মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে শুরু হয়েছে “আমার ঘরে আমার মাদ্রাসা” কর্মসূচি। ইতিমধ্যে এই আমার ঘরে আমার মাদ্রাসা কর্মসূচির ক্লাস রুটিন প্রকাশ হরা হয়েছে।
ক্লাস রুটিন অনুসারে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, যা সংসদ টিভিতে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা লেখাপড়া বিডি’র এই পোস্টে লাইভ ক্লাস দেখার সুযোগ করে দিয়েছি। এছাড়া কোন ক্লাস মিস করে থাকলে এখানে প্রতিদিনের ভিডিও পরে দেখারও ব্যবস্থা করা হয়েছে।
সংসদ টিভির “আমার ঘরে আমার মাদ্রাসা” কর্মসূচির ক্লাস রুটিন ২০২০
আমার ঘরে আমার মাদ্রাসা ক্লাস রুটিন (২৭ জুলাই)
আমার ঘরে আমার মাদ্রাসা লাইভ ক্লাস দেখুন এখানেঃ
মোবাইল থেকে সংসদ টিভি দেখতে সমস্যা হলে আপনার ব্রাউজারটি ডেস্কটপ মুড করে নিন।
সৌজন্যেঃ জাগোবিডি.কম
পরবর্তীতে ক্লাসসমূহ কিশোর বাতায়নে পাওয়া যাবে। কিশোর বাতায়ানে ক্লাসসমূহ দেখতে ভিজিট : www.konnect.edu.bd
এছাড়াও, ফেইসবুকে আমার ঘরে আমার মাদ্রাসা কার্যক্রমের প্রতিদিনের ক্লাস লাইভ দেখতে ভিজিট করুন a2i – Access to Information পেইজে
Leave a Reply