স্মৃতি সেতো চোরাবালির অদৃশ্য এক ফাঁদ
যতই ভাবি তার অতল গহ্বরে
আমি তলিয়ে যাই অবিরত।
আমার আর্তনাদের শব্দ আকাশ বাতাস ছাড়িয়ে
মহা শূণ্যে যায় মিশে।
তবু তোমার হৃদয় মন্দিরের প্রাচীর ভেদ করে
পৌছোয় না তোমার কাছে।
স্মৃতি তুমি কেবল এক বৃত্ত মাত্র
তোমার মাঝে আটকে রাখে-
আমায় তোমার ব্যাসার্ধ।
প্রতিদিন প্রতিক্ষণ বিবর্ণ স্মৃতির মাঝে
আমার নিস্ফল বিচরণ।
এ কেমন দহন খেলা
অনল জ্বালাও সারাক্ষণ।
স্মৃতি তুমি কি কখনও হতে পারো না
আকাশের এক ফালি রূপালী চাঁদ
তোমার আলোয় স্নান করে
আমি কাটিয়ে দিতাম রাত।
তুমি শুধুই অমাবস্যা হলে
আঁধারে গ্রাস করো আমায়
গ্রহণ লেগে ছটপট করে মরি
স্মৃতির অন্ধকার গুহায়।
Leave a Reply