাস রুটিন

মাধ্যমিকের ক্লাস রুটিন

 

 

‘আমার ঘরে আমার স্কুল’ সংসদ টিভি লাইভ ক্লাস দেখুন এখানেঃ

মোবাইল থেকে সংসদ টিভি দেখতে সমস্যা হলে আপনার ব্রাউজারটি ডেস্কটপ মুড করে নিন।

সৌজন্যেঃ জাগোবিডি.কম

ফেইসবুকে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের প্রতিদিনের ক্লাস লাইভ দেখতে ভিজিট করুন a2i – Access to Information পেইজে

প্রকাশিত রুটিনে বলা হয়েছে, পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন । প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খােলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

amar ghore amar school class routine 2020, amar ghore amar school class 6, 7, 8, 9 routine, আমার ঘরে আমার স্কুল live, amar ghore amar school live, আমার ঘরে আমার স্কুল লাইভ, আমার ঘরে আমার স্কুল class 6, আমার ঘরে আমার স্কুল class 7, আমার ঘরে আমার স্কুল class 8, আমার ঘরে আমার স্কুল class 9, sangsad tv live class routine





About লেখাপড়া বিডি ডেস্ক 1515 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*