কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ২০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি থেকেও জানা যাচ্ছে…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানেঃ
অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে এখানে ক্লিক করুন।
গত ৪ নভেম্বর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩টি বিভাগের মোট এক হাজার ৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে তিন হাজার ৮১০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করেন।
মোট তিনটি শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে (বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা) মোট ৩৪৯টি আসনের বিপরীতে ছয় হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট এক হাজার ৩৯৬ জন শিক্ষার্থী পাস করেন।
দ্বিতীয় শিফটে (দুপুর ২টা থেকে ৩টা) মোট ৩৪৮টি আসনের বিপরীতে ছয় হাজার ৩৩১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট এক হাজার ৬২ জন শিক্ষার্থী পাস করেন।
এছাড়া তৃতীয় শিফটে (বিকেল ৪টা থেকে ৫টা) মোট ৩৩৮টি আসনের বিপরীতে ছয় হাজার ১৩৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোট এক হাজার ৩৫২ জন শিক্ষার্থী পাস করেন।
Leave a Reply