![খাইরুল’স ব্যাংক রিটেন ম্যাথ](https://lekhaporabd.net/wp-content/uploads/2018/09/খাইরুল’স-ব্যাংক-রিটেন-ম্যাথ.jpg)
২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে মাত্র ৮/১০ পৃষ্ঠায়, সময় মাত্র ১২০ মিনিট। সুতরাং দ্রুত ,সংক্ষিপ্ত ও প্রাঞ্জল লিখতে হবে। কোন এডিশনাল পেপার দেয়া হয় না। অনেক সময় উত্তরপত্রের সাথেই প্রশ্ন দেয়া থাকে এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য প্রদত্ত স্থানে উত্তর লিখতে হবে। আলাদা প্রশ্ন থাকলে প্রদত্ত উত্তরপত্রে কোন পেজে কত নং প্রশ্নের উত্তর লিখবেন তা নির্ধারন করে নিবেন।
এবার কাজের কথায় আসি।ব্যাংক লিখিত মূলত English ও গনিতের খেল।
প্রায় সব সরকারি ব্যাংক লিখিত পরীক্ষায় মূলত তিনটি বিষয় থেকে প্রশ্ন থাকে।
যথা-
1,English(more than 100 Marks),
2,Mathematics(50-70 Marks) and
3,বাংলা(২৫/৩০ নম্বর)
ব্যাংক লিখিত ম্যাথ মানে পাটিগনিত ও পরিমিতি। তবে দুর্ভাগ্য থাকলে জ্যামিতি/বীজগনিত ও দিতে পারে। ৩ থেকে ৫ টা পর্যন্ত ম্যাথ থাকবে ৪০থেকে ৭০ নম্বরের জন্য।
তার মানে দাড়াল ব্যাংক রিটেন এ টিকতে হলে আপনাকে গনিতে ভাল করতেই হবে। বাজারে গনিতের যেসব বই পাবেন তার মধ্যে খাইরুল’স ব্যাংক রিটেন ম্যাথ সবচেয়ে ভাল ও নির্ভুল।
খাইরুল’স ব্যাংক রিটেন ম্যাথ ২০১৮ বইটি তাই আজকে শেয়ার করলাম।
Download link খাইরুল’স ব্যাংক রিটেন ম্যাথ ২০১৮
Leave a Reply