মানবসেবা
শামসুদ্দীন সামছু
মৌলিক চাহিদার অন্যতম চিকিৎসা;
কিন্তু এখন কি দিচ্ছে দিক্ষা !
মানবিক পেশা মানবিক কাজ, মানবিক মূল্যবোধ;
মানবিক মানুষগুলোর ঋণ কি করে করিব শোধ?
মূল্যবোধের জায়গাটা যে এখনো মানবিকতা খুঁজি
অমানবিক সবাই নহে সেটাও আমরা বুঝি।
সীমাবদ্ধতার প্রতিশব্দ সেচ্ছাচারী নয়;
চিকিৎসা তো মানবসেবা, কেন এতো ভয়?
অনুধাবন করুন, আর অনুশোচনা জন্মান;
হে মানব সেবকরা, এই বিপদে রেখে যান অবদান।
এগিয়ে এসেছে অনেক বীর, দিচ্ছে অনেকে সাড়া
এই করোনার জয় হবে জাতির বীরদের দ্বারা।
(কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট বা আঘাত দেওয়ার জন্যে লিখিনি, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং এই মহামারিতে যেসকল বীরেরা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে লিখা।)
Leave a Reply