কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। ভালো থাকেন এটাই সব সময় কামনা করি। গনিত ও মানষিক দক্ষতা এটি জটিল বিষয়। অনেকের ই এই বিষয়ে খুব ভয় রয়েছে। যাদের গনিত বিষয়ে ভয় রয়েছে তাদের গনিত বিষয়ে ভয় দূর করতে আজকের টিউন। বর্তমান সময়ে চাকরির পরীক্ষা গুলো বেশ জটিল গনিত প্রশ্ন থাকে। আর সেগুলো সমাধান করতে না পারলে চাকরা পাওয়া তো সম্ভব ই নয়।
আপনাদের এসব বিষয় চিন্তা করে নিয়ে আসলাম গনিত ও মানষিক দক্ষতার উপর চমৎকার ও প্রয়োজনীয় একটি বই। যাতে বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সব গনিত বিষয়ে প্রশ্ন এসেছে সেগুলোরর উপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।
বইটি পড়লে গনিত বিষয়ে সকল প্রকার ভয় দূর হবে ও গনিতের আধুনিক নিয়ম কানুন সম্পর্কে সঠিক ধারনা পাওয়া যাবে। বইটি ছোট হলেও বেশ কাজের।
বইটি আপনার তো কাজে লাগবেই পাশাপাশি আপনার ছোট ভাই বোনদের ও কাজে লাগবে। তাই সামান্য কিছু মেগাবাইট খরচ করে বইটি সংগ্রহ করে রাখুন।
যারা বইগুলো ডাউনলোড করতে চান তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিনঃ
সহস্র গানিতিক সূত্র – সৌমেন সাহা
এছাড়াও ইংরেজি শিখার জন্য আরো ইংরেজি বই, গ্রামার বই সহ ডজন খানেক ইংরেজি বই টেতে নিচের লিংকে যানঃ
- এছাড়াও অন্যান্য বই যেমন গল্প, উপন্যাস, কম্পিউটার শিক্ষার বই, অনুবাদ বই, বাংলাদেশি ও ভারতীয় বাঙালী লেখকদের বই সহ যেকোন বই ডাউনলোড করুন Free Bangla Ebooks Download ব্লগ থেকে।
Leave a Reply