গত ১৬/১০/২০১৮ তারিখ ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও জনমনে সৃষ্ট কতিপয় সংশয় ও বিতর্ক নিরসনের লক্ষ্যে নিম্মোক্ত তথ্যসমূহ সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য উপস্থাপিত হলোঃ
(১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কর্তৃক ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা একটি প্রথাসিদ্ধরীতি। ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সংশ্লিষ্ট ডিন কর্তৃক সকল কার্যাবলি সমাপনান্তে প্রস্তুতকৃত ফলাফল উপাচার্যকে হস্তান্তর করার পর ‘কেন্দ্রীয় অনলাইন ভর্তি কমিটি’ সেটি নিরীক্ষা করে। এরপর উপাচার্য সংশ্লিষ্টদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মাত্র। ‘ঘ’ ইউনিটের ক্ষেত্রেও তাই হয়েছে।
(২) ‘ঘ’ ইউনিটের ক্ষেত্রে যেহেতু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উত্থাপিত হয়েছে তাই মাননীয় উপাচার্য অবিলম্বে প্রো-উপাচার্য (প্রশাাসন)-কে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রতিবেদন ১৫-১০-২০১৮ তারিখ হস্তগত হয়। প্রতিবেদন প্রাপ্তির পর প্রতিবেদনে পরিবেশিত ‘পর্যবেক্ষণ ও বিশ্লেষণ’ এবং ‘সুপারিশ’ মোতাবেক ১৬-১০-২০১৮ তারিখ অপরাহ্ন ৩:৩০ ঘটিকায় ফলাফল ঘোষণা করা হয়।
(৩) প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়ার পর সত্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে সুনির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় ১৩-১০-২০১৮ তারিখ মামলা রুজু করা হয়। ইতোমধ্যে সে আলোকে ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
(৪) ১৬-১০-২০১৮ তারিখ ফলাফল ঘোষণাকালে আরও বলা হয় যে, ‘ঘ’ ইউনিটের প্রধান সমন্বয়কারী ডিন ভর্তি কার্যক্রম গ্রহণের প্রাক্কালে ফলাফল নিরীক্ষা, বিশ্লেষণ ও পর্যালোচনা করবেন। কোন ব্যত্যয়/অসঙ্গতি পরিলক্ষিত হলে ব্যবস্থা নিবেন এবং বৃহত্তর কোন সিদ্ধান্তের প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রদান করলে সে আলোকে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে।
(৫) বস্তুত: উপরের ক্রমিক ৪-এ বর্ণিত প্রক্রিয়াটি শুরু হওয়ার সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যখন একটি আন্তর্জাতিক সেমিনারে তুরস্কের ইন্তানবুলে অবস্থান করছেন তখন অনাকাঙ্খিত সংশয় ও বিতর্কের উদ্ভব ঘটল।
(৬) অভিযোগের বিষয়ে প্রকৃত সত্য উদঘাটন, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনয়নসহ আইনসঙ্গত, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় পুনরায় তার আন্তরিক সদিচ্ছা ব্যক্ত করছে। এ ব্যাপারে সকলের সদয় সহযোগিতা কাম্য।
Leave a Reply