Advertisements
আজ আমার আলোচনার বিষয় হচ্ছে “কিভাবে স্মৃতি শক্তি বৃদ্ধি করা যায়”।
এমন একটি উপায় বা পদ্ধতি বলবো যা খুবই কার্যকরী কিন্তু খুবই সোজা কাজ।
আপনি চাইলে সহজেই আপনার দূর্বল স্মৃতি কে শক্তি শালী করে পারবেন।
দুইটি উপাদান আপনার দূর্বল স্মৃতিকে শক্তিশালী করে তোলবে আবশ্যই।
1) কালোজিরার তেল
2) খাটি মধু
ব্যবহারের নিয়মঃ-
প্রতিদিন সকালে খালি পেটে আধা চামচ খাটি মধু ও কালোজিরার তেল একসাথে মিশিয়ে ডান হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাবেন।
ফলাফল আপনি নিজেই বুজতে পারবেন।
বিঃদ্রঃ- কালোজিরা ও খাটি মধু মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ।