ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “ঘ” ইউনিটে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, শুভেচ্ছা নিও। ১২ অক্টোবর ২০১৮ তারিখ অনুষ্ঠিত হয়ে গেলো তোমাদের ভর্তি পরীক্ষা।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয়েছিল ১০টা থেকে।
এ বছর ১৬১৫টি (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১ জন।
তোমরা হয়তো এখন বেশ টেনশন এর মধ্যে আছো তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত একটু মানষিক চাপে কাটবে তোমাদের সময়। তোমরা অনেকেই হয়তো এখন আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান খুজছো। তোমাদের সুবিধার্থে প্রশ্নপত্রের সমাধান পোস্ট করে দিলাম। আশা করি তোমাদের উপকারে আসবে।
প্রকাশ হওয়া মাত্র ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পাবেন এই লিঙ্কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ঘ ইউনিট এর প্রশ্নের সমাধানঃ
বাংলাঃ
১. বিড়াল রচনায় উল্লেখিত ওয়েলিংটন কে? বীরযোদ্ধা
২. কোন ধ্বনির উপরে চন্দ্রবিন্দু বসালে উচ্চারণ সানুনাসিক হয়? স্বরধবনি
৩. উদ্ধত এর সন্ধি বিচ্ছেদ? উৎ + হত
৪. ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভাল। কোন রচনার অন্তর্গত? আমার পথ
৫. Artisan এর বাংলা প্রতিশব্দ কি? কারিগর
৬. সাম্যবাদী কবিতায় উল্লেখিত বাঁশীর কিশোর কে? কৃষ্ণ
৭. ভোরের মেঘে উদীয়মান সূর্য কোন ফলের রঙের মত রঙিন হয়? নাটা
৮. নেকলেস গল্পে বন্দুক কিনতে মসিয়ে লুইসেল কত ফ্রা জমিয়েছিলেন? চারশ ফ্রা
৯. দুটি শব্দের কিছু অংশ বাদ দিয়ে এবং কর্তিত অংশটুকু একত্র করে কোন শব্দ তৈরি হলে তাকে বলা হয়- জোড়কলম শব্দ
১০. নিচের কোন শব্দজোড় বিশেষণ- বিশেষ্য জোড় শুদ্ধ নয়- পাণ্ডবঃ পাণ্ডু ( উভয়ই বিশেষ্য)
১১. আধুনিক বাংলা বিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? ঝরনা (সঠিক বানান ঝর্ণা)
১২. নিচের কোনটি অপপ্রয়োগ এর দৃষ্টান্ত? একত্রিত
১৩. ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে এসেছে? গৌড়ীয়
১৪. বাংলায় স্বরবর্ণ ও স্বরধ্বনির অনুপাত? ১১ঃ ৭
১৫. জীবনে জীবন যোগ করা কথা আছে কোন রচনায়? ‘ঐকতান’
১৬. অত্যাচার শব্দে অতি উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়েছে? আতিশয্য
১৭. কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সাথে তুলনা করেছেন? শিউলি
১৮. গমন করতে পারে যে- জঙ্গম
১৯. এ ধ্বনির বিকৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে? হেন
২০. “অলখের পাথার বাহিয়া’ এই চরণের পাথার এর সমার্থক শব্দ? অর্ণব
২১. আসক্তি
২২. কোন শব্দগুচ্ছ সমার্থক- ছায়া, আভাস, প্রতিকায়, আদল
২৩. শুদৃশটি (ঘ)
২৪. শুনিয়া ˃ শুনে কোন ধবনি পরিবর্তন? অভিশ্রুতি
২৫. কোন বাক্যটি শুদ্ধ? আপনি সবান্ধব আমন্ত্রিত
ইংরেজীঃ
Reading can help you unwind at night. It can help you to sleep, because you leave behind the troubles of the day as you allow your immersion in your book to relax you. Reading helps improve your concentration. This helps to exercise and boost your memory power because it encourages you to remember characters and the Reading a work of fiction can stimulate your mind as you try to work out story lines and plots,
specially in the murder mystery novels. When you read, it reduces your stress by taking your mind off your worries. It also acts like a workout for the mind and is believed to be beneficial to help slow down or prevent the onset of dementia. Reading can help you pass the time and beat boredom. So, form the habit of reading from now on wards.
1. Choose the most appropriate title for the passage ?
– Benefits of Reading
2. What does the word “unwind” mean?
-to relax
3. What is the relationship between reading and memory?
-Reading enhances memory
4. Reading acts like a workout for the mind. What does workout’ mean?
-physical training
5. The word “boredom” means
-monotony
6. The synonym of ‘courteous is:
-polite
7. The antonym of ‘huge is:
-tiny
8. There is no doubt we will win.
– that
9. I haven’t seen her__ the last few years.
-in
10. I wish, l_those words. But now it’s too late.
-never said
11. The lawyer told his client that_
– they had little chance of winning the case
12. The shops here are open_9 am to 7 pm.
-from
13. Did you watch the cricket game TV last night?
-on
14. In the poem, the poet has___ a sunset. (a) announced (b) wrote
– decried
15. Which word is correctly spelt?
-Accommodation
16. A ‘cardiologist’ is a doctor who treats ?
-heart patients
17. Which word is not used as a verb?
-Loose
18. The clinic is __ the police station?
-opposite to
19. The words of his resignation letter he was unhappy.
-implied
20. Before finalizing our picnic, we need to _ the venue.
– discuss
21. We need to have ICT __ to become a competitive economy ?
-skills
22. The_words of the mother comforted the child.
-sweet
23. She is down and out now, What does the phrase “down and out’ mean?
-destitute
24. It_raining since the morning.
– has been
25. 1 _ to a foreign country.
