কেন এতো অন্ধকার

By Hriday Hossen

Updated on:

Advertisements

জিবনে পাইনা খোঁজে কোনো দিশা

পাইনা কিছু করার উপায় এ সবিজে

অন্ধকারের আবদ্ধ পরিবেশ।

পাখপাখালির গান গানগুলো কেমন বিস্বাদ লাগে পায়না খুঁজে শান্তি বেকার বলে কি এমন লাগে।

রাস্তায় চলতে থাকে তুষার নদী চলে বাঁকে বাঁকে

দেহটা আজ বড় ক্লান্ত অনুভব করে। উঠাল দিতে চাই অনেক দূরে তবু কেন পারিনা। সব দিগেই যে আজ অন্ধকার।

এত অন্ধকার তাকার পরও কি কারো হাত ধরা মানায়। কেন মানে না যদি পাওয়া যায় শান্তি।

Leave a Comment