![Nurul Islam Nahid Remembering Facebook Profile](https://lekhaporabd.net/wp-content/uploads/2018/10/Nurul-Islam-Nahid-Remembering-Facebook-Profile.png)
কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট সাধারণত রিমেম্বারিং করে রাখে ফেসবুক। কিন্তু এবার জীবিত ব্যক্তির অ্যাকাউন্টকেই মৃত দেখাচ্ছে ফেসবুক। তাও আবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামের অ্যাকাউন্ট (https://www.facebook.com/Nahid1971)।
৫১ হাজারেরও বেশি ফলোয়ার থাকা ওই অ্যাকাউন্টটির নামের উপরে রিমেম্বারিং লিখে রাখা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (২২ অক্টোবর বিকেল ৪টা) আইডিটি রিমেম্বারিং শো করছে। একাউন্টটির স্ক্রীণসট নিচে দেওয়া হলোঃ
উল্লেখ্য, কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করা হলে নতুন করে কেউ লগইন করতে পারেন না। কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন না, ফলো বা মেসেজও করতে পারেন না। একইসঙ্গে সেই অ্যাকাউন্ট আর হ্যাক হওয়ার কোনো সুযোগ থাকে না। আইডিটি সম্পূর্ণ ফেসবুক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায়।
তবে আগে থেকে যারা সেই আইডিতে ফ্রেন্ড বা ফলোয়ার থাকেন, তারা আইডির আগের সব তথ্য এবং ছবি দেখতে পারবেন। অন্যরা পাবলিক করা তথ্য ও ছবিগুলো দেখতে পারবেন।
Leave a Reply