-have never been
বাংলাদেশ বিষয়াবলিঃ
১। আনন জয়সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?
-১৩৫
২। কোন নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় অবস্থিত?
– নাফ
৩। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
-১৯১৯
৪। বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান?
-বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি
৫। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র “এ স্টেট ইজ বর্ন-এর পরিচালক কে?
– জহির রায়হান
৬। বড় পুকুরিয়া কয়লাখনি কোথায় অবস্থিত?
-দিনাজপুর
৭। বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেল কে?
– মাহবুবে আলম
৮। বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
-ড. মুহম্মদ ইব্রাহীম
৯। নিচের কোনটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক?
– বাংলাদেশ ব্যাংক [Bangladesh Bank]
১০। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? [Who was the last Mughal emperor?)।
-বাহাদুর শাহ জাফর
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়েছিল?
-১৯২৩
১২। বাংলা একাডেমি কত সালে হীরকজয়ন্তী উদযাপন করেছিল?
-২০১৫
নিচের কোন সংস্থা ”মহল শোভাযাত্রাকে” আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে
– ইউনেস্কো
১৪। “কারাগারের রােজনামচা” গ্রন্থটির লেখক কে?
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৫ বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি কত সালে কার্যকর হয়?
-২০১৫
১৬। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
– পিপীলিকা
১৭। নিচের কোন মার্কিন সংগীতশিল্পী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না?
– ব্রুস স্প্রিংস্টিন
১৮। “মােদের গরব মােদের আশা, আ মরি বাংলা ভাষা”-গানটির রচয়িতা কে?
-অতুল প্রসাদ সেন
১৯। “সেপ্টেম্বর অন যশাের রােড” কবিতাটির রচয়িতা কে?
– অ্যালেন গিন্সবার্গ
২০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালাে দিবস” কোনটি?
-২৩ শে আগষ্ট
২১। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি?
– চলন বিল
২২। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
-শাহ আবদুল হামিদ
২৩। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
– নাটোর
২৪। বাংলাদেশের ১২তম সিটি কর্পোরেশন কোনটি?
– ময়মনসিংহ
আন্তর্জাতিক বিষয়াবলিঃ
১। কোনটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নয়?
-এমনেষ্টি ইন্টারন্যাশনাল
২। এডাম পিক কোথায় অবস্থিত?
-শ্রীলঙ্কা
৩। ব্রিকস’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-সাংহাই
৪। নিচের কোন দেশটি ছলবেষ্টিত নয়?
-ইরান
৫। কোন দেশটিতে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল?
-ইউক্রেন
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
৬। জাতিসংঘের কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে?
-জাতিসংঘ মানবাধিকার পরিষদ
৭। যুক্তরাষ্ট্রভিত্তিক কু ক্লাক্স ক্লান’ মূলত একটি-
-বর্ণবাদী গােষ্ঠী
৮। মিয়ানমার সরকারে অং সান সুচির প্রশাসনিক পদবি কী?
-স্টেট কাউন্সিলর
৯। কোন নেশাট সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কানেওয়েলথ এর সদস্য।
-মােজাম্বিক
১০। কোন দেশে বাংলা” একটি দাপ্তরিক ভাষা?
-সিয়েরা লিওন
১১। কোন রাষ্ট্রটি জাতিসংঘের সদস্য নয়? –
-ভ্যাটিকান সিটি
১২। বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর উদ্বােধনী অনুষ্ঠান কোথায় হয়েছিল?
-লুঝনিকি
১৩। আন্তর্জাতিক যুব দিবস কবে?
-আগষ্ট ১২
১৪। ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
-নেপােলিয়ান
১৫। “দি কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
-নিউ ইয়র্ক
১৬। ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?
-ইউক্রেন
১৭। কোন দেশে সেনাবাহিনী নেই?
– কোস্টারিকা
১৮। কবে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশে রােহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে? ।
-১৯৭৮
১৯। কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
-ইয়েমেন
২০। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) কোন ধরনের অপরাধের বিচাণ করে না?
– মানব পাচার
২১। লিকুদ পাটি কোন দেশের রাজনৈতিক দল?
– ইসরায়েল
২২। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ডােনাল্ড ট্রাম্প ও কিম জং উন এর মধ্যকার শীর্ষ বৈঠকের মূল বিষয় কী ছিল?
– পারমানবিক নিরস্ত্রীকরণ
২৩। বিমসটেক এর বর্তমান মহাসচিবের নাম কী?
– এম. শহীদুল আলম
২৪। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত পাইপলাইনটি কোন কোন অঞ্চলকে সংযুক্ত করবে।
-শিলিগুড়ি ও পার্বতীপুর
২৫। জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল কোন রাজনৈতিক দলের নেতা?
-ক্রিশ্চিয়ান ডেমােক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)
সমাধান করেছেঃ Jobstestbd.com
Leave a Reply