প্রফেসর মাহবুবের আচার্য বিজসেন স্কুলের কনফারেন্সে অংশগ্রহণ

আচার্য ব্যাঙ্গালোর বিজসেন স্কুলের ৭ম আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাবেক উপাচার্য ও খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। তিনি বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠিত দুটি প্রোগ্রাম এবং একটিতে একক বক্তা হিসেবে অংশ নেন।

আচার্য ব্যাঙ্গালোর বিজসেন স্কুলে প্রফেসর মুহম্মদ মাহবুব আলী ও আনিতা মেধিকার যৌথভাবে সেমিনারে ‘এন্ট্রাপ্রিনিউরিয়াল এডুকেশন of Dhaka School of Economics’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

মাহবুব আলী গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৭ম ‘এডু সামিট’ এর প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন এমটিসি গ্লোবাল এর সভাপতি প্রফেসর ভোলানাথ দত্ত। গত ১১ সেপ্টেম্বর আইএসবিআর বিজনেস স্কুল ব্যাঙ্গালোরের বিশেষ আমন্ত্রণে মুহাম্মদ মাহবুব আলী বিবিএ ও এমবিএ ছাত্রদের জন্য উদ্যোক্তা ও উদ্ভাবক’ এর উপর বিশেষ বক্তব্য দেন।

সেমিনারে মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা অর্থনীতি এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। যার মাধ্যমে দেশে কর্মসৃজনশীলতা সৃষ্টি করা যায় এবং যুব সমাজের উন্নয়ন প্রেরণা এবং জীবনধারণ পদ্ধতি ও সর্বপরী মানব উন্নয়ন সম্ভব হয়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*