রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৬৮ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তি হতে কোটাসহ প্রতি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী লড়াই করবে। যা গত বছরে ছিল ৩৮ জন। অতীতের সব রেকর্ড ভেঙে এ বছর আবেদন পড়েছে তিন লাখ ১৬ হাজার একশ ২০ জন। গত বছর আবেদন করেছিল এক লাখ ৭৮ হাজার ৯৪৯ ভর্তিচ্ছু।

এবার কোটাসহ মোট চার হাজার ৬৩৬ আসনের বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০ জন প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনে লড়বে ৬৮ জন শিক্ষার্থী। এ মাসের ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেয়া হয়।

আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর মোট নয়টি অনুষদে ৫৭টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ নেই। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বহাল করার আবেদন সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এবার ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ৯৪১টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন, ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) ১৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন, ‘সি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ৬৬০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ১৭৪ জন, ‘ডি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ৪৭০টি আসনের বিপরীতে ২২ হাজার ৫২৬ জন, ‘ই’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৭৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন, ‘এফ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৪৩৬টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৯৩৪ জন, ‘জি’ ইউনিটের (কৃষি অনুষদ) ২১২টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৮৩ জন, ‘এইচ’ ইউনিটের (প্রকৌশল অনুষদ) ২৭২টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৬২৬ জন, ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ১২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৩২ জন, ‘জে’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট) ৫০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৬৪২ জন, ‘কে’ ইউনিটের (শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট) ৫০টি আসনের বিপরীতে ১১ হাজার ৬২২ জন প্রার্থী আবেদন করেছেন।

এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এক লাখ ৭৮ হাজার ৯৪৮, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এক লাখ ৬০ হাজার ৬৮২, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এক লাখ ৬৫ হাজার ৫৬৪টি আবেদন জমা পড়েছিল।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর পাশাপাশি লেখাপড়া বিডি’র ভর্তি তথ্য বিভাগ থেকেও জানা যাবে।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*