তুমি আমার পড়ন্ত বিকেলে
গোধূলী বেলার আলো
দখিন হাওয়ার পরশ বুলিয়ে
ভুবন করো আলো
তুমি আমার অগোছালো শব্দের
অপ্রকাশিত কবিতা
মনের ক্যানভাসে রেখে যাওয়া
রঙ তুলির জলছাপ।
তুমি আমার আকাশে জ্বলে উঠা
দূরের ঐ ধ্রুব তারা।
নিশুতি রাতে জোনাক ডাকা
সুখের ফাগুন ধারা।
তুমি আমার রৌদ্র দাহে
শীতল বৃষ্টির ছোয়া
বিষাদ সিন্ধুর অতল হতে
কিঞ্চিৎ সুখ কুড়িয়ে পাওয়া।
তুমি আমার হাজার সুখের
হয়তো প্রাণের উচ্ছাস
নয়তো আমার নিঃশোষিত হৃদয়ের
অভিশপ্ত দীর্ঘশ্বাষ।
তুমি আমার যোগ বিয়োগের
শূণ্য হিসেবের খাতা।
সরল কিংবা ঐকিক নিয়মের
ব্যর্থ সূত্রের ব্যথা।
হয়তো তুমি আমার রেওয়ামিলে
গড়মিল কোনো হিসাব।
হয়তো তুমি চূড়ান্ত হিসেবে
অজ্ঞাত হিসেব খাত এক।
Leave a Reply