ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ২৯ অক্টোবর দুপুরে প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৩ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
মোবাইল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ঘ” ইউনিটের ফলাফল দেখার নিয়মঃ
অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ঘ” ইউনিটের ফলাফল দেখার নিয়মঃ
অনলাইনে ফলাফল দেখতে http://admission.eis.du.ac.bd ঠিকানায় আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করতে হবে।
এর আগে ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮৪ হাজার ১৭৭ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে পাশ করেছে ১১ হাজার ১৫৮ জন। ঘ-ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৫৬০।
Leave a Reply